এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

রসায়ন
 মো. বদরুল ইসলাম 
৩১ আগস্ট ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা

রসায়নের ধারণা

[পূর্বে প্রকাশিত অংশের পর]

২০। প্রক্রিয়াজাত খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণে কোন পদার্থ ব্যবহৃত হয়? উত্তর : প্রিজারভেটিভস

২১। প্রিজারভেটিভসের গ্রহণযোগ্য মাত্রা কত?

উত্তর : ০.১%

২২। মরিচার সংকেত লিখ।

উত্তর : Fe₂O₃.nH₂O

২৩। কেরোসিনকে দহন করলে কী উৎপন্ন হয়?

উত্তর : কার্বন ডাইঅক্সাইড, পানি ও তাপ

২৪। কোন সভ্যতা রসায়ন চর্চার মাধ্যমে মানুষের চাহিদা বহুলাংশে মেটাতে সক্ষম হয়েছিল?

উত্তর : প্রাচীন মিশরীয় সভ্যতা

২৫। কাপড় তৈরির মূল উপাদান কী? উত্তর : তন্তু

২৬। জৈব যৌগ কাকে বলে?

উত্তর : কার্বন দ্বারা গঠিত যৌগগুলোকে জৈব যৌগ বলে।

২৭। অজৈব যৌগ কাকে বলে?

উত্তর : কার্বন ব্যতীত অন্য সব যৌগগুলোকে অজৈব যৌগ বলে।

২৮। নাইট্রিক এসিড কোন ধরনের যৌগ?

উত্তর : অজৈব যৌগ

২৯। নিশ্বাসে গৃহীত অক্সিজেনের উৎস কী? উত্তর : বায়ু

৩০। নিশ্বাসে গৃহীত বায়ুতে প্রধানত কী থাকে?

উত্তর : অক্সিজেন

৩১। কোন প্রক্রিয়ায় উদ্ভিদ শ্বেতসার উৎপন্ন করে?

উত্তর : সালোকসংশ্লেষণ

৩২। রসায়ন মানুষের কোন চাহিদা পূরণে সক্ষম?

উত্তর : মৌলিক

৩৩। পানি কোন ধরনের যৌগ? উত্তর : অজৈব যৌগ

৩৪। সালোকসংশ্লেষণ বিক্রিয়ার জন্য কী অপরিহার্য?

উত্তর : সূর্যালোক

৩৫। রাসায়নিক সারের প্রধান কাজ কী?

উত্তর : উদ্ভিদদেহের পুষ্টি সাধন

৩৬। রাসায়নিক সারের প্রধান উপাদানগুলো কী কী?

উত্তর : কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন ও ফসফরাস

৩৭। সালোকসংশ্লেষণ মূলত কী?

উত্তর : জৈব রাসায়নিক প্রক্রিয়া

৩৮। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমগ্র জীবকুলের খাদ্যের জোগানদাতা কে? উত্তর : উদ্ভিদ

৩৯। উদ্ভিদ কীভাবে আমিষ তৈরি করে?

উত্তর : মাটি থেকে নাইট্রেট লবণ গ্রহণ করে

৪০। উদ্ভিদে খাদ্য সঞ্চিত হয় কোন প্রক্রিয়ায়?

উত্তর : সালোকসংশ্লেষণ

৪১। শারীরবৃত্তীয় বিপাক প্রক্রিয়ায় শ্বেতসার থেকে কী উৎপন্ন হয়?

উত্তর : কার্বন ডাইঅক্সাইড, পানি ও শক্তি

৪২। লোহায় মরিচা ধরা মূলত কী?

উত্তর : রাসায়নিক পরিবর্তন

৪৩। বিভিন্ন ইলেকট্রনিক্স তৈরির ফলে কোন পদার্থটি নিঃশেষ হওয়ার সম্ভাবনা আছে? উত্তর : তামা

কৃষিশিক্ষা

দেওয়ান সামছুর রহমান

সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল

সোনারগাঁ

কৃষি প্রযুক্তি

১। ফসল উৎপাদনের অন্যতম মাধ্যম কোনটি?

ক) মাটি খ) সার

গ) কৃষক ঘ) প্রযুক্তি

২। ধান গাছ কোন মাটি পছন্দ করে?

ক) বেলেমাটি খ) কাদা দোআঁশ মাটি

গ) বেলে দোআঁশ মাটি ঘ) পলি মাটি

৩। বেলে দোআঁশ মাটির পছন্দকৃত ফসল কোনটি?

ক) ধান খ) আখ গ) পাট ঘ) বাদাম

৪। কৃষকের ভাষায় ভূ-পৃষ্ঠের কতটুকু গভীর স্তরকে মাটি বলা হয়?

ক) ১০-১২ সে.মি. খ) ১২-১৫ সে.মি.

গ) ১৫-১৮ সে.মি. ঘ) ১৮-২০ সে.মি.

৫। বাংলাদেশের মাটি কোন নদীর পলি দ্বারা গঠিত?

i) গঙ্গা ii) ব্রহ্মপুত্র iii) মেঘনা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

৬। বাংলাদেশের প্রধান ফসল হলো-

ক) গম খ) ভুট্টা গ) ধান ঘ) আলু

৭। গম উৎপাদনের ক্ষেত্রে মাটির PH কত হলে ভালো হয়?

ক) ৪.০ থেকে ৫.০ খ) ৪.০ থেকে ৭.০

গ) ৫.০ থেকে ৮.০ ঘ) ৬.০ থেকে ৭.০

৮। ধান উৎপাদনের জন্য উপযোগী নয় যে মাটি?

ক) কংকর ও বেলেমাটি খ) এঁটেল দোআঁশ মাটি

গ) এঁটেল মাটি ঘ) দোআঁশ মাটি

৯। গম চাষের জন্য উপযুক্ত জেলা কোনটি?

i) রংপুর ii) সুনামগঞ্জ iii) টাঙ্গাইল

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

১০। মাটির PH মাত্রা নিরপেক্ষ মাত্রার কাছাকাছি থাকলে কোন ফসলটি ভালো হয়?

ক) গোল আলু খ) টমেটো

গ) গম ঘ) ধান

১১। মাটির বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে?

ক) ৩০টি খ) ২৫টি

গ) ২০টি ঘ) ১০টি

১২। মাটির গঠন ও প্রকৃতি অনুসারে কৃষি পরিবেশ অঞ্চলগুলোকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?

ক) ৩ ভাগে খ) ৪ ভাগে গ) ৫ ভাগে ঘ) ৬ ভাগে

১৩। কোন মাটিতে প্রায় সব রকম ফসল ফলে?

ক) বেলে মাটি খ) দোআঁশ মাটি

গ) এটেল মাটি ঘ) কাদামাটি

উত্তর : ১.ক ২.খ ৩.ঘ ৪.গ ৫.ঘ ৬.গ ৭.ঘ ৮.ক ৯.খ ১০.খ ১১.ক ১২.গ ১৩.খ।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন