Logo
Logo
×

টিউটোরিয়াল

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

মডেল টেস্ট : ২৯

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

বাংলাভাষা ও সাহিত্য

১. ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’- পঙ্ক্তিটি কোন কবির রচনা?

ক. সিকান্দার আবু জাফর খ. সুকান্ত ভট্টাচার্য

গ. রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ঘ. শামসুর রাহমান

২. ‘ইছামতি’ উপন্যাসটির রচয়িতা কে?

ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খ. মানিক বন্দ্যোপাধ্যায়

গ. মোহিত লাল মজুমদার ঘ. জহির রায়হান

৩. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’- এর রচয়িতা কে?

ক. শওকত ওসমান খ. সেলিম আল দীন

গ. সৈয়দ শামসুল হক ঘ. নীলিমা ইব্রাহীম

৪. ‘মেঘ বলে চৈত্রে যাবো’ কাব্যগ্রন্থের কবি-

ক. সিকান্দার আবু জাফর খ. আহসান হাবীব

গ. শামসুর রাহমান ঘ. আল মাহমুদ

৫. ‘হাতহদাই’ নাটকটি কার লেখা?

ক. আবদুল্লাহ আল মামুন খ. সিকান্দার আবু জাফর

গ. সেলিম আল দীন ঘ. দ্বিজেন্দ্রলাল রায়

৬. ‘পাক সার জমিন সাদ বাদ’ গ্রন্থটির লেখক কে?

ক. সৈয়দ শামসুল হক খ. আখতারুজ্জামান ইলিয়াস

গ. শামসুর রাহমান ঘ. হুমায়ুন আজাদ

৭. ‘সীমানা ছাড়িয়ে’ উপন্যাসটির রচয়িতা কে?

ক. জহির রায়হান খ. সৈয়দ শামসুল হক

গ. নীলিমা ইব্রাহীম ঘ. সেলিনা হোসেন

৮. ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসটি কার লেখা?

ক. আলাউদ্দিন আল আজাদ খ. মানিক বন্দ্যোপাধ্যায়

গ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ্

৯. আধুনিক বাংলা গীতিকবিতার প্রথম কবি কে?

ক. বিহারীলাল চক্রবর্তী খ. সিকান্দার আবু জাফর

গ. শামসুর রাহমান ঘ. জীবনানন্দ দাশ

১০. মুক্তিযুদ্ধভিত্তিক গল্প ‘জলিল সাহেবের পিটিশন’-এর লেখক কে?

ক. হুমায়ূন আহমেদ খ. কায়েস আহমদ

গ. হাসান আজিজুল হক ঘ. আলাউদ্দিন আল আজাদ

১১. বাংলা গীতিকবিতার প্রাচীনতম নিদর্শন কোনটি?

ক. চর্যাপদ খ. শ্রীকৃষ্ণকীর্তন

গ. মঙ্গলকাব্য ঘ. শূন্যপুরাণ

১২. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘কিংশুক যে মরুতে’ এর নাট্যকার কে?

ক. মমতাজ উদ্দীন আহমেদ খ. রনেশ দাসগুপ্ত

গ. মামুনুর রশীদ ঘ. মোহাম্মদ এহসানুল্লাহ

১৩. ‘পরশুরাম’ কার ছদ্মনাম?

ক. রাজশেখর বসু খ. সমরেশ মজুমদার

গ. নারায়ণ গঙ্গোপাধ্যায় ঘ. মালাধর বসু

১৪. ‘কৃপণ’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?

ক. কৃ + অন খ. কৃ + অণ

গ. কৃপ + অন ঘ. কৃপ + অণ

১৫. ‘অভিসময়বিভঙ্গ’ গ্রন্থটি কার রচনা?

ক. কাহ্নপা খ.শবরপা গ. লুইপা ঘ. ভুসুকুপা

১৬. ‘শৈশব’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক. শিশু + ষ্ণ খ. শিশু + ষ্ণ্য

গ. শিশু + শব ঘ. শৈ + শব

১৭. নদের চাঁদ কোন পালাটির চরিত্র?

ক. মহুয়া খ. কাজলরেখা গ. দেওয়ানা মদিনা ঘ. বিদ্যাসুন্দর

১৮. কোন বাক্যটি শুদ্ধ?

ক. কেবলমাত্র তুমি যাবে খ. এতে আশ্চর্য হলাম

গ. বিবিধ জিনিস কিনলাম ঘ. এ সংবাদে সন্তোষ হলাম

১৯. কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

ক. দোলন-চাঁপা খ. বিষের বাঁশি

গ. সাম্যবাদী ঘ. অগ্নিবীণা

২০. কোন বানানটি সঠিক?

ক. যুপকাস্ট খ. যুপকাষ্ট

গ. যূপকাস্ট ঘ. যূপকাষ্ঠ

উত্তর মিলিয়ে নিন

১.খ, ২.ক, ৩.গ, ৪.খ, ৫.গ, ৬.ঘ, ৭.খ, ৮.খ, ৯.ক, ১০.ক, ১১.খ, ১২.ঘ, ১৩.ক, ১৪.গ, ১৫.গ, ১৬.ক, ১৭.ক, ১৮.গ, ১৯ঘ, ২০ঘ।

প্রাইমারি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম