৪৪তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (১৯)
বাংলাদেশ বিষয়াবলি
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
১. বাংলাদেশে অস্ত্র কারখানা কতটি?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. অস্ত্র কারখানা নেই
২. বাংলাদেশ প্রথমবারের মতো চাল রপ্তানি করে কোন দেশে?
ক. ভারতে খ. শ্রীলঙ্কায়
গ. ইন্দোনেশিয়ায় ঘ. নেপালে
৩. বিজিএমইএ প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৭৭ খ. ১৯৭১ গ. ১৯৮৫ ঘ. ১৯৯৬
৪. পায়রা সমুদ্রবন্দর বাংলাদেশের কততম সমুদ্রবন্দর?
ক. ২য় খ. ৩য় গ. ৪র্থ ঘ. ৭ম
৫. বাংলাদেশের কোন রপ্তানি পণ্যটি ‘হোয়াইট গোল্ড’ নামে পরিচিত?
ক. চিংড়ি খ. পাট
গ. মিঠা পানির মাছ ঘ. তৈরি পোশাক
৬. কমলাপুর রেলস্টেশনের স্থপতি কে?
ক. বর বুব খ. সামশুল ওয়ারেস
গ. লুই আই কান ঘ. হামিদুর রহমান
৭. বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের নাম কী?
ক. স্বাধীনতা পুরস্কার খ. একুশে পদক
গ. বাংলা একাডেমি পুরস্কার
ঘ. প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার
৮. প্রথম বাংলাদেশি গ্রান্ড মাস্টার কে?
ক. রানী হামিদ খ. নিয়াজ মোরশেদ
গ. এনামুল হক ঘ. অলক কাপালি
৯. বাংলাদেশে সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার কোনটি?
ক. বাংলা একাডেমি পুরস্কার খ. একুশে পদক
গ. স্বাধীনতা পুরস্কার ঘ. বঙ্গবন্ধু পুরস্কার
১০. লালবাগ দুর্গ নির্মাণ করেন কে?
ক. সিরাজউদ্দৌলা খ. শায়েস্তা খান
গ. শাহজাহান ঘ. ইসলাম খাঁ
১১. ‘গম্ভীরা’ বাংলাদেশের কোন অঞ্চলের গান?
ক. ময়মনসিংহ খ. চাঁপাইনবাবগঞ্জ
গ. রংপুর ঘ. চট্টগ্রাম
১২. বাংলাদেশের একমাত্র লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
ক. সোনার গাঁ খ. কুমিল্লা
গ. সিলেট ঘ. রাঙামাটি
১৩. পাহাড়পুর বৌদ্ধ বিহার কোন আমলে নির্মিত হয়?
ক. মোগল আমলে খ. মৌর্য আমল
গ. পাল শাসনামলে ঘ. সেন আমলে
১৪. লালবাগ কেল্লার অভ্যন্তরে অবস্থিত পরিবিবির আসলনাম কি?
ক. পরিবিধি খ. নার্গিস
গ. ইরান দুখত ঘ. আসমা বেগম
১৫. ধর্মসাগর কোথায় অবস্থিত?
ক. দিনাজপুর খ. বান্দরবান
গ. পঞ্চগড় ঘ. কুমিল্লা
১৬. বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম কি?
ক. জীবনতরী খ. সোনারতরী
গ. সূর্যের হাসি ঘ. সবুজ সাথী
১৭. বাংলাদেশে জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে?
ক. ১৯৭২ খ. ১৯৭৫ গ. ১৯৮০ ঘ. ১৯৭৪
১৮. বাংলাদেশের প্রথম নৌ রণতরীর নাম কি?
ক. বি.এন.এস পদ্মা খ. বি.এন.এস. যমুনা
গ. বি.এন.এস ঈশা খাঁ ঘ. বি.এন.এস. বঙ্গবন্ধু
১৯. মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র ‘A state is Born’-এর চলচ্চিত্রকার কে?
ক. আলমগীর কবির খ. গীতা মেহতা
গ. জহির রায়হান ঘ. তারেক মাহমুদ
২০. বাংলাদেশ কততম ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের আয়োজক ছিল?
ক. ৮ম খ. ৭ম গ. দশম ঘ. ১১তম
উত্তর : ১ক ২খ ৩ক ৪খ ৫ক ৬ক ৭ক ৮খ ৯ক ১০খ ১১খ ১২ক ১৩গ ১৪গ ১৫ঘ ১৬ক ১৭ঘ ১৮ক ১৯গ ২০গ।
গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
