Logo
Logo
×

টিউটোরিয়াল

৪৫তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৭৩)

সাধারণ বিজ্ঞান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

৪৫তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৭৩)

১. মানুষের সেক্স ক্রোমোসোমের সংখ্যা কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ২২টি ঘ. ৪৬টি

২. সূর্যের প্রখর উত্তাপেও গরম হয় না কোনটি?

ক. মাটি খ. গাছের পাতা

গ. ফল ঘ. পানি

৩. বায়োটেকনোলজির মাধ্যমে কোন হরমোন তৈরি করা হয়?

ক. থাইরক্সিন খ. গ্লুকাগন

গ. গ্রোথ হরমোন

ঘ. প্যারাথাইরয়েড হরমোন

৪. পৃথিবীর বৃহত্তম ফুলের নাম-

ক. রক্তজবা খ. র‌্যাফলেশিয়া

গ. ফণীমনসা ঘ. লরেন্স

৫. অ্যালুমিনিয়ামের সঙ্গে কপার, ম্যাগনেশিয়াম ও ম্যাঙ্গানিজ মেশানো সংকর ধাতু?

৬. ক. ব্রোঞ্জ খ. ডুরালামিন

গ. গান মেটাল ঘ. পিতল

৭. কার্বন ব্যতীত আর কোন মৌলে ক্যাটেনেশন দেখা যায়?

ক. Al খ. Ga

গ. In ঘ. Si

৮. আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন?

ক. মেঘ উত্তম তাপ পরিবাহক

খ. সূর্যালোকের অতিবেগুনি রশ্মির প্রভাবে মেঘ তাপ উৎপন্ন করে

গ. বজ্রপাতের ফলে তাপ উৎপন্ন হয় বলে

ঘ. মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে ওপরে যেতে বাধা দেয় বলে

৯. নিচের কোনটি একবীজপত্রী?

ক. ছোলা খ. ভুট্টা

গ. মটর ঘ. শিম

১০. অ্যারোমেটিক যৌগ নয় কোনটি?

ক. গ্যামাক্সিন খ. টলুইন

গ. পিকরিক অ্যাসিড ঘ. বেনজিন

১১. কচুশাক যে উপাদানের জন্য বিশেষভাবে মূল্যবান তা হলো-

ক. লৌহ খ. ক্যালসিয়াম

গ. ভিটামিন ঘ. আয়োডিন

১২. তড়িৎ বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করার কারণ কী?

ক. ভোল্টেজ বৃদ্ধি করা

খ. নিরাপত্তামূলক ব্যবস্থা

গ. বিদ্যুৎ খরচ কমানো

ঘ. বিদ্যুৎ প্রবাহ বাড়ানো

১৩. কোন ভিটামিনের অভাবে রক্তশূন্যতা দেখা দেয়?

ক. ভিটামিন-এ খ. ভিটামিন-বি১২

গ. ভিটামিন-সি ঘ. ভিটামিন-ডি

১৪. রাস্তা ও ছাদের আস্তরণ হিসেবে ব্যবহৃত পিচ কোনটি থেকে তৈরি হয়?

ক. বালি খ. চুনাপাথর

গ. পেট্রোলিয়ামের অবশেষ

ঘ. অ্যামোনিয়ার কালো লিকার

১৫. কোন জলজ জীবটি বাতাসে নিশ্বাস নেয়?

ক. শুশুক খ. তিমি

গ. ইলিশ ঘ. হাঙর

১৬. পেপসিন এনজাইম কোথায় পাওয়া যায়?

ক. লালারসে খ. পাকস্থলীতে

গ. ক্ষুদ্রান্ত্রে ঘ. বৃহদান্ত্রে

১৭. বায়ুমণ্ডলে আর্গনের পরিমাণ কত?

ক. ৭৮.০২% খ. ২০.৭১%

গ. ০.৮০% ঘ. ০.০৩%

১৮. ব্লিচিং পাউডারে সংকেত কোনটি?

ক. Ca(OC)Cl₂ খ. Ca(OCl)Cl

গ. Ca(OC)₂Cl ঘ. Ca(OC₂)Cl

১৯. নিচের কোনটি আয়োডিনের অন্যতম প্রধান উৎস?

ক. খাবার লবণ খ. সামুদ্রিক মাছ

গ. গরুর মাংস ঘ. মুরগির মাংস

২০. বেসিমার পদ্ধতি দ্বারা কী উৎপাদন করা হয়?

ক. সাবান খ. ইউরিয়া

গ. ইস্পাত ঘ. পেট্রোল

উত্তর : ১.ক, ২.খ, ৩.গ, ৪.খ, ৫.খ, ৬.ঘ, ৭.ঘ, ৮.খ, ৯.খ, ১০.ক, ১১.ক, ১২.খ, ১৩.খ, ১৪.গ, ১৫.ক, ১৬.খ, ১৭.গ, ১৮.খ, ১৯খ, ২০খ।

গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

 

বিসিএস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম