Logo
Logo
×

দৃষ্টিপাত

যত্রতত্র হর্ন বাজানো বন্ধ করুন

Icon

ইমাম হোসেন

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

যত্রতত্র হর্ন বাজানো বন্ধ করুন

বাড়ি থেকে রাস্তায় বের হলে মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের যত্রতত্র হর্ন অহরহ শোনা যায়।

সড়ক-মহাসড়কে অযথা হর্ন বাজানো গাড়িচালকদের এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

মনে হয়, চালকরা হর্ন বাজানোর প্রতিযোগিতায় নেমেছেন। ২০১৭ সালে ২৩ আগস্ট হাইকোর্ট যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করলেও চালকরা সেই আইন মানতে নারাজ।

উইকিপিডিয়ার তথ্যমতে, একজন মানুষের শব্দ গ্রহণের স্বাভাবিক মাত্রা ৪০-৫০ ডেসিবেল পর্যন্ত। এমন অনেক হর্ন রয়েছে, যেগুলো ৬০ ডেসিবেল থেকে শুরু করে ১২০ ডেসিবেল পর্যন্ত শব্দ উৎপন্ন করে। সাধারণত ৬০ ডেসিবেল মাত্রার শব্দ মানুষকে সাময়িকভাবে এবং ১০০ ডেসিবেল মাত্রার শব্দ সম্পূর্ণ বধির করে দিতে পারে। তাই এ ধরনের হর্ন স্বাস্থ্যহানির অন্যতম কারণ।

প্রশাসনের উচিত, হাইড্রোলিক হর্ন কেনাবেচা বন্ধ করা এবং সব ধরনের যানবাহন চালকদের মধ্যে সচেতনতাকল্পে কারণে-অকারণে হর্ন বাজানোর ক্ষতিকর দিকগুলো তুলে ধরা।

মীরসরাই, চট্টগ্রাম

hossainimam445@gmail.com

হর্ণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম