অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান
মো. কামরুজ্জামান
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
উদ্ভিদের বংশবৃদ্ধি
[পূর্বে প্রকাশিত অংশের পর]
১৯৪। কোনটির চোখ থেকে উদ্ভিদের জন্ম হয়?
ক) রাইজোম খ) কন্দ √গ) টিউবার ঘ) বুলবিল
১৯৫। ছোলাবীজের অঙ্কুর বের হয়ে আসে যে পথে তাকে কি বলে?
ক) ইপিকোটাইল খ) হাইপোকোটাইল
গ) টেস্টা √ঘ) মাইক্রোপাইল
১৯৬। স্পোর উৎপাদনের মাধ্যমে বংশবৃদ্ধি করে-
i) Mucor ii) Spyrogyra iii) Penicilium
নিচের কোনটি সঠিক?
ক) i I ii √খ) i I iii গ) ) ii I iii ঘ) i, ii I iii
১৯৭। বাঁশের ফুলে পরাগায়নের জন্য মধুগ্রন্থি প্রয়োজন হয় না। কারণ-
i) তীব্র সুগন্ধ আছে ii) পরাগরেণু খুব হালকা iii) গর্ভমুণ্ড আঁঠালো
নিচের কোনটি সঠিক?
ক) i I ii খ) i I iii √গ) ) ii I iii ঘ) i, ii I iii
নিচের তথ্য থেকে ১৯৮ ও ১৯৯নং প্রশ্নের উত্তর দাও :
আদর্শফুলের ৫টি অংশ। এ অংশগুলোর একটি বা দুটি না থাকলেও ফুল সৃষ্টি হতে পারে।
১৯৮। সাইকাসে স্ত্রী ফুলের কোন অংশটি নেই?
√ক) গর্ভাশয় খ) ডিম্বক গ) রেণুপত্র ঘ) পুষ্পাক্ষ
১৯৯। উক্ত ফুলের সর্ববাহিরের স্তবকের কাজ-
i) ফুলের সব অংশকে রক্ষা করে
ii) অংশটি বিশেষ কারণে রঙিন হতে পারে
ii) জননে সরাসরি অংশগ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
√ক) i ও ii খ) i ও iii গ) ) ii ও iii ঘ) i, ii ও iii
২০০। কোনটি রসালো ফল?
ক) শিম √খ) জাম গ) ঢেঁড়স ঘ) মটর
সমন্বয় ও নিঃসরণ
২০১। কোনটি উদ্ভিদের বৃদ্ধি সহায়ক ফাইটোহরমোন নয়?
ক) অক্সিন √খ) ইথিলিন গ) জিব্বেরেলিন ঘ) সাইটোকাইনিন
২০২। কোথায় জিব্বেরেলিন পাওয়া যায় না?
ক) চারাগাছ খ) বীজপত্র √গ) গাছের মূল ঘ) পত্রের বর্ধিষ্ণু অঞ্চল
২০৩। কোন ফাইটোহরমোনটি গ্যাসীয় পদার্থ?
ক) অক্সিন খ) ফ্লোরিজেন √গ) ইথিলিন ঘ) সাইটোকাইনিন
২০৪। কোনটি স্নায়ুতন্ত্রের ভাগ নয়?
ক) কেন্দ্রীয় খ) প্রান্তীয় গ) স্বয়ংক্রিয় √ঘ) প্রতিবর্ত
২০৫। নিঃশ্বাসের বায়ুতে শতকরা কতভাগ CO₂ থাকে?
ক) ২ ভাগ খ) ৩ ভাগ √গ) ৪ ভাগ ঘ) ৫ ভাগ
