দেশে বাড়িভাড়া আইনের প্রয়োগ নেই কেন?
মো. আতিকুর রহমান
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশে বাড়িভাড়া সংক্রান্ত একটি আইন রয়েছে। তবে আইনটির প্রচার না থাকায় অধিকাংশ মানুষ এ ব্যাপারে অজ্ঞ।
এর ফলে ঢাকাসহ অন্যান্য শহরে ভাড়াটিয়ারা বাড়িওয়ালাদের দৌরাত্ম্য সহ্য করতে বাধ্য হচ্ছে। অনেক বাড়িতে প্রয়োজনীয় পানি ও গ্যাস পাওয়া যায় না। কিন্তু তাতে কী! ভাড়া বাড়ানোর ক্ষেত্রে বাড়িওয়ালাদের কোনো ধরনের শিথিলতা নেই।
মূলত বাড়ি ভাড়া আইনের প্রয়োগ, এ আইন বাস্তবায়নে কর্তৃপক্ষের উদাসীনতা ও সঠিক নির্দেশনার অভাবে বাড়িওয়ালারা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।
যৌক্তিক মাত্রায় বাড়িভাড়া নির্ধারণের পাশাপাশি আইন প্রয়োগের ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিরা ভূমিকা রাখলে অবস্থার পরিবর্তন হবে বলে আমরা মনে করি।
atik@bift.info
