|
ফলো করুন |
|
|---|---|
ইংরেজি বর্ণমালার ‘এল’ আকৃতির ওপর ভিত্তি করে জাপানি পাথর কোম্পানি একটি বড় বেগুনি রুবি পাথর দিয়ে চেয়ার তৈরি করেছে। যার দাম ৪ লাখ ৫০ হাজার জাপানি ইয়েন (বাংলাদেশি প্রায় ৩ লাখ ৪৯ হাজার টাকার সমতুল্য)। ওই চেয়ারের প্রস্তুতকারক ফ্যাক্টরির নাম এম। কারখানার প্রতিষ্ঠাতা মালিক কোইচি হাসগাওয়া সংবাদমাধ্যমকে বলেন, আমেরিকা ভ্রমণের সময় এ ধারণাটি তার মাথায় আসে যখন তিনি সেখানে মূল্যবান পাথর কিনতে গিয়েছিলেন। তার মতে, সেখানে এ ধরনের বেগুনি রুবির একটি বড় আকারের পাথর দেখার পর তিনি সঙ্গে সঙ্গে এর ছবি তোলেন, যাতে তিনি জাপানে ফিরে গিয়ে ধারণা নিয়ে কাজ করতে পারেন।
