Logo
Logo
×

টিউটোরিয়াল

নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

বাংলা দ্বিতীয়পত্র * তথ্য ও যোগাযোগ প্রযুক্তি * রসায়ন

বাংলা দ্বিতীয়পত্র

Icon

উজ্জ্বল কুমার সাহা

প্রকাশ: ২৪ জুন ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা

বচন

১৬৪. কেবল অপ্রাণীবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ/প্রত্যয় কোনটি?

ক. ফুল √খ. মালা গ. সমাজ ঘ. মণ্ডলী

১৬৫. ‘কমল’ শব্দটির শেষে কোন বহুবচনবোধক শব্দটি বসবে?

ক. নিচয় খ. দাম √গ. নিকর ঘ. রাজি

১৬৬. কোন দুটি শব্দ কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়?

ক. পাল ও পুঞ্জ খ. যূথ ও মালা √গ. পাল ও যূথ ঘ. নিকর ও রাজি

১৬৭. নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচন?

ক. বড় বড় মাঠ √খ. এটাই করিমদের বাড়ি

গ. সিংহ বনে থাকে

ঘ. হস্তিযূথ মাঠে ফসল নষ্ট করেছে

১৬৮. ‘সাহেব’ শব্দের বহুবচন কোনটি?

√ক. সাহেবান খ. সাহেবকুল

গ. সাহেবমণ্ডলী ঘ. সাহেবসমূহ

পদাশ্রিত নির্দেশক

১৬৯. পদাশ্রিত নির্দেশক সাধারণত পদের কোথায় বসে?

ক. প্রথমে খ. মাঝে √গ. শেষে ঘ. কোথাও না

১৭০. পদাশ্রিত নিদের্শকের অপর নাম-

ক. অনন্বয়ী অব্যয় √খ. পদাশ্রিত অব্যয় গ. পদান্বিয়ী অব্যয় ঘ. সমুচ্চয়ী অব্যয়

১৭১. পদাশ্রিত নির্দেশকের বিভিন্নতা হয় কিসের ভেদে?

ক. ক্রিয়া খ. বাক্য √গ. বচন ঘ. অর্থ

১৭২. টি, টা, খানা, খনি নির্দেশকগুলো কখন ব্যবহৃত হয়?

√ক. একবচনে খ. ব√বচনে

গ. উভয় বচনে ঘ. স্বল্পতা

১৭৩. পরিমাণের স্বল্পতা বুঝাতে কোন পদাশ্রিত নির্দেশকটি ব্যবহৃত হয়?

√ক. টুকু খ. টা গ. গুলো ঘ. এক

১৭৪. এক-এর সঙ্গে টা, টি যুক্ত হলে কী বোঝায়?

ক. নির্দিষ্টতা √খ. অনির্দিষ্টতা

গ. পরিমাণ গ. সংখ্যা

১৭৫. ‘নির্দিষ্টতা’ বুঝাতে সংখ্যাবাচক শব্দের সঙ্গে কোনটি যুক্ত হয়?

ক. এক খ. গোটা গ. টাক √ঘ. টি

১৭৬. সারাটি বিকাল ওর অপেক্ষায় বসে আছি- এখানে ‘টি’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. অর্থপূর্ণভাবে খ. দ্ব্যর্থহীনভাবে গ. সার্থকভাবে √ঘ. নিরর্থকভাবে

১৭৭. ‘ন্যাকামিটা এখন রাখ’- বাক্যে ‘ন্যাকামি’ শব্দের সঙ্গে ‘টা’ যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করেছে?

√ক. নিরর্থকতা খ. সার্থকতা গ. দ্ব্যর্থকতা ঘ. ভিন্নার্থকতা

১৭৮. ‘নির্দেশক সর্বনাম’-এর সঙ্গে টা, টি যুক্ত হলে তা কী হয়?

ক. উৎকৃষ্ট √খ. সুনির্দিষ্টতা গ. নিকৃষ্ট ঘ. অস্পষ্ট

১৭৯. ‘খানি’ পদাশ্রিত নির্দেশকটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. নির্দিষ্ট অর্থে খ. অনির্দিষ্ট অর্থে গ. নিরর্থক √ঘ. নির্দেশক অর্থে

১৮০. কোন পদাশ্রিত নির্দেশকটি নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয়ই বোঝায়?

