Logo
Logo
×

দৃষ্টিপাত

সিটি নির্বাচনে প্রার্থীরা মুখেই পরিবেশসচেতন

Icon

মুহাম্মদ শফিকুর রহমান

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সিটি নির্বাচনে প্রার্থীরা মুখেই পরিবেশসচেতন

সিটি করর্পোরেশন নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন, কেউই একদম অশিক্ষিত নন। পলিথিন উৎপাদন, বাজারজাতকরণ ও কেনাবেচার বিষয়টি তাদের অজানা থাকার কথা নয়।

তবুও আইন অমান্য করে পলিথিনের আবরণ (লেমিনেশন) দিয়ে পোস্টার ছেপেছেন। উচ্চৈঃস্বরে মাইক বাজালে শব্দদূষণ ঘটে এবং এতে মানুষের শ্রবণেন্দ্রিয়ের ক্ষতি হয়। পলিথিন-মাইক দুটোতেই পরিবেশ দূষণ হচ্ছে। দূষণ করেই তারা ভোট চাইছেন। ভোটের আগেই এই অবস্থা- নির্বাচিত হলে কী হবে, তা সহজেই অনুমেয়।

বস্তুত প্রার্থীদের পরিবেশসচেতনতা যেন মুখেই। পোস্টারে পলিথিন না দিলে তেমন কোনো ক্ষতি হতো না। লাখ লাখ পলিথিন ড্রেনে জমা হয়ে নিশ্চয়ই জলাবদ্ধতা সৃষ্টি হবে। এর ফলে নগরবাসীর ভোগান্তির মাত্রা বাড়বে; সেদিকে কারও ভ্রুক্ষেপ নেই।

যদিও বলা হচ্ছে, পোস্টার ড্রেনে ফেলা হবে না; যথাযথ জায়গায় ফেলা হবে। এ প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো নিশ্চয়তা নেই। মানুষ ডিজিটালাইজড হচ্ছে দিন দিন। বিশেষ করে রাজধানীবাসী অধিক মাত্রায় প্রযুক্তিনির্ভর। ভোট ফেসবুক, টুইটার, টিভি, রেডিও, মোবাইল ফোনে অ্যাপ বা মেসেজে চাওয়া যেতে পারে। মাইকে গান বাজিয়ে জনগণকে অতিষ্ঠ করার কোনো মানে হয় না।

এমনিতেই রাজধানীতে শব্দদূষণের মাত্রা খুব বেশি। পরিবেশবান্ধব নির্বাচনী প্রচারণা চালালে অসুবিধা কোথায়? নির্বাচন কমিশন এমন বিধিমালা কেন প্রণয়ন করছে না; যাতে কেউ পরিবেশ দূষণ করতে না পারে? যিনিই নির্বাচিত হোন না কেন, তার চিন্তাধারা ও কর্মকাণ্ড যেন পরিবেশবান্ধব হয়- এটাই প্রত্যাশা।

মিরপুর, ঢাকা

সিটি নির্বাচন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম