|
ফলো করুন |
|
|---|---|
আমানুল হক বাংলাদেশের একজন প্রখ্যাত আলোকচিত্র শিল্পী- যিনি ভাষা আন্দোলনের সময় চিত্রধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার তোলা রফিকউদ্দিনের মাথায় গুলিবিদ্ধ ছবিটি পরে প্রমাণ করেছে, আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশ হত্যার উদ্দেশ্যে গুলি ছুঁড়েছিল। পরে চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পথের পাঁচালিসহ বিভিন্ন চলচ্চিত্রে তিনি স্থির চিত্রগ্রাহক হিসাবে কাজ করেন। এ ছাড়া তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দীন আহমদের বিভিন্ন সময়ের ছবি তুলেছেন। ২০১১ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদক প্রদান করে। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর গ্রামে ১৯২৫ সালে জন্মগ্রহণ করেন। আর্ট কলেজে লেখাপড়া করার পর তিনি চাকরি পান ঢাকা মেডিকেল কলেজে আর্টিস্ট কাম ফটোগ্রাফার পদে। মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ তিনি এঁকে দিতেন মেডিকেলের শিক্ষার্থীদের জন্য। ২০১৩ সালের ৩ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।
