|
ফলো করুন |
|
|---|---|
২১) কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
ক) মাইনুল হোসেন খ) হামিদুর রহমান
গ) শামীম শিকদার ঘ) হামিদুজ্জামান
২২) মালেশিয়ার মুদ্রার নাম কী?
ক) রিংগিট খ) রুবল
গ) পেসো ঘ) সীম
২৩) হিউম্যান প্যাপিলোমা কী?
ক) ছত্রাক খ) ব্যাকটেরিয়া
গ) ভাইরাস ঘ) অণুজীব
২৪) ‘নিরাপদ মাতৃত্ব দিবস’ কবে?
ক) ২৪ মে খ) ২৬ মে
গ) ২৮ মে ঘ) ৩০ মে
২৫) ইনসুলিন কে আবিষ্কার করেন?
ক) ফ্রেডেরিক হপকিন্স
খ) অ্যালেকজান্ডার ফ্লেমিং
গ) গেরহার্ড ডোমাক
ঘ) ফ্রেডরিক বেন্টিং ও চার্লস বেস্ট
২৬) টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেন কে?
ক) ব্রায়ান লারা খ) ভিভ রিচার্ডাস
গ) এবিডি ভিলিয়ার্স ঘ) ব্রেন্ডন ম্যাককালাম
২৭) মহাকর্ষীয় তরঙ্গ আবিষ্কারক দীপংকর তালুকদারের নিজ জেলা কোনটি?
ক) বরিশাল খ) বরগুনা
গ) ঝালকাঠি ঘ) পটুয়াখালী
২৮) মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল-
ক. মহাস্থান খ. কর্ণসুবর্ণ
গ. পুন্ড্রনগর ঘ. রামাবর্তী
২৯) কোন জেলাকে শস্যভাণ্ডার বলা হয়?
ক) রংপুর খ) বরিশাল
গ) যশোর ঘ) ময়মনসিংহ
৩০) সিসমোগ্রাফ কী?
ক) রক্তচাপ মাপক যন্ত্র খ) ভূমিকম্প মাপক যন্ত্র
গ) বৃষ্টি মাপক যন্ত্র ঘ) সমুদ্রের গভীরতা মাপক যন্ত্র
৩১) ২১ শে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’
হিসেবে ঘোষণা করা হয় কত সালের কত তারিখে?
ক) ১৭ নভেম্বর, ১৯৯৯
খ) ১৮ নভেম্বর, ১৯৯৯
গ) ১৯ নভেম্বর, ১৯৯৯
ঘ) ২০ নভেম্বর, ১৯৯৯
৩২) বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি?
ক) ভারত খ) ভুটান
গ) মালয়েশিয়া ঘ) সেনেগাল
৩৩) জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন?
ক. ট্রিগেভলাই খ. কুর্ট ওয়াল্ডহেইম
গ. দ্যাগ হ্যামারশোল্ড ঘ. উথান্ট
৩৪) এপিকালচার কী?
ক) পাখি পালন বিদ্যা খ) মৌমাছি পালন বিদ্যা
গ) মৎস্য পালন বিদ্যা ঘ) গুটিপোকা চাষ বিদ্যা
৩৫) অন্ধদের জন্য লিখনরীতি উদ্ভাবন করেন কে?
ক) হেলেন কিলার খ) ব্রেইল
গ) এডিশন ঘ) ডেভিড বোর
উত্তর : ২১খ, ২২ক, ২৩গ, ২৪গ, ২৫ঘ, ২৬ঘ, ২৭খ, ২৮গ, ২৯খ, ৩০খ, ৩১ক, ৩২খ, ৩৩গ, ৩৪খ, ৩৫খ,
গ্রন্থনা : তাওফিকুজ্জামান
