প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মডেল টেস্ট : ৭
বাংলাভাষা ও সাহিত্য
১. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক. রূপ খ. ফলা
গ. কার ঘ. মাত্রা
২. সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. রাগ্ + নী = রাজ্ঞী খ. দৃশ + ণক = দর্শক
গ. ষষ্ + ট = ষষ্ঠ
ঘ. বি + অর্থ = ব্যর্থ
৩. ‘আদালত’ কোন ভাষার শব্দ?
ক. ফারসি খ. আরবি
গ. তুর্কি ঘ. পর্তুগিজ
৪. সঠিক সন্ধিবিচ্ছেদ নয় কোনটি?
ক. চলন + চিত্র = চলচ্চিত্র খ. প্রতি + ছবি = প্রতিচ্ছবি
গ. উৎ + হার = উদ্ধার
ঘ. সম্ + শয় = সংশয়
৫. ‘ফাঁস কাগজ’ প্রহসনটি কার লেখা?
ক. মীর মশাররফ হোসেন খ. জসীম উদ্দীন
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
৬. ‘চাঁদ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. ক্রন্দসী খ. সুতপা
গ. শর্বর ঘ. হিমাংশু
৭. সাধু ভাষা সাধারণত কোথায় ব্যবহার অনুপযোগী?
ক. নাটকের সংলাপে খ. কবিতার পঙ্ক্তিতে
গ. গল্পের বর্ণনায় ঘ. গানের কলিতে
৮. ‘Null and void’-এর বাংলা পরিভাষা কোনটি?
ক. দরখাস্ত খ. পরজীবী
গ. বাতিল ঘ. মুলতবি
৯. ‘খাতক’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. সার্থক খ. মহাজন
গ. কুৎসিত ঘ. নিরেট
১০. শব্দের ক্ষুদ্রতম একক কী?
ক. পদ খ. বর্ণ
গ. অক্ষর ঘ. ধ্বনি
১১. দেশি শব্দ কোনটি?
ক. চামার খ. মাছ
গ. ডাগর ঘ. দধি
১২. ‘Forgery’-এর বাংলা পরিভাষা কোনটি?
ক. স্মারকলিপি খ. জালিয়াতি
গ. বৈষম্যমূলক ঘ. হালনাগাদ
১৩. রূঢ়ি শব্দ কোনটি?
ক. সন্দেশ খ. মধুর
গ. কর্তব্য ঘ. গায়ক
১৪. ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. হুতাশন খ. দামিনী
গ. ছায়ালোক ঘ. সবিতা
১৫. রিক্শা > রিশ্কা-এটি ধ্বনির কোন ধরনের পরিবর্তন?
ক. অসমীকরণ খ. অপিনিহিতি
গ. বিষমীভবন ঘ. ধ্বনিবিপর্যয়
১৬. চর্যাপদের ভাষা বাংলা কে প্রথম প্রমাণ করেন?
ক. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ্
গ. ড. প্রবোধচন্দ্র বাগচী
ঘ. ড. হরপ্রসাদ শাস্ত্রী
১৭. ‘ব্রাহ্মণ’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?
ক. ষ্ + ম খ. হ্ + ম
গ. ক্ + ষ ঘ. ম্ + ণ
১৮. ‘নদী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. সরিৎ খ. লহরী
গ. ক্ষিতি ঘ. নলিনী
১৯. ‘তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?- উক্তিটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের?
ক. মৃণালিনী খ. বিষবৃক্ষ
গ. ইন্দিরা ঘ. কপালকুণ্ডলা
২০. কাজী নজরুল ইসলাম রচিত নাটক কোনটি?
ক. ঝিলিমিলি খ. সর্বহারা গ. কুহেলিকা ঘ. শিউলিমালা
২১ ‘মৃণালিনী’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. মীর মশাররফ হোসেন
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২২. ‘ইউসুফ-জোলেখা’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. সাবিরিদ খান খ. দৌলত উজির
গ. শাহ মুহম্মদ সগীর ঘ. সৈয়দ সুলতান
২৩. ‘Manifesto’-এর বাংলা পরিভাষা কোনটি?
ক. ইশতেহার খ. জনশক্তি
গ. গণসংযোগ ঘ. প্রচারপত্র
২৪. ‘মুচলেকা’ কোন ভাষার শব্দ?
ক. আরবি খ. তুর্কি
গ. ফারসি ঘ. ওলন্দাজ
২৫. সঠিক সন্ধিবিচ্ছেদ নয় কোনটি?
ক. মনঃ + তাপ = মনস্তাপ
খ. তপঃ + বন = তপোবন
গ. নিশঃ + চয় = নিশ্চয়
ঘ. পুরঃ + কার = পুরস্কার
উত্তর মিলিয়ে নিন
১গ ২ঘ ৩খ ৪ক ৫ক ৬ঘ ৭ক ৮গ ৯খ ১০ঘ ১১গ ১২খ ১৩ক ১৪ঘ ১৫ঘ ১৬ক ১৭খ ১৮ক ১৯ঘ ২০ক ২১খ ২২গ ২৩ক ২৪খ ২৫গ।
