জেএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা
বাংলা * তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বাংলা ব্যাকরণ
উজ্জ্বল কুমার সাহা
প্রকাশ: ১০ আগস্ট ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদপুর, ঢাকা
বানান
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৫৭৯. কতগুলো তৎসম শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়- এর উদাহরণ কোনটি?
√ক. লবণ খ. পণ্ডিত গ. ভাষণ ঘ. ভূষণ
৫৮০. কতগুলো তৎসম শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়- এর উদাহরণ কোনটি?
ক. বর্ণ √খ. পুণ্য গ. চরণ ঘ. ঘর্ষণ
৫৮১. ঋ বা ঋ-কারের পরে দন্ত্য-স এর পরিবর্তে মূর্ধন্য-ষ ব্যবহৃত হয়- এ নিয়মের ব্যতিক্রম শব্দ কোনটি?
ক. কৃষক খ. কৃষ্ণ গ. তৃষ্ণা √ঘ. কৃশ
৫৮২. ষত্ব বিধানের নিয়মানুসারে রোফ (র্ ) এর পরে মূর্ধন্য-ষ হয়- এ নিয়মের ব্যতিক্রম কোনটি?
ক. পর্ষদ √খ. আদর্শ গ. চিকীর্ষা ঘ. বর্ষণ
৫৮৩. ষত্ব বিধানের নিয়মানুসারে রোফ (র্ ) এর পরে মূর্ধন্য-ষ হয়- এ নিয়মের ব্যতিক্রম কোনটি?
√ক. পরামর্শ খ. মহর্ষি গ. বিমর্ষ ঘ. বর্ষণ
৫৮৪. ষত্ব বিধানের নিয়মানুসারে রোফ (র্ ) এর পরে মূর্ধন্য-ষ হয়- এ নিয়মের ব্যতিক্রম কোনটি?
ক. আকর্ষণ খ. বর্ষণ গ. মুমূর্ষু √ঘ. দর্শন
অভিধান
৫৮৫. শব্দের সংগ্রহ জাতীয় গ্রন্থকে কী বলে?
ক. শব্দমালা খ. শব্দভাণ্ডার √গ. অভিধান ঘ. শব্দার্থকোষ
৫৮৬. বাংলা ভাষায় অভিধান রচনার প্রথম চেষ্টা করেন কে?
ক. রাজা রামমোহন রায় খ. উইলিয়াম কেরি
গ. রামচন্দ্র বিদ্যাবাগীশ √ঘ. ম্যানুএল দা আসসুম্পসাঁউ
৫৮৭. অভিধানে শব্দ সাজানোকে কী বলে?
ক. অনুপ্রবেশ খ. প্রবেশ √গ. ভুক্তি ঘ. গ্রহণ
৫৮৮. অভিধানের ইংরেজি শব্দ-
ক. Vocabulary খ. Word-meaning
গ. Wikipedia √ঘ. Dictionary
৫৮৯. অভিধান মানেই হচ্ছে-
ক. শুচিতার প্রতীক খ. সমৃদ্ধির প্রতীক
√গ. শুদ্ধতার প্রতীক
ঘ. যে কোন শব্দের অন্তর্ভুক্তি
৫৯০. সাধারণ বর্ণানুক্রম কোনটি ঠিক?
ক. ক গ দ ন খ. ল র ব ম
√গ. অ উ ষ স ঘ. প ভ শ র
৫৯১. সাধারণ বর্ণানুক্রম কোনটি ঠিক?
√ক. ঘ ত র ল খ. ক ক্ষ চ ছ
গ. ক খ ক্ষ ম ঘ. ঠ ণ য ব
৫৯২. সাধারণ বর্ণানুক্রমে ক্ষ বর্ণটি কোন বর্ণের পরে রাখা হয়েছে?
ক. ক খ. খ গ. ঙ √ঘ. হ
৫৯৩. অভিধানে ব্যবহৃত বর্ণানুক্রম কোনটি?
ক. ৎ ং ঃ ঁ খ. ক খ গ ঘ
√গ. ও ঔ ং ঃ ঘ. হ ক্ষ ড় ঢ়
৫৯৪. যুক্তাক্ষরের বর্ণানুক্রম কোনটি ঠিক?
ক. গ্ধ ঙ্গ ঙ্ক ঙ্ক্ষ √খ. ঞ্ঝ ট্ট ড্ড ড়্গ
গ. স্ট ণ্ঠ ন্ত ঘ. ষ্প ষ্ফ ষ্ণ ষ্ম
৫৯৫. যুক্তাক্ষরের বর্ণানুক্রম কোনটি ঠিক?
√ক. ক্ক ক্ত ক্ষ জ্ঞ খ. ঞ্চ চ্ছ ঞ্ছ ঞ্ঝ
গ. ন্দ ন্ধ ন্ম ন্ন ঘ. ব্ব ম্ভখ - ল্ম
৫৯৬. কোন বিন্যাসটি সঠিক?
ক. কঅ কআ ক কএ খ. ক কঅ কাঅ কাঈ
গ. কএ কঐ কাই কঁক √ঘ. কঅ কা কাঁ কাঁথ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
জেসমিন আক্তার
সহকারী শিক্ষক
ভিক্টোরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার
নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
১। মাইকেল ক্যালসি ডেল, ইয়াহু, আমাজান, ই-বে ও সিএনএনের মতো বড় বড় প্রতিষ্ঠানকে হ্যাক করে কত ডলার ক্ষতি করেছিল?
ক) ৫০ কোটি √খ) ১০০ কোটি
গ) ১৫০ কোটি ঘ) ২০০ কোটি
২। ইন্টারনেটে মানুষ ও কম্পিউটারকে আলাদা করে বোধগম্য করার পদ্ধতিকে কী বলে?
ক) Captic খ) Captive গ) Captch √ঘ)Captcha
৩। কোন সফটওয়্যারটি অন্য সফটওয়্যারকে কার্য সম্পাদনে বাধা প্রদান করে, কর্মক্ষমতা বিনষ্ট করতে পারে এবং রক্ষিত তথ্য চুরি করতে পারে?
ক) মরিসওয়ার্ম √খ) ম্যালওয়্যার গ) ম্যাক্সওয়্যার ঘ) মাইএসকুয়েল
৪। কোনটি ক্ষতিকারক সফটওয়্যার?
ক) মাইক্রোসফট ওয়ার্ড খ) আভাস্ট √গ) ট্রোজান হর্স ঘ) নরটন
৫। কত প্রকারের ম্যালওয়্যার সবচেয়ে বেশি দেখা যায়?
ক) ৫ খ) ৪ √গ) ৩ ঘ) ২
৬। কত সালে কম্পিউটার বিজ্ঞানী জন ভননিউম্যান কম্পিউটার ভাইরাস প্রোগ্রাম বিষয়ে আলোকপাত করেন?
ক) ১৯৪০ √খ) ১৯৪৯ গ) ১৯৮২ ঘ) ১৯৮৬
৭। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ (সংশোধিত ২০০৯) অনুসারে হ্যাকিংয়ের জন্য কত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে?
ক) ৩ থেকে ৪ √খ) ৩ থেকে ৭
গ) ৪ থেকে ৭ ঘ) ৫ থেকে ৮
৮। বিশ্বে প্রথম ইন্টারনেট ওয়ার্ম কোনটি?
ক) হুকওয়ার্ম খ) লকওয়ার্ম
√গ) মরিসওয়ার্ম ঘ) রুটকিটস
৯। ট্রোজান হর্স কী?
√ক) ম্যালওয়্যার খ) সিস্টেম সফটওয়্যার
গ) প্যাকেজ সফটওয়্যার
ঘ) ডিজাইন সফটওয়্যার
১০। বর্তমানে কোনটির ব্যবহার সবাইকে একসঙ্গে যুক্ত করেছে?
ক) তথ্য √খ) নেটওয়ার্ক গ) সার্ভার ঘ) ইন্টারকম
