Logo
Logo
×

টিউটোরিয়াল

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান

Icon

মো. কামরুজ্জামান

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান

সিনিয়র শিক্ষক

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

সমন্বয় ও নিঃসরণ

[পূর্বে প্রকাশিত অংশের পর]

২০৬। কোন ফাইটোহরমোনটি পত্রমূলে পাওয়া যায়?

ক) ইথিলিন √খ) ফ্লোরিজেন গ) অক্সিন ঘ) জিব্বেরেলিন

২০৭। জীবের সুপ্তকাল কাটাতে কার কার্যকারিতা আছে?

ক) অক্সিন √খ) জিব্বেরেলিন

গ) অ্যাবসাইসিক এসিড ঘ) ফ্লোরিজেন

২০৮। কোনটির প্রভাবে চারাগাছে বিকৃতি বৃদ্ধি লক্ষ করা যায়?

ক) অ্যাবসাইসিক এসিড খ) ফ্লোরিজেন গ) অক্সিন √ঘ) ইথিলিন

২০৯। নিউরনের কোষদেহে কোনটি থাকে না?

ক) কোষ আবরণী খ) সাইটোপ্লাজম

√গ) সেন্ট্রিওল ঘ) নিউক্লিয়াস

২১০। গুরুমস্তিষ্ক ও পনস-এর মাঝখানে কোনটি অবস্থিত?

ক) অগ্রমস্তিষ্ক খ) লঘুমস্তিষ্ক √গ) মধ্যমস্তিষ্ক ঘ) সুষুম্মাশীর্ষক

২১১। নিচের কোনটি লঘুমস্তিষ্কের অংশ নয়?

ক) সেরিবেলাম খ) পনস √গ) সেরিব্রাম ঘ) মেডুলা

২১২। কোনটিকে মস্তিষ্কের যোজক বলা হয়?

ক) সেরিবেলাম √খ) পনস গ) মেডুলা ঘ) থ্যালামাস

২১৩। নিচের কোনটিকে মস্তিষ্কের বোঁটা বলা হয়?

ক) সেরিবেলাম খ) পনস √গ) মেডুলা ঘ) গ্রেম্যাটার

২১৪। আমাদের দেহের অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড ভেঙে ইউরিয়া তৈরি করে কে?

ক) বৃক্ক √খ) যকৃত গ) হৃদপিণ্ড ঘ) ফুসফুস

২১৫। মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি?

ক) বৃক্কের কোষ খ) পেশীকোষ √গ) নিউরন ঘ) গবলেট কোষ

২১৬। ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন?

ক) ইনডোল এসিটিক এসিড খ) ফ্লোরিজেন

√গ) ইথিলিন ঘ) অক্সিন

২১৭। উদ্ভিদদেহে ক্ষতস্থান পূরণে সহায়তা করে কোনটি?

√ক) ইনডোল এসিটিক এসিড খ) ফ্লোরিজেন

গ) ইথিলিন ঘ) অক্সিন

২১৮। মস্তিষ্ক কোন পর্দা দ্বারা আবৃত থাকে?

ক) পেরিকোর্ডিয়াম খ) পেরিটোনিয়াম

গ) মায়েলিনসিথ √ঘ) মেনিনজেস

২১৯। ক্ষরণকারী গ্রন্থিগুলোকে পরিচালিত করে কোন স্নায়ুতন্ত্র?

ক) কেন্দ্রীয় খ) প্রান্তীয় √গ) স্বয়ংক্রিয় ঘ) সবগুলো

২২০। মানুষের জ্ঞান বুদ্ধি ও স্মৃতির কেন্দ্র কোথায় অবস্থিত?

√ক) গুরুমস্তিষ্ক খ) লঘুমস্তিষ্ক গ) সেরিবেলাম ঘ) মেডুলা

২২১। মানুষের হৃদস্পন্দন, খাদ্যগ্রহণ ও শ্বসন নিয়ন্ত্রণ কেন্দ্র কোথায় অবস্থিত?

ক) গুরুমস্তিষ্ক খ) লঘুমস্তিষ্ক গ) সেরিবেলাম √ঘ) মেডুলা

অষ্টম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম