Logo
Logo
×

টিউটোরিয়াল

ক্যাম্পাস সংবাদ

ঢা.বি. অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগ

Icon

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢা.বি.) প্রাক্তন শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন’। সংগঠনটির সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরীর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সহযোগিতার হাত বাড়িয়েছে গত বছরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের হাওরাঞ্চলের মানুষদের প্রতি। সার্বিক সুবিধাসহ নির্মাণ করা হয়েছে দশটি বসতঘর- যা স্থানীয় ১০টি গৃহহীন পরিবারকে প্রদান করা হয়। ১০ মার্চ সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দেখার হাওর এলাকায় আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে গৃহহীন পরিবারগুলোর হাতে বসতঘরের চাবি তুলে দেওয়া হওয়া। আনোয়ার-উল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সায়লা ফারজানা, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, এসপি মোহাম্মদ এহসান শাহ এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব মোল্লা মোহাম্মদ আবু কায়সার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম