নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
ফিন্যান্স ও ব্যাংকিং * ভূগোল ও পরিবেশ
ফিন্যান্স ও ব্যাংকিং
এইচ. এম. মতিউর রহমান
প্রকাশ: ০৩ জুন ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা)
পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পটুয়াখালী
অর্থের সময়মূল্য
১। অর্থের সময়মূল্য কাকে বলে?
উত্তর : সময়ের সঙ্গে সঙ্গে অর্থের মূল্য পরিবর্তন হওয়াকে অর্থের সময়মূল্য বলে।
২. সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে কীসের পার্থক্য সৃষ্টি হয়?
উত্তর : অর্থের মূল্য।
৩. বাট্টাকরণ প্রক্রিয়ায় অর্থের কোন মূল্যকে ভাগ করা হয়? উত্তর : ভবিষ্যৎ মূল্যকে।
৪. ব্যবসায়ে প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে অর্থের কী জড়িত থাকে? উত্তর : অর্থের আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ।
৫. সরল সুদের ক্ষেত্রে কেবল কীসের ওপর সুদ গণনা করা হয়? উত্তর : আসলের ওপর।
৬. ভোক্তা ঋণ কী?
উত্তর : ভোগ্য পণ্য যেমন টিভি, ফ্রিজ ইত্যাদি বাকিতে ক্রয়ের জন্য যে সুবিধা প্রদান করা হয় তাকে ভোক্তা ঋণ বলে।
৭. অর্থের বর্তমান মূল্য জানা থাকলে কোন মূল্য জানা যায়? উত্তর : ভবিষ্যৎ মূল্য।
৮. বাড়িতে ব্যবহারের নিমিত্তে কম্পিউটার ক্রয়ের জন্য কোন ঋণ নেয়া হয় ? উত্তর : ভোক্তা ঋণ।
৯. ICB কী?
উত্তর : ICB (Investment Corporation of Bangladesh) হল একটি বিনিয়োগ সংস্থা।
১০. বছরের চক্রবৃদ্ধি সংখ্যা বোঝাতে কোনটি ব্যবহৃত হয়? উত্তর : স ব্যবহৃত হয়।
১১. চক্রবৃদ্ধি সুদ কী?
উত্তর : সুদ আসলের ওপর যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে।
১২. ব্যাংকে টাকা জমা রাখলে কীসের ভিত্তিতে চক্রবৃদ্ধি হয়? উত্তর : মাসিক ভিত্তিতে।
১৩. অর্থের কয় ধরনের প্রবাহ ঘটে?
উত্তর : দুই ধরনের। নগদ আন্তঃপ্রবাহ ও নগদ বহিঃপ্রবাহ।
১৪. কার্যকরী বা প্রকৃত সুদের হার কী?
উত্তর : বছরে একাধিকবার চক্রবৃদ্ধিতে ঋণগ্রহীতা প্রকৃতপক্ষে যে হারে সুদ প্রদান করে তাকে প্রকৃত সুদের হার বলে।
১৫. অর্থের সময়মূল্যের মূল কারণ কী?
উত্তর : অর্থের সময়মূল্যের মূল কারণ সুদের হার।
১৬. অর্থায়ন কী নিয়ে কাজ করে?
উত্তর : অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে।
১৭. প্রকৃত সুদ কী?
উত্তর : একটি নির্দিষ্ট মেয়াদের জন্য গ্রহণকৃত ঋণের সুদ চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেয়ে ওই নির্দিষ্ট মেয়াদের যে সুদ হয় তাই প্রকৃত সুদ।
১৮. অর্থের সময় মূল্য নির্ধারণের মূল কারণ কোনটি? উত্তর : সুদের হার।
১৯. EAR এর পূর্ণরূপ কী?
উত্তর : EAR এর পূর্ণরূপ Effective Annual Rate।
২০. বাট্টাকরণ বলতে কী বোঝ?
উত্তর : ভবিষ্যতে নির্দিষ্ট সময়ান্তে প্রাপ্য টাকার ওপর বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে বাট্টাকরণ বলে।
২১. ভবিষ্যৎ মূল্যের পরিমাণ কীসের ওপর নির্ভর করে?
উত্তর : প্রারম্ভিক জমাকৃত অর্থ। সুদের হার, মেয়াদ ও চক্রবৃদ্ধির সংখ্যার ওপর ভবিষ্যৎ মূল্যের পরিমাণ নির্ভর করে।
২২. বাট্টা হার কী?
উত্তর : নগদ প্রবাহ নির্ধারণের পর সেগুলোকে নগদ মূল্যে রূপান্তরের হারকে বাট্টা হার বলে।
২৩. আর্থিক ঝুঁকি কী?
উত্তর : ব্যবসায়ের দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে আর্থিক ঝুঁকি বলে।
২৪. ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তের সঙ্গেই অর্থের কোন ধরনের প্রবাহ জড়িত থাকে? উত্তর : নগদ প্রবাহ।
২৫. ব্যবসায়কে কোন ধরনের কর্মকাণ্ড বলা হয়? উত্তর : ব্যবসায়কে অর্থনৈতিক কর্মকাণ্ড বলা হয়।
২৬. ভবিষ্যৎ মূল্য জানা থাকলে কোনটি বের করা যায়? উত্তর : বর্তমান মূল্য।
২৭. বাট্টাকরণ কীসের বিপরীত প্রক্রিয়া?
উত্তর : বাট্টাকরণ হল চক্রবৃদ্ধিকরণের বিপরীত প্রক্রিয়া।
২৮. ঋণ নেয়ার পূর্বে কী যাচাই করতে হয়?
উত্তর : ঋণ নেয়ার পূর্বে পরিশোধ ক্ষমতা যাচাই করতে হয়।
২৯. কোনটি পরিশোধ করা বাধ্যতামূলক?
উত্তর : ঋণের টাকা পরিশোধ করা বাধ্যতামূলক।
৩০. বাট্টাকরণ প্রক্রিয়ায় অর্থের কোন মূল্যকে ভাগ করা হয়? উত্তর : অর্থের ভবিষ্যৎ মূল্যকে।
৩১. চক্রবৃদ্ধিকরণ কী?
উত্তর : বিগত বছরের সুদাসলকে বর্তমান বছরের আসল ধরে তার ওপর বর্তমান বছরের সুদ ধার্য করার প্রক্রিয়াকে চক্রবৃদ্ধিকরণ বলে।
ভূগোল ও পরিবেশ
দেওয়ান সামছুর রহমান
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
মানচিত্র পঠন ও ব্যবহার
১। মানচিত্র কার জন্য একটি অতি প্রয়োজনীয় উপকরণ?
ক) ব্যবসায়ী খ) জীববিজ্ঞানী গ) ভূগোলবিদ ঘ) ইতিহাসবিদ
২। কোনটির সাহায্যে সমগ্র পৃথিবী বা কোনো অঞ্চল সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান লাভ করা যায়?
ক) কম্পাস খ) মানচিত্র গ) স্কেল ঘ) গ্লোব
৩। মানচিত্রের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
ক) Map খ) Mep গ) Mip ঘ) Mup
৪। Mappa শব্দটি কোন ভাষার শব্দ?
ক) ইংরেজি খ) বাংলা গ) স্প্যানিশ ঘ) ল্যাটিন
৫। ল্যাটিন ভাষায় Mappa কাকে বলে?
ক) কাগজের টুকরাকে খ) পলিথিনের টুকরাকে গ) কাপড়ের টুকরাকে ঘ) পাতার টুকরাকে
৬। কোন শ্রেণিপেশার লোকদের জন্য মানচিত্র বেশি প্রয়োজনীয়?
i. পর্যটক ii. প্রশাসক iii. পরিকল্পনাবিদ
নিচের কোনটি সঠিক?
ক) র খ) ii গ) ii, iii ঘ) র, ii, iii
৭। আগেকার দিনে মানচিত্র আঁকা হতো কিসের ওপর?
