অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা
উজ্জ্বল কুমার সাহা
প্রকাশ: ৩১ মে ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়
মোহাম্মদপুর, ঢাকা
ভাষা
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৪৭. সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি?
√ক. লেখ্য ভাষা খ. আঞ্চলিক ভাষা
গ. মৌখিক ভাষা ঘ. কথার ভাষা
৪৮. ভাষা বলতে কোনটি বোঝায়?
√ক. অর্থবোধক ধ্বনি খ. অর্থহীন ধ্বনি
গ. ইশারা-ইঙ্গিত ঘ. ছবি
৪৯. বাংলা মৌখিক ভাষারীতি কয়টি?
√ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
৫০. বাংলা মৌখিক ভাষারীতি দুটি কী?
√ক. আঞ্চলিক ও প্রমিত খ. লেখ্য ও আঞ্চলিক
গ. আঞ্চলিক ও সাধু ঘ. চলিত ও প্রমিত
৫১. ওরা, ওদের- এ দুটি কী?
ক. অব্যয় খ. অব্যয়ের তদ্ভব রূপ
√গ. সংক্ষিপ্ত সর্বনাম ঘ. সর্বনাম
৫২. চলিত রীতির উদাহরণ কোনটি?
ক. বন্যা √খ. শুকনো গ. তুলা ঘ. শুষ্ক
৫৩. সংস্কৃতিকে ধারণ ও বহন করে কে?
ক. অনুকরণ √খ. ভাষা গ. ধারাবাহিকতা ঘ. মানুষ
৫৪. কোন ভাষা হতে বাংলা ভাষার উদ্ভব হয়েছে?
ক. সংস্কৃত খ. পালি √গ. প্রাকৃত ঘ. হিন্দি
৫৫. বাংলাভাষার যুগ বিভাগ কয়ভাগে বিভক্ত?
ক. দুই √খ. তিন গ. চার ঘ. পাঁচ
৫৬. বাংলাভাষার প্রাচীন যুগ কোনটি?
ক. ৬০০-১২০০ সাল √খ. ৬৫০-১২০০ সাল
গ. ৬৫০-১২৫০ সাল ঘ. ৬৫০-১৪০০ সাল
৫৭. বাংলাভাষার মধ্যযুগ কোনটি?
ক. ৬৫০-১২০০ সাল খ. ৮০০-১২০০ সাল
গ. ১২০০-১৬০০ সাল √ঘ. ১২০০-১৮০০ সাল
৫৮. বাংলাভাষার আধুনিক যুগ কোনটি?
ক. ১৬০০-১৮০০ সাল খ. ১৬৫০- বর্তমান পর্যন্ত
√গ. ১৮০০-বর্তমান পর্যন্ত ঘ. ১৮৫০- বর্তমান পর্যন্ত
৫৯. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
ক. প্যারিচাঁদ মিত্র √খ. প্রমথ চৌধুরী
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ধ্বনি ও বর্ণ
৬০. সাধারণত কোনটির সঙ্গে অর্থের সংশ্লিষ্টতা থাকে না?
√ক. ধ্বনির খ. বর্ণের গ. অক্ষরের ঘ. ব্যঞ্জনধ্বনির
৬১. নিচের কোন গুচ্ছ মৌলিক স্বরধ্বনি?
ক. অ, আ, ঐ খ. অ, আ, ঈ
গ. অ, ঈ, ঐ √ঘ. অ, এ, ও
৬২. ধ্বনি মানুষের মুখনিঃসৃত বায়ু থেকে সৃষ্ট, তাই এর কী নেই?
ক. অ-কার √খ. আকার গ. ই-কার ঘ. উ-কার
৬৩. স্বরধ্বনির বাইরের স্বরধ্বনি কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি √ঘ. ৫টি
৬৪. ব্যঞ্জনবর্ণের ফলা-চিহ্ন কয়টি?
√ক. ৬টি খ. ৭টি গ. ৮টি ঘ. ৯টি
৬৫. নিচের কোনগুলো ওষ্ঠ্য বর্ণ?
ক. ক খ গ ঘ ঙ খ. ট ঠ ড ঢ ণ
গ. ত থ দ ধ ন √ঘ. প ফ ব ভ ম
৬৬. অ আ হ বর্ণগুলোর উচ্চারণ স্থান হলো-
√ক. জিহ্বামূল খ. ওষ্ঠ গ. তালু ঘ. দন্ত
৬৭. চ ছ জ বর্ণগুলোর উচ্চারণস্থান হলো-
ক. কণ্ঠ খ. জিহ্বামূল গ. মূর্ধা √ঘ. তালু
