একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র
ড. সনজিত পাল
প্রকাশ: ৩১ জুলাই ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ লক্ষ্মীবাজার, ঢাকা
সিরাজউদ্দৌলা
-সিকান্দার আবু জাফর
‘সিরাজউদ্দৌলা’ নাটকটি পড়ার সময় যে দিকগুলো ভালো করে খেয়াল করতে হবে :
‘সিরাজউদ্দৌলা’ ইতিহাস আশ্রিত নাটক। এ নাটকটি পড়ার সময় তৎকালিন রাজনৈতিক শাসন ব্যবস্থা সম্পর্কে জানা বিশেষভাবে প্রয়োজন। কেননা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন এদেশে এসেছে? তাদের ইংল্যান্ড থেকে এদেশে আশার উদ্দেশ্য কী ছিল এবং কেন তা পরিবর্তন হয়ে রাষ্ট্রীয় শাসনব্যবস্থার দিকে ঘুরে যায়? আরও কোন কোন দেশ থেকে এদেশে ব্যবসা-বাণিজ্যের জন্য আসত? নবাব আলিবর্দি খাঁ কিভাবে বাংলার মসনদে বসলেন? তিনি মারা যাওয়ার পর কেন সিরাজকে বাংলার সিংহাসনে বসানো হয়? সিরাজকে বাংলার নবাব করায় তার খালা ঘসেটি বেগম কেন হিংসায় জ্বলে উঠলেন? প্রধান সেনাপতি মির জাফর আলি খাঁর জীবন ইতিহাস কেমন ছিল? তিনি কেন সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত হলেন? সিরাজ কেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে শত্রু হয়ে উঠেছিল? ঘসেটি বেগম ও সেনা প্রধানসহ রাজ-অমাত্যদের বিরাট অংশ কেন সিরাজের বিপক্ষে গিয়ে ইংরেজদের সঙ্গে হাত মিলায়? সিরাজের প্রতি রাজপ্রাসাদের অমাত্যদের অনাস্থার বিষয়টি বেনিয়ারা কীভাবে জেনেছে? সবকিছু জেনেও কেন সিরাজ মির জাফরকে বরখাস্ত বা বন্দি করেনি? কেন সিরাজ রাজা রাজবল্লভ, জগৎশেঠ, উমিচাঁদ ও রায়দুর্লভকে ষড়যন্ত্র হতে আলাদা করতে পারেনি? পঞ্চাশ হাজার সৈন্য ও তেপান্নটি কামান থাকা সত্ত্বেও কেন সিরাজের বাহিনীকে ইংরেজদের তিন হাজার সৈন্য ও আটটি কামানের কাছে পরাজিত হতে হয়েছে? মিরমর্দন, মোহনলাল ও রাইসুল জুহালা তথা নারায়ণ সিংহের মতো দেশপ্রেমিক যোদ্ধারা কী কারণে যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছিল? নাটকের শুরুতে কেন সিরাজ ইংরেজদের কলকাতার দুর্গ আক্রমণ করেন? সিরাজের অদূরদর্শিতা ইংরেজরা ধরতে পারলেও সিরাজ কেন ইংরেজদের প্রতি বারবার ক্ষমাশীল হয়েছেন? দেশের প্রতি সিরাজের ভালোবাসা, স্ত্রীর প্রতি সিরাজের ভালোবাসা, দেশবাসীর প্রতি সিরাজের ভালোবাসা কেমন ছিল? অসহায় লবণচাষীদের প্রতি ইংরেজদের অত্যাচারের বিপরীতে সিরাজের দেশপ্রেম কতটা শক্ত ও বাস্তবসম্মত ছিল? পলাশী থেকে পালিয়ে রাজধানী মুর্শিদাবাদে গিয়েও সিরাজ কেন জনগণকে ইংরেজদের বিরুদ্ধে একত্রিত করতে পারলেন না? ক্লাইভ, ওয়াটস ও ওয়াটসনদের ষড়যন্ত্রের জাল কেন সিরাজ ভেদ করতে পারলেন না? ঘসেটি বেগম কেন সিরাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল?
(প্রতিটি দৃশ্যে যে ঘটনা বর্ণিত হয়েছে তা নির্ভুলভাবে জানতে হবে। সিরাজউদ্দৌলা, মির জাফর আলি খাঁ, ঘসেটি বেগম, রাইসুল জুহালা, মোহন লাল, মোহাম্মদি বেগ, ক্লাইভ, উমিচাঁদ ও লুৎফুন্নেসা চরিত্র ভালো করে জানতে হবে। এসব চরিত্রের বিস্তার, নাটকের দৃশ্য পরম্পরায় এদের ভূমিকা ভালো করে জানতে হবে।)
অনুধাবন প্রশ্ন :
১. পলাশির যুদ্ধে নবাবের পরাজয় হয়েছিল কেন?
২. পলাশির যুদ্ধের পর উমিচাঁদ পাগল হয়ে যায় কেন?
৩. ‘আজ আমরা সবাই সন্দেহ-দোলায় দুলছি’- কেন বলা হয়েছে?
৪. ‘বাংলার মসনদের জন্য আমি আপনার কাছে ঋণী’- ব্যাখ্যা কর।
৫. ‘স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি’- ব্যাখ্যা কর।
৬. রাইসুল জুহালা শিল্পীর ছদ্মবেশে ঘসেটি বেগমের বাড়ি গিয়েছিল কেন?
৭. রায়দুর্লভ সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে অংশগ্রহণ করেছিল কেন?
৮. সিরাজ বাহিনী কলকাতা দুর্গ আক্রমণকালে ইংরেজরা সাদা পতাকা উড়িয়েছিল কেন?
৯. নবাব মির জাফরের দরবারে উমিচাঁদ বিচার দিয়েছিল কেন?
১০. ইংরেজ ক্যাপ্টেন, কর্নেলরা সবাই দুর্গ থেকে পালিয়ে যায় কেন?
১১. ‘ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন’- ব্যাখ্যা কর।
১২. ‘তোমার সৈন্যদের মুক্তি দিচ্ছি, কিন্তু তুমি আমার বন্দি’- কাকে, কেন বন্দি করা হয়েছে?
১৩. ‘চারদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র’- ব্যাখ্যা কর।
১৪. ‘আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে”- কেন বলা হয়েছে?
১৫. পলাশির প্রান্তরে বাঙালির পরাজয় নিশ্চিত হওয়ার কারণ ব্যাখ্যা কর।
১৬. ‘শুধু ওই একটি পথেই আবার আমরা উভয়ে উভয়ের কাছাকাছি আসতে পারি’- ব্যাখ্যা কর।
