এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

বাংলা দ্বিতীয়পত্র
 উজ্জ্বল কুমার সাহা 
২৪ আগস্ট ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়

মোহাম্মদপুর, ঢাকা

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১. নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচন?

ক. বড় বড় মাঠ √খ. এটাই করিমদের বাড়ি

গ. সিংহ বনে থাকে ঘ. হস্তিযূথ ফসল নষ্ট করেছে

২. ক্রিয়াপদকে ‘কী’ বা ‘কাকে’ দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাকে কী বলে?

√ক. কর্মপদ খ. অব্যয় পদ

গ. সর্বনাম পদ ঘ. ক্রিয়া বিশেষণ

৩. ‘রাজপুত’ কোন শব্দের উদাহরণ?

√ক. যোগরূঢ় শব্দ খ. মৌলিক শব্দ

গ. রূঢ়ি শব্দ ঘ. যৌগিক শব্দ

৪. কোনটি ‘আদর’ অর্থে তদ্ধিত প্রত্যয় ব্যবহার হয়েছে?

ক. ঢাক+আই=ঢাকাই √খ. কানু+আই=কানাই

গ. বাহাদুর+ই=বাহাদুরি ঘ. লাজ+উক=লাজুক

৫. সমধাতুজ কর্মপদ অকর্মক ক্রিয়াকে কোন ক্রিয়ায় রূপান্তরিত করে?

ক. সমাপিকা ক্রিয়ায় খ. দ্বিকর্মক ক্রিয়ায়

√গ. সকর্মক ক্রিয়ায় ঘ. অসমাপিকা ক্রিয়ায়

৬. কোনটি ভাববাচক বিশেষ্য?

ক. মাইকেল খ. লন্ডন গ. তারল্য √ঘ. দর্শন

৭. সন্ধ্যা অবধি অপেক্ষা করব- অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত?

ক. সাথে খ. নিমিত্তে গ. নিকট √ঘ. পর্যন্ত

৮. তা, পাটি প্রভৃতি কী অর্থে যুক্ত হয়?

ক. নিরর্থকভাবে খ. অনির্দিষ্টতা জ্ঞাপনে

√গ. নির্দিষ্টতা জ্ঞাপনে ঘ. দ্ব্যর্থকতা জ্ঞাপনে

৯. বাবাকে বড্ড ভয় পাই- নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?

ক. কর্মে ২য়া √খ. অপাদানে ২য়া

গ. কর্মে চতুর্থী ঘ. অপাদানে ৫মী

১০. ‘‘কানে কানে যে কথা = কানাকানি’’- এ উদাহরণ কোন সমাসের?

√ক. ব্যতিহার বহুব্রীহি খ. অলুক বহুব্রীহি

গ. অব্যয়ীভাব ঘ. সপ্তমী তৎপুরুষ

১১. ‘বিজ্ঞান’ শব্দে ‘বি’ উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

√ক. বিশেষ খ. অভাব গ. গতি ঘ. সাধারণ

১২. ‘দোলনা’-এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক. দোল্ + না √খ. দুল্ + অনা

গ. দিল্ + না ঘ. দীল্ + অনা

১৩. ‘ধাতুর গণ’ নির্ণয় করতে কয়টি বিষয়ের প্রতি লক্ষ রাখতে হয়?

ক. ৪টি খ. ৩টি √গ. ২টি ঘ. ৫টি

১৪. “আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হইল।”

-বাক্যটিতে কোন দোষ আছে?

ক. বাগ্ধারার খ. গুরুচণ্ডালী

গ. বাহুল্য √ঘ. উপমার ভুল প্রয়োগ

১৫. অর্থসংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন করতে হয়?

ক. কালের খ. সর্বনাম পদের গ. অর্থের √ঘ. ক্রিয়া

পদার্থবিজ্ঞান

মো. বদরুল ইসলাম

সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা

ভৌত রাশি এবং পরিমাপ

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৪৪। ভৌত রাশি কাকে বলে?

উত্তর : এ ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে ভৌত রাশি বলে।

৪৫। মাত্রা কাকে বলে?

উত্তর : কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোকে সূচককে রাশিটির মাত্রা বলে।

৪৬। একক কাকে বলে?

উত্তর : যে আদর্শ পরিমাপের সঙ্গে তুলনা করে ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলে।

৪৭। যান্ত্রিক ত্রুটি কাকে বলে?

উত্তর : পরীক্ষার জন্য যেসব যন্ত্র ব্যবহার করা হয় তাতে কিছু ত্রুটি থাকে। এসব ত্রুটিকে যান্ত্রিক ত্রুটি বলে।

৪৮। যান্ত্রিক ত্রুটি কত প্রকার ও কী কী?

উত্তর : যান্ত্রিক ত্রুটি তিন প্রকার। যথা : i) শূন্য ত্রুটি

ii) পিছট ত্রুটি ররর) লেভেল ত্রুটি বা অনুভূমিক রেখা ত্রুটি।

৪৯। কত সালে আবিষ্কৃত হয় নিউক্লিয়াস ফিশনযোগ্য?

উত্তর : 1938 সালে।

৫০। ভরের একক কি?

উত্তর : কেজি।

৫১। তাপমাত্রার একক কি?

উত্তর : কেলভিন।

৫২। তড়িৎ প্রবাহের একক কি?

উত্তর : অ্যাম্পিয়ার।

৫৩। আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন?

উত্তর : জার্মান বিজ্ঞানী স্নেল।

৫৪। দীপন তীব্রতার একক কি?

উত্তর : ক্যান্ডেলা (cd)

৫৫। তড়িৎ শক্তি উৎপাদনে কোন শক্তি ব্যবহার করা হয়?

উত্তর : নিউক্লিয় শক্তি।

৫৬। সময়ের একক কি?

উত্তর : সেকেন্ড (s)

৫৭। আয়তনের একক কি?

উত্তর : ঘনমিটার।

৫৮। সত্যেন্দ্রনাথ বসু পেশায় কি ছিলেন?

উত্তর : অধ্যাপক

৫৯। বৃত্তের ব্যাস বৃত্তকে সমদ্বিখণ্ডিত করে-এ উক্তিটি কার?

উত্তর : থেলিসের।

৬০। কিসের সাহায্যে চালিত যোগাযোগ ব্যবস্থা দূরকে নিকট করে দিচ্ছে?

উত্তর : কৃত্রিম উপগ্রহের।

৬১। “সূর্যই যে সৌর জগতের কেন্দ্র এবং পৃথিবী ও অন্যান্য গ্রহগুলোর তার চারদিকে ঘুরছে” সর্বপ্রথম উক্তিটি করেন কে?

উত্তর : অ্যারিস্টার্কাস।

৬২। বিজ্ঞানকে সাধারণত কয়টি প্রধান ভাগে ভাগ করা হয়?

উত্তর : দুটি।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন