অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা
প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়
মোহাম্মদপুর, ঢাকা
সন্ধি
[পূর্বে প্রকাশিত অংশের পর]
১৫০. সন্ধির নিয়মানুসারে অ-কার কিংবা আ-কারের পর উ-কার কিংবা ঊ-কার থাকলে উভয়ে মিলে কী হয়?
ক. উ-কার খ. ঊ-কার √গ. ও-কার ঘ. ঔ-কার
১৫১. সন্ধির নিয়মানুসারে অ-কার কিংবা আ-কারের পর এ-কার থাকলে উভয়ে মিলে কী হয়?
ক. এ-কার √খ. ঐ-কার গ. ও-কার ঘ. ঔ-কার
১৫২. সন্ধির নিয়মানুসারে অ-কারের পর এ-কার কিংবা ঐ-কার থাকলে উভয়ে মিলে কী হয়?
ক. আ-কার খ. ও-কার গ. এ-কার √ঘ. ঐ-কার
১৫৩. সন্ধির নিয়মানুসারে অ-কার কিংবা আ-কারের পর ও-কার কিংবা ঔ-কার থাকলে উভয়ে মিলে কী হয়?
ক. এ-কার খ. ঐ-কার গ. ও-কার √ঘ. ঔ-কার
১৫৪. সন্ধির নিয়মানুসারে ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে ই বা ঈ স্থানে কী হয়?
ক. উ-কার খ. ঊ-কার √গ. য ঘ. ব
১৫৫. সন্ধির নিয়মানুসারে উ-কার কিংবা ঊ-কারের পর উ-কার কিংবা ঊ-কার ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে উ বা ঊ-এর জায়গায় কী হয়?
ক. য √খ. ব গ. র ঘ. অব্
১৫৬. সন্ধির নিয়মানুসারে ঋ-কার পর ঋ-কার ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে ঋ- স্থানে কী হয়?
√ক. র খ. ব গ. য ঘ. অব্
১৫৭. সন্ধির নিয়মানুসারে স্বরবর্ণ পরে থাকলে এ-কারের স্থানে কী হয়?
ক. অব্ খ. আব্ গ. আয় √ঘ. অয়
১৫৮. সন্ধির নিয়মানুসারে স্বরবর্ণ পরে থাকলে ঐ-কারের স্থানে কী হয়?
ক. অয় √খ. আয় গ. অব্ ঘ. আব্
১৫৯. সন্ধির নিয়মানুসারে স্বরবর্ণ পরে থাকলে ও-কারের স্থানে কী হয়?
ক. আয় খ. অয় গ. আব্ √ঘ. অব্
১৬০. সন্ধির নিয়মানুসারে ক-এর পর স্বরধ্বনি থাকলে ক-স্থানে কী হয়?
√ক. গ্ খ. গ গ. চ্ ঘ. চ
১৬১ সন্ধির নিয়মানুসারে ট্-এর পর স্বরধ্বনি থাকলে ট্-স্থানে কী হয়?
ক. গ্ √খ. ড্ গ. ট ঘ. ঠ্
১৬২. সন্ধির নিয়মানুসারে প্-এর পর স্বরধ্বনি থাকলে প্-স্থানে কী হয়?
ক. প খ. ফ্ √গ. ব ঘ. ফ
১৬৩. সন্ধির নিয়মানুসারে ত্-এর পর জ কিংবা ঝ থাকলে ত্-স্থানে কী হয়?
ক. ত খ. দ √গ. জ্ ঘ. জ
১৬৪. সন্ধির নিয়মানুসারে দ্-এর পর জ কিংবা ঝ থাকলে দ্-স্থানে কী হয়?
√ক. জ্ খ. জ গ. ত্ ঘ. ত
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা
উজ্জ্বল কুমার সাহা
৩১ আগস্ট ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়
মোহাম্মদপুর, ঢাকা
সন্ধি
[পূর্বে প্রকাশিত অংশের পর]
১৫০. সন্ধির নিয়মানুসারে অ-কার কিংবা আ-কারের পর উ-কার কিংবা ঊ-কার থাকলে উভয়ে মিলে কী হয়?
ক. উ-কার খ. ঊ-কার √গ. ও-কার ঘ. ঔ-কার
১৫১. সন্ধির নিয়মানুসারে অ-কার কিংবা আ-কারের পর এ-কার থাকলে উভয়ে মিলে কী হয়?
ক. এ-কার √খ. ঐ-কার গ. ও-কার ঘ. ঔ-কার
১৫২. সন্ধির নিয়মানুসারে অ-কারের পর এ-কার কিংবা ঐ-কার থাকলে উভয়ে মিলে কী হয়?
ক. আ-কার খ. ও-কার গ. এ-কার √ঘ. ঐ-কার
১৫৩. সন্ধির নিয়মানুসারে অ-কার কিংবা আ-কারের পর ও-কার কিংবা ঔ-কার থাকলে উভয়ে মিলে কী হয়?
ক. এ-কার খ. ঐ-কার গ. ও-কার √ঘ. ঔ-কার
১৫৪. সন্ধির নিয়মানুসারে ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে ই বা ঈ স্থানে কী হয়?
ক. উ-কার খ. ঊ-কার √গ. য ঘ. ব
১৫৫. সন্ধির নিয়মানুসারে উ-কার কিংবা ঊ-কারের পর উ-কার কিংবা ঊ-কার ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে উ বা ঊ-এর জায়গায় কী হয়?
ক. য √খ. ব গ. র ঘ. অব্
১৫৬. সন্ধির নিয়মানুসারে ঋ-কার পর ঋ-কার ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে ঋ- স্থানে কী হয়?
√ক. র খ. ব গ. য ঘ. অব্
১৫৭. সন্ধির নিয়মানুসারে স্বরবর্ণ পরে থাকলে এ-কারের স্থানে কী হয়?
ক. অব্ খ. আব্ গ. আয় √ঘ. অয়
১৫৮. সন্ধির নিয়মানুসারে স্বরবর্ণ পরে থাকলে ঐ-কারের স্থানে কী হয়?
ক. অয় √খ. আয় গ. অব্ ঘ. আব্
১৫৯. সন্ধির নিয়মানুসারে স্বরবর্ণ পরে থাকলে ও-কারের স্থানে কী হয়?
ক. আয় খ. অয় গ. আব্ √ঘ. অব্
১৬০. সন্ধির নিয়মানুসারে ক-এর পর স্বরধ্বনি থাকলে ক-স্থানে কী হয়?
√ক. গ্ খ. গ গ. চ্ ঘ. চ
১৬১ সন্ধির নিয়মানুসারে ট্-এর পর স্বরধ্বনি থাকলে ট্-স্থানে কী হয়?
ক. গ্ √খ. ড্ গ. ট ঘ. ঠ্
১৬২. সন্ধির নিয়মানুসারে প্-এর পর স্বরধ্বনি থাকলে প্-স্থানে কী হয়?
ক. প খ. ফ্ √গ. ব ঘ. ফ
১৬৩. সন্ধির নিয়মানুসারে ত্-এর পর জ কিংবা ঝ থাকলে ত্-স্থানে কী হয়?
ক. ত খ. দ √গ. জ্ ঘ. জ
১৬৪. সন্ধির নিয়মানুসারে দ্-এর পর জ কিংবা ঝ থাকলে দ্-স্থানে কী হয়?
√ক. জ্ খ. জ গ. ত্ ঘ. ত
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023