Logo
Logo
×

টিউটোরিয়াল

৪৬তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৩)

বাংলাদেশ বিষয়াবলি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

৪৬তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৩)

১. প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১-এর প্রকৃত জিডিপির প্রবৃদ্ধি হবে কত শতাংশ?

ক. ৯.৯% খ. ৯.০২%

গ. ৮.২% ঘ. ৯.০%

২. বাংলাদেশ কত সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে শুল্কমুক্ত রফতানি সুবিধা পাবে?

ক. ২০২৫ খ. ২০২৭ গ. ২০২৯ ঘ. ২০৩২

৩. SDGs-এর কোন অভীষ্টে ‘সুস্বাস্থ্যে’র প্রতি আলোকপাত করা হয়েছে?

ক. ৫নং খ. ৩নং গ. ৪নং ঘ. ১০নং

৪. ‘Bangladesh Dairy Development Board’ কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক. ২০২২ খ. ২০২৩ গ. ২০২০ ঘ. ২০২১

৫. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২২ মতে, ‘এজেন্ডা-২০৩০’ এর লক্ষ্য (Targets) কতটি ঘোষিত হয়েছে?

ক. ১৭টি খ. ১৬৯টি গ. ২৩১টি ঘ. ২৪১টি

৬. স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের চেয়ারম্যান কে?

ক. অর্থমন্ত্রী খ. প্রধানমন্ত্রী

গ. বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ঘ. মন্ত্রিপরিষদ সচিব

৭. ‘পরার্থপরতার অর্থনীতি’ গ্রন্থের লেখক কে?

ক. আতিউর রহমান খ. আকবর আলি খান

গ. ওয়াহিদ উদ্দিন ইকবাল ঘ. ড. মুহম্মদ ইউনূস

৮. অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বাংলাদেশের প্রত্যাশিত মূল্যস্ফীতি কত ধরা হয়েছে?

ক. ৪.৮% খ. ৪.১% গ. ৫.৮% ঘ. ৭.১%

৯. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুসারে মূল্যস্ফীতির হার কত?

ক. ৫.২% খ. ৫.৫৬%

গ. ৫.৭১% ঘ. ৫.৮৩%

১০. ২০২২ সালে বাংলাদেশে GDP নির্ণয়ে নতুন ভিত্তি বছর কোনটি?

ক. ২০২১-২২ খ. ২০২৩-২৪

গ. ২০১৫-১৬ ঘ. ২০২২-২৩

১১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তৃতীয় গ্রন্থ ‘আমার দেখা নয়াচীন’ বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত হয় কবে?

ক. ২ ফেব্রুয়ারি ২০২১ খ. ১ ফেব্রুয়ারি ২০২০

গ. ২১ ফেব্রুয়ারি ২০২০ ঘ. ২১ ফেব্রুয়ারি ২০২১

১২. বঙ্গবন্ধু পরিবারের কোন সদস্য জেলের দিকে চেয়ে বলত ‘আব্বার বাড়ি’?

ক. শেখ রেহানা খ. শেখ রাসেল

গ. শেখ কামাল ঘ. শেখ জামাল

১৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে যে মামলায় বন্দি ছিলেন সে মামলার নম্বর কত ছিল?

ক. ৮০(৪)/৬৬ খ. ২৪(২)৫১

গ. ৭৭(৫)৬২ ঘ. ২(১)৬২

১৪. “যারা কাজ করে তাদেরই ভুল হতে পারে, যারা কাজ করে না তাদের ভুলও হয় না” উক্তিটি কার?

ক. বঙ্গবন্ধুর খ. আই আই চুন্দি গড়ে

গ. সোহরাওয়ার্দীর ঘ. জিন্নাহর

১৫. ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থে কত সাল পর্যন্ত পূর্ব বাংলার রাজনীতি চিত্রায়িত হয়েছে?

ক. ১৯৬৬ খ. ১৯৭০ গ. ১৯৫৬ ঘ. ১৯৫৪

১৬. মুজিব ব্যাটারী কত নং সেক্টরে যুদ্ধ করেন?

ক. ৩নং খ. ৪নং

গ. ১১নং ঘ. ২নং

১৭. ২০২১-২২ অর্থবছরের চূড়ান্ত হিসাবে বাংলাদেশের জিডিপিতে (GDP) কৃষি খাতের (ফসল, বন, প্রাণিসম্পদ, মৎস্যসহ) অবদান কত শতাংশ?

ক. ১৩.৬৫ শতাংশ খ. ১৫.২ শতাংশ

গ. ১২ শতাংশ ঘ. ১১.৫০ শতাংশ

১৮. ‘দায়মুক্তি বিধানের ক্ষমতা’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদের আলোচ্য বিষয়?

ক. ৪৫ খ. ৪৬ গ. ৪৭ ঘ. ৪৮

১৯. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুযায়ী, দেশে প্রতি হাজারে স্থূল মৃত্যুহার কত?

ক. ৫.১ খ. ৫.৪ গ. ৭.২ ঘ. ৮.৪

২০. বাংলাদেশ প্রথমবার কোন সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল?

ক. ১৯৭৮-৭৯ খ. ১৯৭৯-৮০

গ. ১৯৮০-৮১ ঘ. ১৯৮১-৮২

উত্তর : ১.ক, ২.গ, ৩.খ, ৪.ক, ৫.খ, ৬.খ, ৭.খ, ৮.ক, ৯.ঘ, ১০.গ, ১১.খ, ১২.খ, ১৩.ক, ১৪.ক, ১৫.ঘ, ১৬.ঘ, ১৭.ঘ, ১৮.খ, ১৯ক, ২০খ।

গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

 

বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম