Logo
Logo
×

টিউটোরিয়াল

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

বাংলা দ্বিতীয়পত্র

Icon

উজ্জ্বল কুমার সাহা

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়

মোহাম্মদপুর, ঢাকা

নৈর্ব্যক্তিক প্রস্তুতি

১. স্বরভক্তির অপর এক নাম কী?

√ক. বিপ্রকর্ষ খ. অভিশ্রুতি

গ. অন্ত্যস্বরাগম ঘ. অপিনিহিতি

২. বাংলা ভাষার মূল উৎস কী?

ক. হিন্দি ভাষা √খ. বৈদিক ভাষা

গ. কানাড়ি ভাষা ঘ. অনার্য ভাষা

৩. কোনো স্বরধ্বনি কোন আকারে ব্যঞ্জধ্বনির সঙ্গে যুক্ত হয়ে উচ্চারিত হয়?

ক. প্রসারিত আকারে খ. অর্ধপ্রসারিত আকারে

√গ. সংক্ষিপ্ত আকারে ঘ. অর্ধসংক্ষিপ্ত আকারে

৪. কোন্ মৌলিক স্বরধ্বনিটির কোন লিখিত রূপ নেই?

ক. আ খ. অ গ. ই √ঘ. এ্যা

৫. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ‘নিমিত্ত’ অর্থ প্রকাশ করছে?

ক. এখন আমি যেতে চাই

খ. এখন ট্রেন ধরতে হবে

গ. পদ্মফুল দেখতে সুন্দর

√ঘ. মেলা দেখতে ঢাকা যাব

৬. কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?

ক. গৃহী খ. বিধাতা √গ. সপত্নী ঘ. কাঙ্গালিনী

৭. ‘আনী’ স্ত্রী প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?

ক. বাঘিনী √খ. চাকরানী

গ. ভাগনী ঘ. জেলেনী

৮. ‘লগ্ন>লগ্গ’ কোন সমীভবন?

√ক. প্রগত খ. পরাগত গ. মধ্যগত ঘ. অন্যোন্য

৯. কোন প্রকারে সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম?

√ক. তৎসম সন্ধি খ. বাংলা সন্ধি

গ. স্বরসন্ধি ঘ. ব্যঞ্জনসন্ধি

১০. পাতিসনে শিলাতনে পদ্মপাতা-বাক্যটিতে কী অর্থে অনুজ্ঞায় ব্যবহার হয়েছে?

ক. আদেশ √খ. উপদেশ

গ. অনুরোধ ঘ. অভিশাপ

১১. ‘মস্যাধার’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. মৎস+আধার খ. মৎস্য+আধার

√গ. মসী+আধার ঘ. মসি+আধার

১২. ‘শশাঙ্ক’-এর সমার্থক শব্দ কোনটি?

ক. খরগোশ খ. সমুদ্র গ. সূর্য √ঘ. চাঁদ

১৩. “কোনোভাবেই যা নিবারণ করা যায় না”-এক কথায় কী হবে?

ক. দুনির্বার খ. দুর্দমনীয় গ. অদম্য √ঘ. অনিবার্য

১৪. ‘‘কলকলিয়ে উঠ সেথায় নারীর প্রতিবাদ’’- এখানে ধ্বন্যাত্মক দ্বিরুক্তিটি কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?

ক. বিশেষ্য খ. বিশেষণ

√গ. ক্রিয়া ঘ. ক্রিয়া বিশেষণ

পদার্থবিজ্ঞান

মো. বদরুল ইসলাম

সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা

ভৌত রাশি এবং পরিমাপ

[পূর্বে প্রকাশিত অংশের পর]

২৫। স্টপওয়াচ কখন ব্যবহার করা হয়?

উত্তর : ক্ষুদ্র সময়ের ব্যবধান পরিমাপের জন্য স্টপওয়াচ ব্যবহার করা হয়।

২৬। বৈজ্ঞানিক প্রতীক কাকে বলে?

উত্তর : কোনো সংখ্যাকে ১০-এর যে কোনো ঘাত এবং ১ থেকে ১০ এর মধ্যে অপর সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করা হলে তাকে বৈজ্ঞানিক প্রতীক বলে।

২৭। একটি স্ক্রু গজে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা ১০০ এবং পিচ ১ মিমি এটির লঘিষ্ঠ গণন কত? উত্তর : ০.০১ মিমি

২৮। ১ মিটারে কত সেন্টিমিটার?

উত্তর : ১০০ সেন্টিমিটার

২৯। মিটার স্কেল ব্যবহার করে কত পর্যন্ত সঠিকভাবে মাপা যায়? উত্তর : মিলিমিটার পর্যন্ত।

৩০। পিয়েরে ভার্নিয়ারের পেশা কি ছিল?

উত্তর : গণিতবিদ।

৩১। লঘিষ্ঠ গণনকে কি দ্বারা প্রকাশ করা হয়? উত্তর : LC

৩২। লঘিষ্ঠ গণন কাকে বলে?

উত্তর : বৃত্তাকার স্কেলের মাত্র এক ভাগ ঘুরালে এর প্রান্ত বা স্ক্রুটি যতটুকু সরে আসে তাকে বলা হয় যন্ত্রের লঘিষ্ঠ গণনা।

৩৩। ভার্নিয়ারের কোনো দাগ যদি প্রধান স্কেলের কোন দাগের সঙ্গে মিলে যায় বা দাগের সবচেয়ে কাছাকাছি থাকে তবে ওই দাগকে কি বলে? উত্তর : ভার্নিয়ার সমপাতন।

৩৪। তুলা যন্ত্রে কয়টি পাল্লা থাকে?

উত্তর : দুটি।

৩৫। সময় কি রাশি? উত্তর : মৌলিক।

৩৬। দীপন তীব্রতা কি মৌলিক রাশি? উত্তর : হ্যাঁ।

৩৭। যেসব রাশি স্বাধীন অর্থাৎ অন্য রাশির ওপর নির্ভর করে না তাকে কী বলে? উত্তর : মৌলিক রাশি।

৩৮। পরিমাপের ক্ষেত্রে কয় ধরনের ত্রুটি থাকতে পারে?

উত্তর : তিন।

৩৯। কোন স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা ৫০ এবং পিচ যদি মি.মি. হয় তবে উক্ত যন্ত্রের লঘিষ্ঠ গণন কত হবে?

উত্তর : ০.০১ মি.মি.

৪০। দৈব ক্রুটির প্রত্যাশিত মান কত? উত্তর : 0

৪১। পর্যবেক্ষকের কারণে পাঠে যে ত্রুটি আসে তাকে কী বলে? উত্তর : যান্ত্রিক ত্রুটি।

৪২। স্থান কাকে বলে?

উত্তর : ইউক্লিডের মতে “আমাদের চারপাশে যা আছে সবই স্থান”। নিউটনের মতে “স্থান হচ্ছে ত্রিমাত্রিক এক বিস্তৃতি”।

৪৩। কাল কাকে বলে?

উত্তর : যা নিজস্ব ধারায় প্রবাহিত হয়। কোনো বস্তু বা ঘটনার দ্বারা প্রবাহিত হয় না, যার কোনো শুরু বা শেষ নেই তাই হচ্ছে কাল বা সময়।

বাংলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম