৪৫তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি ১০
আন্তর্জাতিক বিষয়াবলি
প্রকাশ: ২৮ জুন ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
১. জাতিসংঘ সনদ কবে কার্যকর হয়?
ক. ১৯২০ সালে খ. ১৯৪৫ সালে
গ. ১৯৫০ সালে ঘ. ১৯৭১ সালে
২. জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি?
ক. ৫টি খ. ৬টি
গ. ৭টি ঘ. ৮টি
৩. জাতিসংঘের অন্যতম মূলমন্ত্র (Motto) হলো-
ক. এ পৃথিবী আপনার খ. সবার জন্য জীবন
গ. শান্তি ঘ. সমান অধিকার
৪. জাতিসংঘ ঘোষণাপত্র কোথায় স্বাক্ষরিত হয়?
ক. ওয়াশিংটনে খ. রাশিয়ায়
গ. লন্ডনে ঘ. প্যারিসে
৫. কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়?
ক. ফ্রান্স খ. যুক্তরাজ্য
গ. জাপান ঘ. চীন
৬. জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যায়?
ক. কফি আনান খ. অ্যান্টনিও গুতেরেস গ. বান কি মুন ঘ. দ্যাগ হ্যামারশোল্ড
৭. সম্প্রতি জাতিসংঘে ভোটাধিকার বাতিল হয় কোন দেশের?
ক. ইরান খ. মালি
গ. সিরিয়া ঘ. ভেনিজুয়েলা
৮. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত?
ক. ৫ খ. ১০
গ. ১৫ ঘ. ২০
৯. জাতিসংঘের কোন অঙ্গসংস্থা ‘ভেটো’ (Veto) ক্ষমতা প্রয়োগ করে?
ক. আইন পরিষদ খ. জাতিসংঘ সচিবালয়
গ. সাধারণ পরিষদ ঘ. নিরাপত্তা পরিষদ
১০. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্যসংখ্যা কত?
ক. ৫টি খ. ১০টি
গ. ১৫টি ঘ. ২০টি
১১. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
ক. ১৩৬ খ. ১৩৭
গ. ১৩৮ ঘ. ১৩৯
১২. বাংলাদেশ কোন সনে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
ক. ১৯৭২ খ. ১৯৭৩
গ. ১৯৭৪ ঘ. ১৯৭৫
১৩. জাতিসংঘ মহাসচিবের মেয়াদকাল কত বছর?
ক. ৩ বছর খ. ৪ বছর
গ. ৫ বছর ঘ. ৬ বছর
১৪. সদস্যরাষ্ট্র হিসাবে বাংলাদেশ জাতিসংঘে যোগদান করে কবে?
ক. ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর
খ. ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর
গ. ১৯৭৩ সালের ০৩ সেপ্টেম্বর
ঘ. ১৯৭৫ সালের ১০ জানুয়ারি
১৫. জাতিসংঘ সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয়-
ক. সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার
খ. সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
গ. সেপ্টেম্বর মাসের দ্বিতীয় বুধবার
ঘ. সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সোমবার
১৬. ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
ক. ১৯২৮ খ. ১৯৪৫
গ. ১৯৬২ ঘ. ১৯১৯
১৭. ‘মনরো’ নীতির মূলভাব কী ছিল?
ক. বাস্তববাদ খ. উদারতাবাদ
গ. বিচ্ছিন্নতাবাদ (Isolation) ঘ. পুঁজিবাদ
১৮. জাপানের হিরোশিমায় নিক্ষেপ করা প্রথম আণবিক বোমার নাম কী?
ক. লিটন বয় খ. ফ্যাট ম্যান
গ. ব্যাট ম্যান ঘ. ফ্যাট নয়
১৯. কে ‘ডেজার্ট ফক্স’ নামে পরিচিত?
ক. হফিল্ড মার্শাল রোমেল
খ. আনোয়ার সাদাত
গ. মার্শাল টিটো
ঘ. কামাল আতাতুর্ক
২০. পার্ল হারবার কোথায় অবস্থিত?
ক. হাওয়াই দ্বীপ খ. ভূমধ্যাসাগরের তীরে
গ. আরব সাগরে ঘ. আটলান্টিক মহাসাগরে
গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
