Logo
Logo
×

টিউটোরিয়াল

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

মডেল টেস্ট : ৩৫

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

বাংলাভাষা ও সাহিত্য

১. ‘দরখাস্ত’ কোন ভাষার শব্দ?

ক. ফারসি খ. আরবি

গ. তুর্কি ঘ. পর্তুগিজ

২. ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে-

ক. দেশভেদে খ. কালভেদে

গ. পরিবেশভেদে ঘ. সবগুলোই

৩. ‘বিদ্যালয়’-এর সন্ধি বিচ্ছেদ-

ক. বিদ্যা + আলয় খ. বিদ্য + আলয়

গ. বিদ্যা + লয় ঘ. বিদ + আলয়

৪. ‘শত্রুকে দমন করে যে’ এক কথায় প্রকাশ করুন।

ক. শত্রুঘ্ন খ. অরিন্দম

গ. শত্রুহন্তা ঘ. কৃতঘ্ন

৫. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?

ক. কার খ. ফলা

গ. অক্ষর ঘ. স্পর্শবর্ণ

৬. ‘সন্ন্যাসী’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক. সাধু খ. গৃহী

গ. জ্ঞানী ঘ. উদার

৭. ‘খাতক’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক. কৃপণ খ. মহাজন

গ. পেটুক ঘ. গরিব

৮. ‘ণত্ব ও ষত্ব’-বিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

ক. বাক্যতত্ত্ব খ. ধ্বনিতত্ত্ব

গ. অভিধানতত্ত্ব ঘ. রূপতত্ত্ব

৯. কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস?

ক. মন্দভাগ্য খ. হাতপাখা

গ. আয়কর ঘ. কচুকাটা

১০. বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কী বলে?

ক. বাহুল্য খ. যোগ্যতা

গ. আকাক্সক্ষা ঘ. আসত্তি

১১. চর্যাপদের বয়স আনুমানিক কত বছর?

ক. ৮০০ বছর খ. ১০০০ বছর

গ. ১১০০ বছর ঘ. ১২০০ বছর

১২. পদাবলির প্রথম কবি কে?

ক. শ্রীচৈতন্য খ. বিদ্যাপতি

গ. চণ্ডীদাস ঘ. জ্ঞানদাস

১৩. মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে?

ক. নাসির মাহমুদ খ. আলাওল

গ. সৈয়দ সুলতান ঘ. শাহ গরীবউল্লাহ

১৪. ‘কবর’ কবিতাটি কার লেখা?

ক. মুনীর চৌধুরী খ. বেগম রোকেয়া

গ. ফররুখ আহমদ ঘ. জসীম উদ্দীন

১৫. ‘জমিদার দর্পণ’ নাটকটির নাট্যকার কে?

ক. দীনবন্ধু মিত্র খ. তারাচরণ সিকদার

গ. মীর মশাররফ হোসেন ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

১৬. জসীম উদ্দীনের ‘আসমানী’ চরিত্রটির বাড়ি কোথায়?

ক. গোপালগঞ্জ খ. ফরিদপুর

গ. রাজবাড়ি ঘ. মাদারীপুর

১৭. মর্সিয়া শব্দের অর্থ কী?

ক. শোকগাথা খ. শোকগীতি

গ. ক্রন্দনধ্বনি ঘ. প্রচলিত গীতি

১৮. ‘সপ্তপয়কর’ গ্রন্থটি কার লেখা?

ক. শাহ মুহম্মদ সগীর খ. দৌলত উজির

গ. শাকের মুহম্মদ ঘ. আলাওল

১৯. ‘Sultana’s Dream’ গ্রন্থটি কার লেখা?

ক. বেগম রোকেয়া খ. জসীম উদ্দীন

গ. মধুসূদন দত্ত ঘ. দীনবন্ধু মিত্র

২০. ‘অশ্রুমালা’ কাব্যগ্রন্থটি কার লেখা?

ক. কায়কোবাদ খ. শাহ মুহম্মদ সগীর

গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তর মিলিয়ে নিন

১ক, ২ঘ, ৩ক, ৪খ, ৫খ, ৬খ, ৭খ, ৮খ, ৯গ, ১০গ, ১১খ, ১২খ, ১৩খ, ১৪ঘ, ১৫গ, ১৬খ, ১৭খ, ১৮ঘ, ১৯ক, ২০ক।

প্রাথমিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম