Logo
Logo
×

টিউটোরিয়াল

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

মডেল টেস্ট : ৯

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

বাংলাভাষা ও সাহিত্য

১. ‘টিমোথি পেনপয়েম’ ছদ্মনামে কে লিখতেন?

ক. মাইকেল মধুসূদন দত্ত

খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

গ. কাজী নজরুল ইসলাম ঘ. ফররুখ আহমদ

২. ‘পদ্মাবতী’ কাব্যটি কার রচনা?

ক. সৈয়দ হামজা খ. বাহরাম খান

গ. আলাওল ঘ. দৌলত উজির

৩. ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

ক. প্রলয়-শিখা খ. দোলনচাঁপা

গ. ফণি-মনসা ঘ. চক্রবাক

৪. ‘বর্ণপরিচয়’ গ্রন্থটি কার লেখা?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

গ. কায়কোবাদ ঘ. মীর মশাররফ হোসেন

৫. দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটি কোন শহরে প্রথম প্রকাশিত হয়?

ক. ঢাকা খ. কলকাতা

গ. মুর্শিদাবাদ ঘ. রংপুর

৬. ‘কবিকণ্ঠহার’ কার উপাধি?

ক. দৌলত কাজী খ. আলাওল

গ. মুকুন্দরাম চক্রবর্তী ঘ. বিদ্যাপতি

৭. ‘বসন্তকুমারী নাটক’ কার লেখা?

ক. মীর মশাররফ হোসেন খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. কাজী নজরুল ইসলাম ঘ. বিহারীলাল চক্রবর্তী

৮. মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য কোনটি?

ক. চতুর্দশপদী কবিতাবলী খ. ব্রজাঙ্গনা

গ. তিলোত্তমাসম্ভব ঘ. বীরাঙ্গনা

৯. ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’- পঙ্ক্তিটি কার রচনা?

ক. ভারতচন্দ্র রায়গুণাকর খ. মালাধর বসু

গ. কাশীরাম দাস ঘ. কানা হরিদত্ত

১০. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তিবিলাস’ কোন নাটকের গদ্য অনুবাদ?

ক. Merchant of Venice

খ. Comedy of Errors

গ. Measure for Measure

ঘ. As You Like It

১১. বাংলা ভাষার প্রথম চৈতন্য জীবনীগ্রন্থ ‘চৈতন্যভাগবত’ রচনা করেন কে?

ক. কৃষ্ণদাস কবিরাজ খ. লোচন দাস

গ. বৃন্দাবন দাস ঘ. জয়ানন্দ

১২. ‘সতত হে নদ, তুমি পড় মোর মনে।

সতত তোমার কথা ভাবি এ বিরলে।”

-কোন নদের কথা বলা হয়েছে?

ক. ব্রহ্মপুত্র নদ খ. নীল নদ

গ. সাগরদাঁড়ি নদ ঘ. কপোতাক্ষ নদ

১৩. কোনটি ময়মনসিংহ গীতিকার উপাখ্যান?

ক. মহুয়া খ. পদ্মিনী উপাখ্যান

গ. বিদ্যাসুন্দর ঘ. কাফন চোরা

১৪. ‘কালান্তর’ প্রবন্ধটি কার লেখা?

ক. বেগম রোকেয়া খ. কাজী নজরুল ইসলাম

গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. মীর মশাররফ হোসেন

১৫. দীনবন্ধু মিত্রের রচনা কোনটি?

ক. ছেঁড়াতার খ. কমলে কামিনী

গ. কীর্তিবিলাস ঘ. বেণীসংহার

১৬. ‘উদাসীন পথিকের মনের কথা’ উপন্যাসটির রচয়িতা কে?

ক. জীবনানন্দ দাশ খ. আবুল মনসুর আহমেদ

গ. কাজী নজরুল ইসলাম ঘ. মীর মশাররফ হোসেন

১৭. ‘টালত মোর ঘর নাহি পড়বেষী।

হাড়ীত ভাত নাহি নিতি আবেশী॥’- চর্যাপদের কোন কবির রচিত পদ?

ক. কাহ্ন পা খ. শবর পা

গ. টেন্টণ পা ঘ. কুক্কুরী পা

১৮. ভাষার মূল উপকরণ কোনটি?

ক. শব্দ খ. ধ্বনি গ. বাক্য ঘ. অক্ষর

১৯. বিসর্গ (ঃ) বর্ণটি নিচের কোন বর্ণের রূপান্তর?

ক. স খ. হ গ. ম ঘ. শ

২০. ‘নবোঢ়া’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

ক. নব + ঊঢ়া খ. নব + উঢ়া

গ. নবো + ঊঢ়া ঘ. নবো + উড়া

২১. ‘গুজব’ কোন ভাষার শব্দ?

ক. ফারসি খ. ইংরেজি গ. তুর্কি ঘ. আরবি

২২. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

ক. ছায়ানট খ. ভাঙ্গার গান

গ. অগ্নিবীণা ঘ. সিন্ধু-হিন্দোল

২৩. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ গ্রন্থটি কার লেখা?

ক. দীন চণ্ডীদাস খ. বড়ু চণ্ডীদাস

গ. চণ্ডীদাস ঘ. দ্বিজ চণ্ডীদাস

২৪. ‘সিরাজাম মুনীরা’ কাব্যটির রচয়িতা কে?

ক. কাজী নজরুল ইসলাম খ. কায়কোবাদ

গ. ফররুখ আহমদ ঘ. মীর মশাররফ হোসেন

২৫. বাংলা গদ্যে প্রথম বিরাম বা যতি চিহ্ন ব্যবহার করেন কে?

ক. মাইকেল মধুসূদন দত্ত খ. মীর মশাররফ হোসেন

গ. বিহারীলাল চক্রবর্তী ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তর মিলিয়ে নিন

১ক ২গ ৩খ ৪খ ৫ক ৬ঘ ৭ক ৮ঘ ৯ক ১০খ ১১গ ১২ঘ ১৩ক ১৪গ ১৫খ ১৬ঘ ১৭গ ১৮গ ১৯খ ২০ক ২১ক ২২গ ২৩খ ২৪গ ২৫ঘ।

প্রাইমারি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম