Logo
Logo
×

টিউটোরিয়াল

পঞ্চম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা

Icon

মো. ফোরকান আহমেদ

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পঞ্চম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা

সহকারী শিক্ষক, মুনলাইট মডেল স্কুল অ্যান্ড কলেজ, ভোলা

ইবাদত

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৩৩। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কেন?

(ক) ভোগ-বিলাসের জন্য

(খ) পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধির জন্য

(গ) তাঁর ইবাদতের জন্য√

(ঘ) আখিরাতের শান্তির জন্য

৩৪। কোন ইবাদতের পুরস্কার স্বয়ং আল্লাহ দেবেন?

(ক) সাওম√ (খ) জাকাত

(গ) সালাত (ঘ) জিহাদ

৩৫। কোনদিন আকিকা করা উত্তম?

(ক) সন্তান জন্মের সঙ্গে সঙ্গে

(খ) সন্তান জন্মের ২য় দিন

(গ) সন্তান জন্মের ৫ম দিন

(ঘ) সন্তান জন্মের ৭ম দিন√

৩৬। হজরত ইব্রাহিম (আ.) হজরত হাজেরাকে মরুভূমিতে রেখে গেলেন কেন?

(ক) তার শান্তির জন্য

(খ) খারাপ সম্পর্কের কারণে

(গ) তাকে শাস্তি দেওয়ার জন্য

(ঘ) আল্লাহর আদেশ পালনের জন্য√

৩৭। ইসলামের তৃতীয় রুকন কোনটি?

(ক) সালাত (খ) জাকাত√

(গ) হজ (ঘ) রোজা

৩৮। সবচেয়ে বড় ইবাদত কী?

(ক) সালাত√ (খ) জাকাত

(গ) হজ (ঘ) দান-খয়রাত

৩৯। ঈদের সালাতের √কুম কী?

(ক) ফরজ (খ) ওয়াজিব√

(গ) সুন্নত (ঘ) মোস্তাহাব

৪০। কোন সালাতে রুকু সিজদাহ নেই?

(ক) ঈদের (খ) জানাজার√

(গ) জুমার (ঘ) বিতর

৪১। কোনো ব্যক্তি বাড়ি থেকে কত কিলোমিটার দূরত্ব স্থানে যাওয়ার নিয়ত করলে সে মুসাফির হয়?

(ক) ৪৮ কিমি. (খ) ৫৮ কিমি.

(গ) ৬০ কিমি. (ঘ) ৮০ কিমি.√

৪২। “তোমরা সালাত আদায় কর এবং জাকাত দাও”-এটি কার বাণী?

(ক) মহান আল্লাহর√ (খ) মহানবি (সা.)-এর

(গ) হাদিসের (ঘ) ফেরেশতার

৪৩। ইসলামের প্রথম রুকন কোনটি?

(ক) জাকাত (খ) সাওম

(গ) সালাত (ঘ) ইমান√

৪৪। ‘সা√’ মানে-

(ক) শুদ্ধ (খ) ভুল√

(গ) সিজদাহ (ঘ) সংকল্প

৪৫। ‘জাকাত’ শব্দের অর্থ কী?

(ক) বৃদ্ধি√ (খ) বিরত থাকা

(গ) সংকল্প করা (ঘ) ত্যাগ করা

৪৬। ‘সোনা’ কী পরিমাণ থাকলে জাকাত দিতে হবে?

(ক) সাড়ে আট তোলা (খ) সাড়ে বায়ান্ন তোলা

(গ) নয় তোলা (ঘ) সাড়ে সাত তোলা√

৪৭। রোজা অবস্থায় আমরা লুকিয়ে লুকিয়ে কিছু খেয়ে ফেলিনা কেন?

(ক) মানুষ মন্দ বলে

(খ) এতে পেট ভরে না

(গ) আল্লাহ সবই দেখেন√

(ঘ) এতে পেট অসুখ হয়

৪৮। কাবাঘরকে কী বলা হয়?

(ক) বায়তুল্লাহ√ (খ) বায়তুল মুকাদ্দাস

(গ) মসজিদে নববী (ঘ) মসজিদে আকসা

৪৯। ‘আল্লাহু আকবার’ শব্দের অর্থ-

(ক) আল্লাহ দয়ালু

(খ) আল্লাহ সর্বশক্তিমান

(গ) আল্লাহ রিজিকদাতা

(ঘ) আল্লাহ সবচেয়ে বড়√

৫০। ‘ইয়ারহামুকাল্লাহ’ বলতে হয় কখন?

(ক) কোনো কবর দেখলে

(খ) ঘুম থেকে উঠলে

(গ) কারও হাঁচি শুনলে√

(ঘ) হাই তুললে

৫১। ‘আকিকা’ শব্দের অর্থ-

(ক) ছোটো করা (খ) ভেঙে ফেলা√

(গ) টেনে বড় করা (ঘ) জোড়া লাগানো

৫২। বিতর সালাত কী?

(ক) ফরজ (খ) সুন্নত

(গ) নফল (ঘ) ওয়াজিব√

৫৩। কয় শ্রেণির লোককে জাকাত দেওয়া যায়?

(ক) তিন (খ) চার (গ) পাঁচ (ঘ) আট√

৫৪। হজে ইহরাম বাঁধা কী?

(ক) ফরজ√ (খ) ওয়াজিব

(গ) সুন্নত (ঘ) মুস্তাহাব

ইসলাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম