Logo
Logo
×

টিউটোরিয়াল

হাস্যরস: মোল্লা নাসিরুদ্দিনের গল্প

Icon

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

একসময় চিকিৎসক হিসাবে নাসিরুদ্দিনের বেশ সুনাম ছিল। একদিন গ্রামের জমিদার এলেন তার কাছে। বললেন, ‘বড় মুটিয়ে যাচ্ছি, মেদ কমাতে চাই। একটু ওষুধ দাও।’ নাসিরুদ্দিন অনেকক্ষণ ধরে তার দিকে তাকিয়ে থেকে বললেন, ‘ওষুধ দেওয়া লাগবে না। আপনার দিন ফুরিয়ে এসেছে। দিন পনেরোর মধ্যেই আপনি মারা যাবেন।’ ভয়ে-ভাবনায় জমিদার টলতে টলতে বাড়ি ফিরে বিছানায় শুয়ে পড়লেন। খাবারে তার রুচি নেই। ঘুম আসে না। মোসাহেব-বন্ধুপরিবেষ্টিত আড্ডা তার ভালো লাগে না। এভাবে মৃত্যুচিন্তায় তার দেহ শুকিয়ে যেন কাঠ। পনেরোদিন কাটিয়ে তিনি নাসিরুদ্দিনকে ভর্ৎসনা করে বললেন, ‘কী হে, গণকঠাকুর! পনেরো দিন তো পার হলো। আমি তো দিব্যি তোমার সামনে দাঁড়িয়ে।’ নাসিরুদ্দিন বললেন, ‘রাগ করবেন না হুজুর। রোগা হতে চেয়েছিলেন, রোগা করে দিয়েছি। এখন চিকিৎসাবাবদ টাকাটা দিন।’

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম