Logo
Logo
×

টিউটোরিয়াল

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

মডেল টেস্ট : ১৩

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

বাংলাভাষা ও সাহিত্য

১. শুদ্ধ বানান কোনটি?

ক. নিরিক্ষণ খ. নিরীক্ষণ গ. নীরিক্ষণ ঘ. নীরীক্ষণ

২. ‘নীপ’ শব্দের অর্থ কোনটি?

ক. কেয়া খ. টগর গ. কদম ঘ. শিউলি

৩. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে?

ক. দীনবন্ধু মিত্র খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৪. কোনটি ঐতিহাসিক নাটক?

ক. শর্মিষ্ঠা খ. রাজসিংহ

গ. পলাশীর যুদ্ধ ঘ. রক্তাক্ত প্রান্তর

৫. মুনীর চৌধুরী রচিত ‘কেউ কিছু বলতে পারে না’ একটি-

ক. উপন্যাস খ. গল্প

গ. প্রবদ্ধ ঘ. অনুবাদ নাটক

৬. ‘যৌবনের গান’ রচনাটি প্রকৃতপক্ষে-

ক. প্রতিবেদন খ. সম্পাদকীয়

গ. পত্র রচনা ঘ. অভিভাষণ

৭. বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ কত সালে প্রকাশিত হয়?

ক. ২০১০ খ. ২০১২ গ. ১৯৯৬ ঘ. ২০১৭

৮. ‘গায়েহলুদ’ কোন সমাস?

ক. দ্বন্দ্ব খ. বহুব্রীহি গ. অব্যয়ীভাব ঘ. দ্বিগু

৯. বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থেকে?

ক. প্রাকৃত লিপি খ. খরোষ্ট্রী লিপি

গ. ব্রাহ্মী লিপি ঘ. অশোক লিপি

১০. ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি?

ক. বাক্যতত্ত্ব খ. ধ্বনিতত্ত্ব গ. শব্দতত্ত্ব ঘ. অর্থতত্ত্ব

১১. ‘পদ্মরাগ’ কোন ধরনের রচনা?

ক. গল্প খ. প্রবন্ধ গ. কাব্য ঘ. উপন্যাস

১২. বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতার জনক কে?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত ঘ. মাইকেল মধুসূদন দত্ত

১৩. কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?

ক. রূপসী বাংলা খ. বেলা অবেলা কালবেলা

গ. ঝরা পালক ঘ. বলাকা

১৪. কোনটি শওকত ওসমানের রচনা নয়?

ক. পৌরসন্ধি খ. ক্রীতদাসের হাসি

গ. ভেজাল ঘ. বনি আদম

১৫. সবুজপত্র প্রকাশিত হয় কত সালে?

ক. ১৯০৯ খ. ১৯১০ গ.১৯১৪ ঘ. ১৯২১

১৬. মুক্তাক্ষর একমাত্রা এবং বদ্ধাক্ষর দুই মাত্রা গণনা করা হয় কোন ছন্দে?

ক. মাত্রাবৃত্ত খ. অক্ষরবৃত্ত

গ. মুক্তক ঘ. স্বরবৃত্ত

১৭. ‘হপ্ত পয়কর’ কার রচনা?

ক. জৈনুদ্দিন খ. সৈয়দ আলাওল

গ. দীনবন্ধু মিত্র ঘ. অমিয় দেব

১৮. বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব বলা হয় পাঁচজন-

ক. সমালোচককে খ. কবিকে

গ. নাট্যকারকে ঘ. যোদ্ধাকে

১৯. কাজী নজরুল ইসরামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কোন সালে?

ক. ১৯৭১ খ. ১৯৭২ গ. ১৯৭৩ ঘ. ১৯৭৬

২০. ‘রোহিণী’ কোন সাহিত্যকর্মের চরিত্র?

ক. গোরা খ. কৃষ্ণকান্তের উইল

গ. যোগাযোগ ঘ. দত্তা

২১. রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?

ক. নবরাত্রি খ. নষ্টনীড়

গ. নিশীথে ঘ. মধ্যবর্তিনী

২২. ‘ঠাকুরমার ঝুলি’ কী জাতীয় রচনা?

ক. উপকথা খ. গ্রাম্যগীতিকা

গ. ছোটগল্প ঘ. রূপকথা

২৩. ‘সবিতা’ শব্দের সমার্থ কোনটি?

ক. অর্ণব খ. রাতুল গ. অর্ক ঘ. জলধি

২৪. ‘সোনার তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত?

ক. স্বরবৃত্ত খ. মাত্রাবৃত্ত

গ. অক্ষরবৃত্ত ঘ. মন্দাক্রান্তা

২৫. পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ?

ক. হিন্দি খ. উর্দু গ. পর্তুগিজ ঘ. গ্রিক

উত্তর মিলিয়ে নিন

১খ ২গ ৩খ ৪ঘ ৫ঘ ৬ঘ ৭খ ৮খ ৯গ ১০ঘ ১১ঘ ১২ঘ ১৩ঘ ১৪গ ১৫গ ১৬ক ১৭খ ১৮খ ১৯খ ২০খ ২১গ ২২ঘ ২৩গ ২৪খ ২৫গ।

প্রাইমারি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম