বই হোক ভালোবাসা দিবসের সেরা উপহার
ইমাম হোসেন
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রতিটি মানুষ আলাদা। আলাদা তার রুচি। আলাদা তার চিন্তা-চেতনা। আলাদা তার আচার-ব্যবহার। কিন্তু একটি বই আমাদের সবার অনুভূতি এক করে দেয়।
চলছে ভাষার মাস ফেব্রুয়ারি। আর এই ভাষার মাসে রাজধানী ঢাকায় বাংলা একাডেমি প্রাঙ্গণে বসেছে অমর একুশে বইমেলা।
এ মাসের ১৪ তারিখ বিশ্ব ভালোবাসা দিবস (ভ্যালেন্টাইনস ডে)। পশ্চিমা দেশগুলোয় ভালোবাসা দিবস (ভ্যালেন্টাইনস ডে) শুধু প্রেমিক-প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ থাকলেও বাংলাদেশে এই দিনটি সর্বজনীন একটি উৎসব হিসেবেই পরিচিতি পেয়েছে।
ভালোবাসা দিবসে প্রিয় মানুষকে ভালোবাসার গভীর বন্ধনে আবদ্ধ করতে উপহার হিসেবে বইয়ের কোনো বিকল্প নেই। শিক্ষিত মানুষের সর্বোত্তম বন্ধু হচ্ছে, একটি ভালো বই। বই হচ্ছে জ্ঞানের ভাণ্ডার। যে যত বই পড়বে, সে তত বেশি জ্ঞানার্জন করবে। বই মানুষের পরম বন্ধু।
বই মনের কথা বলে, জীবনের কথা বলে; আর ঘুমন্ত চেতনাকে জাগ্রত করে। এবারের ভালোবাসা দিবসে তাই আপনি আপনার প্রিয় মানুষটিকে প্রিয় লেখকের সেরা বইটি উপহার দিতে পারেন।
মীরসরাই, চট্টগ্রাম
hossainimam445@gmail.com