ক) ভূমির খ) কাপড়ের গ) কাগজের ঘ) দেয়ালের
৮। মানচিত্রে কয়টি পদ্বতিতে স্কেল নির্দেশ করা হয়?
ক) তিনটি খ) চারটি গ) পাঁচটি ঘ) সাতটি
৯। কত বছর পূর্বে প্রথম মানচিত্র তৈরি করা হয়?
ক) প্রায় দুই হাজার বছর
খ) প্রায় তিন হাজার বছর
গ) প্রায় চার হাজার বছর
ঘ) প্রায় ছয় হাজার বছর
১০। বিভিন্ন দেশের দূরত্ব পরিমাপের জন্য কী ধরনের একক ব্যবহার করা হয়?
ক) স্বতন্ত্র খ) মৌলিক গ) রৈখিক ঘ) আন্তর্জাতিক
১১। মানচিত্রগুলোকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়?
ক) পাঁচ খ) চার গ) তিন ঘ) দুই
১২। স্কেল অনুসারে মানচিত্র কয় প্রকার?
ক) চার খ) পাঁচ গ) দুই ঘ) তিন
১৩। ক্যাডাস্ট্রাল শব্দটি কোন ভাষার শব্দ থেকে এসেছে?
ক) ইংরেজি খ) ফ্রেঞ্চ গ) ল্যাটিন ঘ) স্প্যানিশ
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও
সুমন যে গ্রামে বাস করে সেখানে সমভূমি ও নিুভূমি উভয়ই রয়েছে। মানচিত্র পঠন ও ব্যবহার অধ্যায় পাঠ শেষে সে তার গ্রামের একটি মানচিত্র অঙ্কন করল।
১৪। সুমনের গ্রামের মানচিত্রটি কোন ধরনের মানচিত্র?
ক) এটলাস খ) প্রাকৃতিক গ) সাংস্কৃতিক ঘ) ক্যাডাস্ট্রাল
১৫। সুমনের গ্রামের মানচিত্রে ভূমির জন্য কোন রং ব্যবহার করা হবে?
ক) নীল খ) সাদা গ) সবুজ ঘ) বাদামি
১৬। আমাদের দেশে জমি মাপের জন্য যে মৌজা মানচিত্রগুলো দেখা যায় এগুলো কী ধরনের মানচিত্র?
ক) ক্যাডাস্ট্রাল খ) ভূচিত্রাবলি গ) ভূসংস্থানিক ঘ) এটলাস
১৭। টপোগ্রাফিক মানচিত্রের বাংলা নাম কী?
ক) ক্যাডাস্ট্রাল খ) ভূচিত্রাবলি গ) ভূসংস্থানিক ঘ) এটলাস
১৮। ব্রিটিশ পদ্বতিতে ১ঃ৩৬ প্র. অ. দেয়া থাকলে বুঝতে হবে মানচিত্রের দূরত্ব ১ ইঞ্চি হলে ভূমির দূরত্ব-
i. ইঞ্চি ii. ১ফুট iii. ১ গজ
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i, iii ঘ) i, ii, iii
১৯। প্রাকৃতিক মানচিত্রে যেসব ভূমিরূপ দেখানো যেতে পারে-
i. পর্বত ii. মালভূমি iii. হ্রদ
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) ii, iii ঘ) i, ii, iii
২০। দেয়াল মানচিত্র কেন তৈরি করা হয়?
ক) শ্রেণিকক্ষের জন্য খ) মাঠের জন্য গ) পর্বতের জন্য ঘ) জলবায়ুর জন্য
উত্তর : ১.গ, ২.খ, ৩.ক, ৪.ঘ, ৫.গ, ৬.ঘ, ৭.খ, ৮.ক, ৯.খ, ১০.ক, ১১.ঘ, ১২.গ, ১৩.খ, ১৪.ঘ, ১৫.গ, ১৬.ক, ১৭.গ, ১৮.গ, ১৯.ঘ, ২০.ক
