প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
মডেল টেস্ট : ৩১
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাভাষা ও সাহিত্য
১. কায়কোবাদ রচিত গীতিকাব্য কোনটি?
ক. মহাশ্মশান খ. বিরহ বিলাপ
গ. অশ্রুমালা ঘ. কুসুম কানন
২. ‘চৈতালী ঘূর্ণি’ উপন্যাসের রচয়িতা কে?
ক. আলাউদ্দিন আল আজাদ খ. প্রমথ চৌধুরী
গ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ঘ. শওকত ওসমান
৩. কোনটি রূঢ়ি শব্দ?
ক. গায়ক খ. জেঠামি
গ. মধুর ঘ. মহাযাত্রা
৪. ‘হ্ম’ এর বিশিষ্ট রূপ কোনটি?
ক. ক + ষ খ. ঞ + চ
গ. ষ + ণ ঘ. হ + ম
৫. ‘হিজল কাঠের নৌকা’ নাটকটির রচয়িতা কে?
ক. আলাউদ্দিন আল আজাদ খ. দীনেশচন্দ্র সেন
গ. দীনবন্ধু মিত্র ঘ. সেলিম আল দীন
৬. বৃহদার্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে?
ক. ছাতি খ. নাটিকা
গ. ডিঙ্গা ঘ. বাগিচা
৭. ‘যেখানে ফ্রি থিংকিং নেই সেখানে কালচার নেই’- উক্তিটি কার?
ক. প্রমথ চৌধুরী খ. বেগম রোকেয়া
গ. হুমায়ুন আজাদ ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
৮. ‘নশ্বর’ এর বিপরীত শব্দ কোনটি?
ক. প্রশংসা খ. নন্দিত
গ. বিনয়ী ঘ. শাশ্বত
৯. ‘যৎকিঞ্চিৎ’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. মোতাহের হোসেন চৌধুরী খ. প্যারীচাঁদ মিত্র
গ. সুকুমার রায় ঘ. সৈয়দ মুজতবা আলী
১০. ‘তামাক’ কোন ভাষার শব্দ?
ক. পর্তুগিজ খ. আরবি
গ. ফারসি ঘ. তুর্কি
১১. সৈয়দ শামসুল হকের ‘নূরলদীনের সারাজীবন’ নাটকে কোন অঞ্চলের বিদ্রোহের কথা বলা হয়েছে?
ক. কুমিল্লা খ. নোয়াখালী
গ. রংপুর ঘ. পঞ্চগড়
১২. সর্বজনস্বীকৃত ও খাঁটি বাংলাভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক. চর্যাপদ খ. শ্রীকৃষ্ণকীর্তন
গ. ইউসুফ-জোলেখা ঘ. মেঘনাধবধ কাব্য
১৩. কোনটি রূঢ়ি শব্দ?
ক. বাবুয়ানা খ. মহাযাত্রা
গ. জলধি ঘ. গবেষণা
১৪. পত্রকাব্যের জনক কে?
ক. নজরুল খ. মাইকেল
গ. দীনবন্ধু ঘ. কায়কোবাদ
১৫. ‘বহিপীর’ নাটকের রচয়িতা কে?
ক. সৈয়দ আলী আহসান খ. সৈয়দ মুজতবা আলী
গ. সৈয়দ আলভি ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
১৬. ‘সাধনা’ পত্রিকাটির সম্পাদক কে ছিলেন?
ক. সুধীন্দ্রনাথ ঠাকুর খ. কাঙাল হরিনাথ
গ. চিত্তরঞ্জন দাশ ঘ. দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
১৭. ‘কাঞ্চন মালা’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. সৈয়দ ওয়ালীউল্লাহ খ. হরপ্রসাদ শাস্ত্রী
গ. মানিক বন্দ্যোপাধ্যায় ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৮. বৈষ্ণব পদাবলির আদি রচয়িতা কে?
ক. শ্রীচৈতন্য খ. বিদ্যাপতি
গ. চণ্ডীদাস ঘ. জ্ঞানদাস
১৯. বাংলা গীতিকবিতার প্রাচীনতম নিদর্শন কোনটি?
ক. চর্যাপদ খ. শ্রীকৃষ্ণকীর্তন
গ. শূন্যপুরাণ ঘ. জঙ্গনামা
২০. অঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনটি?
ক. ভ খ. ছ গ. ত ঘ. ধ
উত্তর মিলিয়ে নিন
১গ, ২গ, ৩খ, ৪ঘ, ৫ক, ৬গ, ৭ঘ, ৮ঘ, ৯খ, ১০ক, ১১গ, ১২খ, ১৩ঘ, ১৪খ, ১৫ঘ, ১৬ক, ১৭খ, ১৮খ, ১৯ক, ২০খ।
