৪৪তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (২৩)
আন্তর্জাতিক বিষয়াবলী
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
০১. CENTO কী চুক্তি নামে পরিচিত?
ক. ম্যাসট্রিক্ট চুক্তি খ. ইম্পিরিয়াল চুক্তি গ. বাগদাদ চুক্তি ঘ. অটোয়া চুক্তি
০২. ‘OPCW’-এর সদরদপ্তর-
ক. হেগ, নেদারল্যান্ড
খ. জেনেভা, সুইজারল্যান্ড
গ. রোম, ইতালি
ঘ. বার্লিন, জার্মানি
০৩. ‘Persona-non-grata’ শব্দসমষ্টি যে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য-
ক. ব্যবসায়ী খ. রাজনীতিবিদ গ. ক্রীড়াবিদ ঘ. কূটনীতিবিদ
০৪. আফগানিস্তানের সস্ত্রাসবিরোধী অভিযান-
ক. অপারেশন এনডুরিং ফ্রিডম খ. অপারেশন ডেজার্ট স্টর্ম
গ. অপারেশন সার্চ লাইট ঘ. অপারেশন রেস্টোর হোপ
০৫. ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যে শান্তিচুক্তি হয়, তার নাম কী?
ক. বেকা চুক্তি খ. ক্রস সার্ভিসিং চুক্তি গ. এয়ার বাবল চুক্তি ঘ. আব্রাহাম অ্যাকর্ড
০৬. কূটনৈতিক বিষয়ক ‘ভিয়েনা কনভেনশন’ গৃহীত হয়-
ক. ১০ এপ্রিল, ১৯৬০
খ. ১৬ এপ্রিল, ১৯৬১
গ. ১৮ এপ্রিল, ১৯৬২
ঘ. ২৬ এপ্রিল, ১৯৬৩
০৭. জাতিসংঘ সনদের রচয়িতা-
ক. ডব্লিউ হ্যারিসন খ. আর্চিবাল্ড ম্যাকলেইশ
গ. রকফেলার জুনিয়র ঘ. কেউই নয়
০৮. সামরিক জোট নয়-
ক. OPCW খ. NATO গ. AFRICOM ঘ. ANZUS
০৯. সুয়েজ খাল খনন করে কোন দেশ?
ক. মিসর খ. ফ্রান্স গ. জার্মানি ঘ. রাশিয়া
১০. PESCO কোন ধরনের সংগঠন?
ক. অর্থনৈতিক জোট খ. প্রতিরক্ষা জোট গ. রাজনৈতিক জোট ঘ. সামরিক জোট
১১. ‘Ping Pong Diplomacy’-এর সঙ্গে সংশ্লিষ্ট দেশ-
ক. চীন খ. ইসরাইল গ. দক্ষিণ কোরিয়া ঘ. উত্তর কোরিয়া
১২. মাদাগাস্কারের রাজধানীর নাম-
ক. পারমারিবো খ. মাসেরু গ. আস্তানা ঘ. হ আন্তানানারিভো
১৩. ‘Brief Answer to the Big Questions’ গ্রন্থের রচয়িতা-
ক. নেলসন মেন্ডেলা খ. স্টিফেন হকিং গ. ভ্লাদিমির পুতিন ঘ. ডোনাল্ড ট্রাম্প
১৪. ‘মিনস্ক’ যে দেশটির রাজধানী-
ক. উগান্ডা খ. মন্টিনিগ্রো গ. রুয়ান্ডা ঘ. বেলারুশ
১৫. ‘ইরেভান’ কোন দেশের রাজধানী?
ক. বেলারুশ খ. জর্জিয়া গ. আজারবাইজান ঘ. আর্মেনিয়া
১৬. WAPRO কী?
ক. জলবায়ু পরিবর্তন সংস্থা খ. যুদ্ধ পরিকল্পনা সংস্থা
গ. আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা ঘ. পানিসম্পদ পরিকল্পনা সংস্থা
১৭. সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল-
ক. ৪ আগস্ট, ১৯৭২ খ. ২ জুলাই, ১৯৭১ গ. ১০ জানুয়ারি, ১৯৬৬ ঘ. ২ জুলাই, ১৯৭২
১৮. ‘পোডগোরিকো’ কোন দেশের রাজধানী?
ক. ক্রোয়েশিয়া খ. মন্টিনিগ্রো গ. কসোভো ঘ. সার্বিয়া
১৯. ডোমিনো তত্ত্বের প্রবর্তক আমেরিকান প্রেসিডেন্ট-
ক. হ আইসেন হাওয়ার খ. জর্জ ওয়াশিংটন গ. থিওডোর রুজভেল্ট ঘ. জেমস মনরো
২০. থাড (THAAD) হচ্ছে যে দেশের ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধী নিরাপত্তা ব্যবস্থা-
ক. ফ্রান্স খ. চীন গ. রাশিয়া ঘ. যুক্তরাষ্ট্র
উত্তর : ১গ, ২ক, ৩ঘ, ৪ক ৫ঘ, ৬খ, ৭খ, ৮ক, ৯ক, ১০খ, ১১ক, ১২ঘ, ১৩খ, ১৪ঘ, ১৫ঘ, ১৬ঘ, ১৭ঘ, ১৮খ, ১৯ক, ২০ঘ।
গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
