Logo
Logo
×

টিউটোরিয়াল

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান

Icon

মো. কামরুজ্জামান

প্রকাশ: ১০ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান

সিনিয়র শিক্ষক

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

কোষ বিভাজন

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৮৩। টেলোফেজ ধাপে-

i. অপত্য ক্রোমোজোম বিপরীত মেরুতে আসে

ii. নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাসের পুনঃআবির্ভাব ঘটে

iii. উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত মাকু তন্তু সৃষ্টি হয়

নিচের কোনটি সঠিক?

√ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

নিচের চিত্রটি লক্ষ কর এবং ৮৪ ও ৮৫ নং প্রশ্নের উত্তর দাও।

৮৪। চিত্রটি মাইটোসিসের কোন ধাপের?

ক) মেটাফেজ √খ) অ্যানাফেজ গ) প্রো-মেটাফেজ ঘ) টেলোফেজ

৮৫। ‘ক’ চিহ্নিত অংশটি মাইটোসিসের কোন ধাপে সৃষ্টি হয়?

ক) মেটাফেজ খ) অ্যানাফেজ √গ) প্রো-মেটাফেজ ঘ) টেলোফেজ

৮৬। বংশগতির ভৌতভিত্তি বলা হয় কোনটিকে?

ক) নিউক্লিয়াসকে খ) সাইটোপ্লাজমকে

√গ) ক্রোমোজোমকে ঘ) মাইটোকন্ড্রিয়াকে

৮৭। ক্রোমোজোম নিচের কোন দুটি অংশ নিয়ে গঠিত?

ক) ক্রোমোমিয়ার ও সেন্ট্রোসোম

খ) ক্রোমাটিড ও ক্রোমোমিয়ার

√গ) ক্রোমাটিড ও সেন্ট্রোমিয়ার

ঘ) ক্রোমোমিয়ার ও সেন্ট্রোমিয়ার

৮৮। নিচের কোন জীবের ক্রোমোজোমে জঘঅ থাকে?

√ক) TMV খ) T₂ ফায গ) HIV ঘ) প্যাপিলোমা

৮৯। DNA হলো-

i. রাইবোনিউক্লিক এসিড

ii. ক্রোমোজোমের প্রধান উপাদান

iii. জিনের রাসায়নিক রূপ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii √গ) ii ও iii ঘ) i, ii ও iii

৯০। ক্যারিওকাইনেসিস শুরুর আগে নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক কাজকে কী বলে?

ক) প্রোফেজ √খ) ইন্টারফেজ গ) প্রো-মেটাফেজ ঘ) মেটাফেজ

৯১। কোন ধাপে নিউক্লিয়াসের আকার বড় হয়?

√ক) প্রোফেজ খ) অ্যানাফেজ গ) মেটাফেজ ঘ) টেলোফেজ

৯২। কোন ধাপে নিউক্লিয়ার পর্দার পুনঃআবির্ভাব ঘটে?

ক) প্রোমেটাফেজ খ) অ্যানাফেজ গ) মেটাফেজ √ঘ) টেলোফেজ

৯৩। কার অংশ মিলিত হয়ে কোষ প্লেট তৈরি করে?

ক) ক্লোরোপ্লাস্ট খ) মাইটোকন্ড্রিয়া

গ) গলগিবডি √ঘ) এন্ডোপ্লাজমিক জালিকা

৯৪। মানবদেহে মাইটোসিসে উৎপন্ন প্রতিটি অপত্যকোষে ক্রোমোজোম সংখ্যা-

ক) ৪৮ √খ) ৪৬ গ) ৪৪ ঘ) ২৩

৯৫। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমাটিডগুলো বিচ্ছিন্ন হয়?

ক) প্রোফেজ √খ) অ্যানাফেজ গ) প্রোমেটাফেজ ঘ) মেটাফেজ

অষ্টম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম