এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা
বাংলা দ্বিতীয়পত্র
উজ্জ্বল কুমার সাহা
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদপুর, ঢাকা
নৈর্ব্যক্তিক প্রস্তুতি
১. বাক্যের একক কোনটি?
ক. উক্তি খ. বিভক্তি
√গ. শব্দ ঘ. উপসর্গ
২. বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে কী বলে?
ক. উক্তি √খ. বাচ্য
গ. ভাষান্তর ঘ. বিভক্তি
৩. ‘করী’ শব্দের সমার্থক শব্দ কোন্টি?
√ক. হাতি খ. হাত
গ. হরিণ ঘ. সমুদ্র
৪. সম্বন্ধ পদ বাক্যে কোথায় বসে?
√ক. বিশেষ্যের পূর্বে খ. বিশেষণের পূর্বে
গ. বিশেষ্যের পরে ঘ. বিশেষণের পরে
৫. কোনটি মৌলিক স্বরধ্বনি?
ক. ঔ √খ. ই
গ. ঐ ঘ. সবকয়টি
৬. ধ্বনি উৎপাদনের ক্ষেত্র ও উচ্চারণের মূল উপকরণ কোনটি?
ক. মুখবিবর ও জিহ্বা খ. কণ্ঠ, ওষ্ঠ ও জিহ্বা
গ. দন্ত ও ওষ্ঠ √ঘ. মুখবিবর, জিহ্বা ও ওষ্ঠ
৭. কোন দুটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি?
ক. ক, চ খ. খ, ছ
গ. গ, জ √ঘ. ঘ,ঝ
৮. কোনটি বিষমীভবনের উদাহরণ?
√ক. শরীর খ. গেরাম
গ. কপাট ঘ. জন্ম
৯. কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই?
ক. আয়াসের লাঘব হলে
√খ. ধ্বনি মাধুর্য রক্ষিত না হলে
গ. শ্রুতিমধুর হলে
ঘ. স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণ হলে
১০. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?
√ক. ষোড়শ খ. তৎকাল গ. রাজ্ঞী ঘ. ষষ্ঠ
১১. উ-কারের পর বিসর্গ (ঃ) এবং তার পরে ‘ক’ থাকলে কোন ব্যঞ্জন ধ্বনি বসে?
ক. স √খ. ষ গ. শ ঘ. য
১২. নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?
√ক. ঢাকি খ. গুরু গ. সতিন ঘ. পিতা
১৩. কোন দ্বিরুক্তটি ধ্বন্যাত্মক?
√ক. শন্ শন্ খ. শীত শীত
গ. পড়ো পড়ো ঘ. হাতে-নাতে
১৪. এক-এর সঙ্গে টা, টি যুক্ত হলে কী বোঝায়?
ক. নির্দিষ্টতা √খ. অনির্দিষ্টতা
গ. পরিমাণ গ. সংখ্যা
১৫. যৌগিক শব্দ কোনটি?
√ক. বাবুয়ানা খ. প্রবীণ
গ. তৈল ঘ. জলধি
ভূগোল ও পরিবেশ
দেওয়ান সামছুর রহমান
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল
সোনারগাঁ
ভূগোল ও পরিবেশ
নৈর্ব্যত্তিক প্রস্তুতি
[পূর্বে প্রকাশিত অংশের পর]
১১। পরিবেশ সাধারণত কয় প্রকার?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
১২। প্রকৃতির জীব ও জড় উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে বলে-
ক) সামাজিক পরিবেশ খ) কৃত্রিম পরিবেশ
গ) ভৌগোলিক পরিবেশ ঘ) প্রাকৃতিক পরিবেশ
১৩। পূর্বে ভূগোলকে প্রধানত কয় ভাগে ভাগ করা হতো?
ক) দুই ভাগে খ) তিন ভাগে
গ) চার ভাগে ঘ) পাঁচ ভাগে
১৪। পৃথিবীর ভূমিরূপ ও এর গঠন প্রক্রিয়া কোন ভূগোলের আলোচ্য বিষয়?
ক) সামাজিক ভূগোল খ) মানব ভূগোল
গ) প্রাকৃতিক ভূগোল ঘ) শিল্প ভূগোল
১৫। পশু-পালন, কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য পরিচালনা করা কোন ভূগোলের আলোচনার বিষয়?
ক) রাজনৈতিক ভূগোল খ) গাণিতিক ভূগোল
গ) মানব ভূগোল ঘ) অর্থনৈতিক ভূগোল
১৬। রাজনৈতিক বিবর্তন, রাজনৈতিক বিভাগ ও পরিসীমা নিয়ে আলোচনা করে?
ক) মানব ভূগোল খ) প্রাকৃতিক ভূগোল
গ) রাজনৈতিক ভূগোল ঘ) অর্থনৈতিক ভূগোল
১৭। পৃথিবীর কোন স্থানের প্রকৃতি ও পরিবেশ কেমন জানতে হলে পাঠ করতে হবে কোনটি?
ক) পরিবেশ বিজ্ঞান খ) ভূগোল ও পরিবেশ
গ) সামাজিক বিজ্ঞান ঘ) পরিবেশ ও প্রকৃতি
১৮। কোনটি গাণিতিক ভূগোলের অত্তর্ভুক্ত?
ক) ব্যবসা-বাণিজ্য পরিচালনা করা
খ) উদ্ভিদ ও জীবজন্তু
গ) অক্ষাংশ ও দ্রাখিমাংশ
ঘ) শহরের ক্রমবিকাশ
১৯। কোনটির মাধ্যমে মানুষ ও পরিবেশের মধ্যে সম্পর্ক তৈরি হচ্ছে?
ক) অন্তঃক্রিয়ার মাধ্যমে খ) মিথস্ক্রিয়ার মাধ্যমে
গ) বহিঃক্রিয়ার মাধ্যমে ঘ) সাধারণ ক্রিয়ার মাধ্যমে
২০। কোনটি সামাজিক ভূগোলের অত্তর্ভুক্ত?
ক) সময় গণনা খ) কৃষিকাজ
গ) জনসংখ্যা ঘ) জনপদ তৈরি
২১। ভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে-
i) প্রকৃতি ii) শক্তি iii) সমাজ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর : ১১.ক ১২.ঘ ১৩.ক ১৪.ঘ ১৫.ঘ ১৬.গ ১৭.খ ১৮.গ ১৯.খ ২০.ঘ ২১.খ