ক. কেতা √খ. টো গ. গাছি ঘ. গুলিন

১৮১. বিশেষ অর্থে নির্দিষ্টতাজ্ঞাপক শব্দ কোনগুলো/কোনটি?

√ক. তা, পাটি খ. গোটা, টা গ. খানা, টুকু ঘ. গুলো, গুলি

১৮২. তা, পাটি প্রভৃতি কী অর্থে যুক্ত হয়?

ক. নিরর্থকভাবে খ. অনির্দিষ্টতা জ্ঞাপনে

√গ. নির্দিষ্টতা জ্ঞাপনে ঘ. দ্ব্যর্থকতা জ্ঞাপনে

সমাস

১৮৩. ‘সমাস’ শব্দের অর্থ কী?

ক. মিলন, সংক্ষেপ ও বিপরীতকরণ খ. সংক্ষেপ, মিল ও নির্দিষ্টকরণ

√গ. সংক্ষেপ, মিলন ও একপদীকরণ

ঘ. সংক্ষেপ, একপদীকরণ ও পদের ধারণা

১৮৪. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?

ক. আরবি খ. ফারসি √গ. সংস্কৃত ঘ. ইংরেজি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

জেসমিন আক্তার

সহকারী শিক্ষক, ভিক্টোরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৯০। বর্তমান বিশ্বে কী দ্বারা শিক্ষাদান জনপ্রিয়?

ক) রেডিও খ) সংবাদপত্র

গ) টেলিভিশন √ঘ) কম্পিউটারে

৯১। বর্তমানে যত মহাকাশযান তৈরি হচ্ছে সেগুলো নিয়ন্ত্রিত হয় কীভাবে?

ক) রোবট দ্বারা √খ) কম্পিউটারে

গ) কার্ডরিডারে ঘ) ক্যালকুলেটরে

৯২। ইন্টারনেটের মাধ্যমে বিখ্যাত লেখকের বই সংগ্রহ করতে কী প্রয়োজন?

ক) সুপার কম্পিউটার খ) ই-ক্লাসরুম

গ) ভিডিও কনফারেন্সিং ব্যবস্থা

√ঘ) ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার

৯৩। অফিস-আদালতে কাজের গতি বৃদ্ধি করতে বর্তমানে কী ব্যবহৃত হচ্ছে?

ক) সুপার কম্পিউটার খ) টাইপরাইটার

গ) ক্যালকুলেটর

√ঘ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

৯৪। তথ্যপ্রযুক্তির অসুবিধা কোনটি?

ক) শক্তিশালী লোক প্রয়োজন

খ) কম বয়সের লোক প্রয়োজন

√গ) দক্ষতাসম্পন্ন লোক প্রয়োজন

ঘ) অদক্ষ লোক প্রয়োজন

৯৫। আইসিটি প্রয়োগের ফলে

i) কর্মদক্ষতার বৃদ্ধি হচ্ছে ii) বাজার সম্প্রসারণ হচ্ছে

iii) আইসিটি নিজেই নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করছে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii √ঘ) i, ii ও iii

৯৬। ব্যবসা-বাণিজ্যে আইসিটি ব্যবহারের ফলে কর্মীদের

i) সেবার মান উন্নত হচ্ছে ii) জবাবদিহিতা কমেছে iii) স্বচ্ছতা বেড়েছে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii √খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

৯৭। কত সালে ফেসবুক চালু হয়?

ক) ২০০১ খ) ২০০৩ √গ) ২০০৪ ঘ) ২০০৫

৯৮। সামাজিক যোগাযোগের জন্য সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট কোনগুলো?

ক) ফেসবুক ও ইয়াহু খ) ফেসবুক গুগল

√গ) ফেসবুক ও টুইটার

ঘ) ফেসবুক ও ইউটিউব

৯৯। কে তার বন্ধুদের নিয়ে ফেসবুক চালু করেন?

ক) বিল গেটস খ) স্টিফেন হকিং √গ) মার্ক জাকারবার্গ ঘ) স্টিভ জবস

১০০। ২০১৪ সালের শুরুতে বিশ্বের কত কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন?

