Logo
Logo
×

টিউটোরিয়াল

নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

ভূগোল ও পরিবেশ * বাংলাদেশ ও বিশ্বপরিচয় * ব্যবসায় উদ্যোগ

ভূগোল ও পরিবেশ

Icon

দেওয়ান সামছুর রহমান

প্রকাশ: ১২ জুন ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

মানচিত্র পঠন ও ব্যবহার

[পূর্বে প্রকাশিত অংশের পর]

২১। বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত এগুলোর ওপর ভিত্তি করে যে মানচিত্র তৈরি হয়-

ক) মৃত্তিকাবিষয়ক খ) জলবায়ুবিষয়ক গ) ভূতত্ত্ববিষয়ক ঘ) ভূচিত্রবিষয়ক

২২। সাংস্কৃতিক মানচিত্রের ভাগ হতে পারে যে গুলো-

i. রাজনৈতিক মানচিত্র ii. ঐতিহাসিক মানচিত্র iii. ভূতাত্ত্বিক মানচিত্র

নিচের কোনটি সঠিক?

ক) i খ) i, ii গ) ii, iii ঘ) i, ii, iii

২৩। আমাদের দেশের সরকার কোন মানচিত্রের মাধ্যমে হিসাব করে ভূমির মালিক থেকে কর নিয়ে থাকে?

ক) এটলাস মানচিত্র খ) প্রাকৃতিক মানচিত্র গ) মৌজা মানচিত্র ঘ) ভূসংস্থানিক মানচিত্র

২৪। মানচিত্রের ক্ষেত্রে বাংলাদেশ মূলত কোন স্কেলটি অনুসরণ করে থাকে?

ক) ব্রিটিশ স্কেল খ) আমেরিকান স্কেল

গ) ভারতীয় স্কেল ঘ) ফরাসি স্কেল

২৫। সবচেয়ে জনপ্রিয় ও আদর্শ মানচিত্র স্কেল কোনটি?

ক) জার্মান স্কেল খ) আমেরিকান স্কেল

গ) ভারতীয় স্কেল ঘ) ব্রিটিশ স্কেল

২৬। মানচিত্রের সমষ্টিকে কী বলে?

ক) এটলাস খ) টপোগ্রাফিক্যাল

গ) ক্যাডাস্ট্রাল ঘ) জিওলজিক্যাল

২৭। বর্তমান যুগে বিমান থেকে ছবি তুলে কোন মানচিত্রের মাধ্যমে নবযুগের সূচনা করা হয়?

ক) এটলাস মানচিত্র খ) প্রাকৃতিক মানচিত্র গ) মৌজা মানচিত্র ঘ) ভূসংস্থানিক মানচিত্র

২৮। পৃথিবীকে কত ডিগ্রি দ্রাঘিমা দিয়ে ভাগ করা হয়েছে?

ক) ৯০ খ) ১৮০ গ) ৩৬০ ঘ) ৪৫০

২৯। প্রতি ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য কত?

ক) ১ মিনিট খ) ৪ মিনিট গ) ১৫ মিনিট ঘ) ১ ঘণ্টা

৩০। সাধারণত একটি দেশের মধ্যভাগের দ্রাঘিমা রেখা অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় তা হল ওই দেশের-

ক) স্থানীয় সময় খ) জাতীয় সময় গ) প্রমাণ সময় ঘ) আঞ্চলিক সময়

৩১। কোনটির ওপর ভিত্তি করে একটি দেশের প্রমাণ সময় একাধিক হতে পারে?

ক) আয়তন খ) লোকসংখ্যা গ) সম্পদ ঘ) সরকার

৩২। যুক্তরাষ্ট্রে কয়টি প্রমাণ সময় রয়েছে?

ক) ২টি খ) ৪টি গ) ৫টি ঘ) ৭টি

৩৩। কানাডার প্রমাণ সময় কয়টি?

ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি

৩৪। গ্রিনিচের দ্রাঘিমা কত ডিগ্রি?

ক) ০ খ) ৯০ গ) ১৮০ ঘ) ৩৬০

৩৫। গ্রিনিচ কোথায় অবস্থিত?

ক) আমেরিকার নিউইয়র্কে খ) যুক্তরাষ্ট্রের লন্ডনে গ) যুক্তরাজ্যের লন্ডনে ঘ) ইতালির ভেনিসে

৩৬। বাংলাদেশের ঠিক মাঝখান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?

ক) ৯০ ডিগ্রি অক্ষ রেখা খ) ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা

গ) ৯০ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা ঘ) ১৮০ ডিগ্রি অক্ষ রেখা

৩৭। কোনটি তার রিসিভার দিয়ে ভূ-উপগ্রহ থেকে তথ্য সংগ্রহ করে থাকে?

ক) জিআইএস খ) জিওএস গ) জিএসপি ঘ) জিপিএস

৩৮। জিআইএসের ব্যবহার সর্বপ্রথম কোথায় আরম্ভ হয়?

ক) বাংলাদেশে খ) আমেরিকায় গ) কানাডায় ঘ) যুক্তরাজ্যে

৩৯। জিপিএসের সুবিধা হল-

i. সবাই এটি চালাতে পারে ii. সহজে অক্ষাংশ নির্ণয় করা যায় iii. ঝামেলা ছাড়াই জমির সীমানা চিহ্নিত করা যায়

নিচের কোনটি সঠিক?

ক) i খ) i, ii গ) ii, iii ঘ) i, ii, iii

৪০। ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থাকে কী বলে?

ক) জিআইএস খ) জিওএস গ) জিএসপি ঘ) জিপিএস

উত্তর : ২১.খ, ২২.খ, ২৩.গ, ২৪.ক, ২৫.ঘ, ২৬.ক, ২৭.ঘ, ২৮.গ, ২৯.খ, ৩০.গ, ৩১.ক, ৩২.খ,৩৩.ঘ, ৩৪.ক, ৩৫.গ, ৩৬.খ, ৩৭.ঘ, ৩৮.গ। ৩৯.গ,৪০.ক

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

জান্নাতুল ফেরদৌস

সিনিয়র শিক্ষক, ভিক্টোরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০)

[পূর্বে প্রকাশিত অংশের পর]

উদ্দীপকটি পড়ে ৬১-৬২ নং প্রশ্নের উত্তর দাও :

রনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এসে একটি ছাত্র সংগঠনের মিছিল দেখতে পায়। মিছিলটিতে অল্পসংখ্যক ছাত্রছাত্রী। তারা বিশ্ববিদ্যালয়ের বেতন বৃদ্ধির প্রতিবাদে মিছিল বের করেছে।

৬১। রনির দেখা মিছিলটির সঙ্গে বাংলার কোন আন্দোলনের সাদৃশ্য রয়েছে?

ক) ছয় দফা দাবি √খ) এগারো দফা দাবি

গ) ভাষা আন্দোলন ঘ) গণঅভ্যুত্থান

৬২। উদ্দীপকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আন্দোলনটির শিক্ষা সম্পর্কিত দাবি ছিল-

i) জাতীয় শিক্ষা কমিশনের রিপোর্ট বাতিল ii) কালাকানুন বাতিল

iii) শিক্ষা ব্যয় সংকোচন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) ii ও iii গ) র ও iii √ঘ) i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৬৩-৬৪ প্রশ্নের উত্তর দাও :

মিসরীয় স্বৈরশাসকের নির্যাতন নিষ্পেষণে অতিষ্ঠ হয়ে মিসরীয় জনগণ স্বৈরশাসকের বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়ে ওঠে। প্রতিবাদ এক সময় রাজতান্ত্রিক স্বৈরশাসকের পতন ঘটায়। ফলে মিসরে নতুন করে গণতন্ত্রের যাত্রা শুরু হয়।

৬৩। উদ্দীপকের মিসরীয় ঘটনাটির সঙ্গে বাংলার ইতিহাসের কোন ঘটনাটি সামঞ্জস্যপূর্ণ?

√ক) ঊনসত্তরের গণঅভ্যুত্থান

খ) ভাষা আন্দোলন গ) ছয় দফা দাবি

ঘ) এগারো দফা দাবি।

৬৪। মিসরীয় জনগণের প্রতিবাদের সঙ্গে বাংলার ইতিহাসের সংশ্লিষ্ট ঘটনাটিতে বাংলার জনগণের সামঞ্জস্যপূর্ণ প্রতিবাদ ছিল-

i) গণতন্ত্র বাস্তবায়ন

ii) অর্থনৈতিক বৈষম্যের অবসান

iii) সামরিক চক্রের কর্তৃত্ব বিলুপ্তি

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii √ঘ) i, ii ও iii

৬৫। পূর্ব পাকিস্তানে সামরিক শাসক জারির পর-

i) ১৯৫৬ সালে গৃহীত সংবিধান বাতিল করা হয় ii) কেন্দ্রীয় ও প্রাদেশিক পরিষদ ভেঙে দেয়া হয়

iii) মৌলিক অধিকারের নিশ্চয়তা দেয়া হয়

নিচের কোনটি সঠিক?

√ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii

৬৬। পাকিস্তানের কেন্দ্র ও প্রদেশে ঘনঘন সরকার পতনের পেছনে যৌক্তক কারণ হল-

i) নৌবাহিনীর চক্রান্ত ii) শাসকগোষ্ঠীর চক্রান্ত iii) সামরিক বাহিনীর চক্রান্ত

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii √খ) ii ও iii

গ) i ও iii ঘ) i, ii ও iii

ব্যবসায় উদ্যোগ

মোহাম্মদ মনিরুজ্জামান সরকার

সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, মিরপুর, ঢাকা

ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন

৫. কোন ধরনের ব্যাংকিং সেবা গ্রাহকদের কাছে বর্তমানে অধিক আলোচ্য বিষয়?

- ইলেকট্রনিক ব্যাংকিং সেবা।

৬. ব্যাংকের কোন সেবাটি আধুনিক ব্যাংক ব্যবসায়ের পরিচয় বহন করে?

- মোবাইল ব্যাংকিং

৭. প্রতিটি বিনিয়োগের সঙ্গে কী জড়িত থাকে?

- সুযোগ ব্যয়।

৮. বাংলাদেশের কোন ব্যাংক নোট ও মুদ্রার প্রচলন করে? - বাংলাদেশ ব্যাংক

৯. মুদ্রার বিকল্প হিসেবে কাজ করে কোনটি?

- চেক।

১০. বাণিজ্যিক ব্যাংক কীসের মাধ্যমে সরকারের মুদ্রা প্রচলনের কাজটি সহজ করে? - ব্যাংক চেক

১১. মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য কয়টি?- ৪টি।

১২. সরকার ও রাষ্ট্রের পক্ষে ব্যাংক কোন উদ্দেশ্য পালন করে?- কর্মসংস্থান।

১৩. সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য কয়টি?- ৫টি।

১৪. কোন ধরনের ব্যবসায়কে ব্যাংক অগ্রাধিকারভাবে অর্থায়ন করে?

- যারা অধিক হারে কর্মসংস্থান সৃষ্টি করে।

১৫. ব্যাংক সুদ দেয়া হয় না কোন আমানতের উপর?- চলতি আমানত।

১৬. সঞ্চয়ী আমানতে সুদের পরিমাণ কত?

- প্রায় ৭%

১৭. মেয়াদি আমানতে সুদের পরিমাণ কত?

- প্রায় ১৩%

১৮. মেয়াদি আমানতে সর্বনিু কতদিন ব্যাংকে জমা রাখতে হয়? - ৩০ দিন।

১৯. গ্রাহকরা কিভাবে নগদ টাকা ছাড়া পণ্য ক্রয় করে থাকে? - ক্রেডিট কার্ড।

২০. ব্যাংক কখন কোন প্রকল্পে অর্থলগ্ন করে?

- প্রকল্পের লাভজনকতা মূল্যায়ন করে।

২২. পাবলিক লিমিটেড কোম্পানির মালিকানায় ব্যাংকের সর্বনিু পরিচালকের সংখ্যা কত?

- ৭ জন।

২৩. কোন ব্যাংকের অনুমোদন ছাড়া বাংলাদেশে ব্যাংক প্রতিষ্ঠা করা অসম্ভব? - বাংলাদেশ ব্যাংক

২৪. ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতি কয়টি?

- ১৭টি।

২৫. ব্যাংক ব্যবসায়ের অপরিহার্য নীতি কোনটি।

- মুনাফার নীতি।

২৬. কোনটি ব্যাংক ব্যবসায়ের অন্যতম নীতি?

- তারল্য নীতি।

২৭. ব্যাংক দেউলিয়া হয় কারণ-

- আর্থিক সচ্ছলতার অভাবে

২৮. ব্যাংকে কতভাবে শ্রেণিবিন্যাস করা হয়?

- ৯।

২৯. কার্যভিত্তিক ব্যাংক কয়টি?- ১১।

৩০. কোন ব্যাংকের কার্যাবলী শুধমাত্র একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ?- একক ব্যাংক।

৩১. বাংলাদেশে কোন ব্যাংক অপ্রচলিত?

- একক ব্যাংক

৩২. কোন দেশে একক ব্যাংক প্রচলিত?

- যুক্তরাষ্ট্রে।

৩৩. দুই বা ততধিক ব্যাংক মিলে কীসের সৃষ্টি করে? - গ্রুপ ব্যাংক

৩৪. আলাদা সত্তাহীন ব্যাংক কোনটি?

- শাখা ব্যাংক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম