বিসিএস পরীক্ষার্থীদের প্রস্তুতি পদার্থবিজ্ঞান
প্রকাশ: ১১ আগস্ট ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
১. CGS পদ্ধতিতে ভরের একক-
ক. পাউন্ড খ. গ্রাম গ. কিলোগ্রাম ঘ. আউন্স
২. তড়িৎ প্রাবল্যের ব্যবহারিক একক কোনটি?
ক. জুল খ. ওয়াট গ. নিউটন ঘ. ওহম
৩. International System of Units কে সংক্ষেপে কি বলা হয়?
ক. ISU পদ্ধতি খ. IS পদ্ধতি
গ. SU পদ্ধতি ঘ. SI পদ্ধতি
৪. স্প্রিং নিক্তি দিয়ে কি মাপা হয়?
ক. ত্বরণ খ. বেগ গ. ভর ঘ. ওজন
৫. নিচের কোনটি লব্ধরাশি?
ক. তাপমাত্রা খ. বল গ. সময় ঘ. দীপন ক্ষমতা
৬. বায়ুতে বা শূন্যস্থানে প্রতি সেকেন্ডে আলোর গতি কত?
ক. ৩x১০৭ মি. খ. ৩x১০৮ মি. গ. ৩x১০৯ মি. ঘ. ৩x১০১০ মি.
৭. ১ মাইলে কত কিলোমিটার?
ক. ১.৬১ খ. ১.৬০ গ. ০.৬১ ঘ. ১৬.১
৮. এক নট = স্থলপথের কত মাইল?
ক. ১ মাইল খ. ২.৪ মাইল গ. ১.৪ মাইল ঘ. ২.৫ মাইল
৯. ১ টন কত কেজি সমান?
ক. ১০০০ কেজি খ. ১০০৫ কেজি গ. ১০১০ কেজি ঘ. ১০১৬ কেজি
১০. ৪° সেন্টিগ্রেড তাপমাত্রায় ১ লিটার পানির ওজন-
ক. ১.৪ কেজি খ. ১.২ কেজি গ. ০.৯৬ কেজি ঘ. ১.০ কেজি
১১. তরল পদার্থ মাপার একক কি?
ক. টন খ. বুশেল গ. ব্যারেল ঘ. কুইন্টাল
১২. এক একর কত বর্গফুটের সমান?
ক. ১০০০ খ. ৪৩৫৬০ গ. ৪৮৪০ ঘ. ৪০০০
১৩. সূক্ষ্ম সময় মাপার যন্ত্রকে বলা হয়-
ক. ব্যারোমিটার খ. গ্যালভানোমিটার
গ. ক্রনোমিটার ঘ. হাইগ্রোমিটার
১৪. উচ্চতা নির্ণয় করার যন্ত্রের নাম কি?
ক. গ্যালভানোমিটার খ. অলটিমিটার
গ. ক্যালরিমিটার ঘ. টেনিসিমিটার
১৫. সময়ের পরিমাপে কোনটি সবচেয়ে বড়?
ক. ন্যানোসেকেন্ড খ. মাইক্রোসেকেন্ড
গ. পিকোসেকেন্ড ঘ. মিলিসেকেন্ড
১৬. কোনটি ভেক্টর রাশি নয়?
ক. সরণ খ. দ্রুতি গ. বেগ ঘ. ত্বরণ
১৭. দুটি লম্বালম্বি শক্তির পরিমাপ 5N ও 4N, তাদের লম্ব পরিমাণ কত?
ক. ৩ ঘ খ. ঘ গ. ৪১ঘ ঘ. ঘ
১৮. কোনটি স্কেলার রাশি?
ক. বল খ. মোমেন্টাম গ. বেগ ঘ. মাস
১৯. হাইগ্রোমিটার যন্ত্রটি কি মাপার জন্য ব্যবহার করা হয়?
ক. আর্দ্রতা খ. চাপ গ. ঘনত্ব ঘ. তাপমাত্রা
২০. পাওয়ার থ্রেসার কি?
ক. দেহের প্রেসার মাপার যন্ত্র খ. ধানমাড়াইয়ের মেশিন
গ. ধান শুকানোর মেশিন
ঘ. মরিচ ভাঙ্গানোর মেশিন
উত্তর : ১. খ, ২. গ. ৩. ঘ. ৪. গ ৫. খ, ৬. খ, ৭. ক, ৮. গ, ৯. ক, ১০. ঘ, ১১. গ, ১২. খ, ১৩. গ, ১৪. খ. ১৫. ঘ. ১৬. খ, ১৭. গ, ১৮. ঘ, ১৯. ক, ২০. খ।
গ্রন্থনা : তাওফিকুজ্জামান