√ক) প্রায় ২০১৪ কোটি খ) প্রায় ১২০ কোটি গ) প্রায় ১২১ কোটি ঘ) প্রায় ১২২ কোটি

রসায়ন

মো. মাসুদ খান

প্রধান শিক্ষক, ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

পদার্থের অবস্থা

০১। পদার্থ কয় অবস্থায় থাকতে পারে?

উত্তর : ৩ অবস্থায়

০২। পদার্থের কোন অবস্থায় অণুসমূহ সবচেয়ে কাছাকাছি থাকে? উত্তর : কঠিন

০৩। কোন পদার্থের আকৃতি নির্দিষ্ট? উত্তর : কঠিন

০৪। কাপে গরম চা রাখলে কোন প্রক্রিয়া ঘটে?

উত্তর : বাষ্পীভবন

০৫। সাধারণ চাপ ও তাপমাত্রায় কোন পদার্থের আকার এবং আয়তন দুটিই নির্দিষ্ট থাকে?

উত্তর : কঠিন পদার্থের

০৬। তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে সঙ্গে বস্তুর কিসের পরিবর্তন হয়? উত্তর : অবস্থার

০৭। আন্তঃআণবিক শক্তি কাকে বলে?

উত্তর : যে আকর্ষণশক্তির বলে অণুসমূহের পরমাণুগুলো পরস্পরের সঙ্গে যুক্ত থাকে তাকে আন্তঃআণবিক শক্তি বলে।

০৮। কোন ধরনের পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি? উত্তর : কঠিন পদার্থের

০৯। কোন ধরনের পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম? উত্তর : গ্যাসীয় পদার্থের

১০। কোন ধরনের পদার্থের আন্তঃআণবিক শক্তি মধ্যম মানের? উত্তর : তরল পদার্থের

১১। বায়ুপূর্ণ ফুটবলের ভেতরে গ্যাসের চাপ সৃষ্টির কারণ কী?

উত্তর : কারণ দেয়ালে গ্যাসের কণাসমূহ ধাক্কা খেতে থাকে

১২। কোন ধরনের পদার্থের আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম? উত্তর : কঠিন পদার্থের

১৩। কোন ধরনের পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ নেই বললেই চলে? উত্তর : গ্যাসীয় পদার্থের

১৪। ঊর্ধ্বপাতন পদার্থ কাকে বলে?

উত্তর : কিছু কিছু কঠিন পদার্থ আছে যাদের তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় তাদেরকে ঊর্ধ্বপাতন পদার্থ বলে।

১৫। কখন গ্যাসীয় কণাসমূহ তরলের উপরিতল থেকে বাইরে বেরিয়ে যায়?

উত্তর : স্ফুটনে

১৬। কোন শক্তির দ্বারা পদার্থকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা সম্ভব?

উত্তর : তাপশক্তি

১৭। অণুসমূহ কখন নির্দিষ্ট অবস্থানে বিরাজ করে?

উত্তর : অণুসমূহের গতিশক্তি অপেক্ষা আন্তঃআণবিক শক্তি বেশি হলে

১৮। তাপ প্রয়োগে তরল পদার্থের অণুগুলোর ক্ষেত্রে কী ঘটে?

উত্তর : অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়

১৯। কোন দ্রবণের অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক শক্তি কম হলে কোন অবস্থার সৃষ্টি হবে?

উত্তর : বায়বীয়

২০। কঠিন থেকে তরলে পরিণত করতে তাপমাত্রা কোথায় পৌঁছাতে হয়?

উত্তর : গলনাঙ্কে

২১। গ্যাসের চাপ কাকে বলে?

উত্তর : বেলুন বা পাত্রের ভেতরের গ্যাসের কণাসমূহ পাত্রের পৃষ্ঠে যে ধাক্কা দেয় তাকে গ্যাসের চাপ বলে।

২২। তরলকে তাপ দিয়ে স্ফুটনাঙ্কে পৌঁছলে তা কোন অবস্থায় পরিণত হয়?

উত্তর : গ্যাসীয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম