অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান
মো. কামরুজ্জামান
প্রকাশ: ১৭ মে ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কোষ বিভাজন
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৯৬। জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা?
√ক) জিন খ) ক্রোমোজোম
গ) নিউক্লিয়াস ঘ) সেক্স ক্রোমোজোম
৯৭। প্রাণিকোষে কোন পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে?
√ক) ফারোয়িং খ) কোষপ্রাচীর গঠন করে
গ) প্রত্যক্ষ বিভাজন প্রক্রিয়ায় ঘ) স্পিন্ডল তন্তুর মাধ্যমে
৯৮। পূর্ণবয়স্ক পুরুষের শুক্রাণু কোন প্রকৃতির?
√ক) n খ) 2n গ) 2n + n ঘ) n + n
৯৯। কোন ক্ষেত্রে সমীকরণিক বিভাজন ঘটে?
ক) পরাগরেণু সৃষ্টিতে খ) শুক্রাণু তৈরিতে
গ) ডিম্বাণু তৈরিতে √ঘ) উদ্ভিদের অযৌন জননে
১০০। সপুষ্পক উদ্ভিদের মিয়োসিস ঘটে-
i. পরাগধানীর মধ্যে ii. ডিম্বাশয়ের মধ্যে iii. ডিম্বকের মধ্যে
নিচের কোনটি সঠিক?
√ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন
১০১। ব্যাপন কতক্ষণ চলে?
ক) বাতাস থাকা পর্যন্ত
খ) দ্রাবকের পার্থক্য থাকা পর্যন্ত
গ) ঘনত্বের পার্থক্য থাকা পর্যন্ত
√ঘ) উভয় অণুর ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত
১০২। কোন শক্তির প্রভাবে ব্যাপনকারী পদার্থের অণু-পরমাণুগুলোতে চাপ সৃষ্টি হয়?
ক) শব্দশক্তি খ) স্থিতিশক্তি √গ) গতিশক্তি ঘ) বিভবশক্তি
১০৩। উদ্ভিদের দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রস্বেদনের মাধ্যমে দেহ থেকে কোন প্রক্রিয়ায় বের হয়?
ক) অভিস্রবণ √খ) ব্যাপন গ) ইমবাইবিশন ঘ) সালোকসংশ্লেষণ
১০৪। নিচের কোনটি অভেদ্য পর্দার উদাহরণ?
ক) কোষপ্রাচীর খ) কোষ পর্দা
√গ) কিউটিনযুক্ত কোষপ্রাচীর ঘ) মাছের পটকার পর্দা
১০৫। জীবকোষে শ্বসনের সময়-
i) গ্লুকোজের জারণের সময়
ii) অক্সিজেন ব্যবহৃত হয়
iii) কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
√ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১০৬। অভিস্রবণ শুধু কোন পদার্থের ক্ষেত্রে ঘটে?
ক) গ্যাসীয় খ) নিস্ক্রিয় √গ) তরল ঘ) কঠিন
১০৭। অভিস্রবণকে ব্যাপনও বলা যায় কারণ-
i) উভয় প্রক্রিয়া একই ঝিল্লি দ্বারা ঘটে
ii) ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত চলে
iii) মাধ্যমের প্রকৃতির ওপর নির্ভর করে না
নিচের কোনটি সঠিক?
√ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১০৮। অভিস্রবণ কোথায় ঘটে?
√ক) মূলে খ) কাণ্ডে গ) পাতায় ঘ) ফলে
১০৯। অভিস্রবণের ফলে-
i) কোষের রসস্ফীতি ঘটে ii) পাতা ঝরে যায়
iii) পাতা সতেজ থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii √খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
