এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করুন
সাইফউদ্দিন আহমেদ
প্রকাশ: ১০ মার্চ ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
২ মার্চ ছিল ‘জাতীয় ভোটার দিবস’। এবার ভোটার দিবসে ‘ভোটার হয়ে ভোট দিব, দেশ গড়ায় অংশ নেব’ স্লোগান সামনে রেখে দিনব্যাপী অনুষ্ঠান করেছে ইসি।
বর্তমানে এনআইডি কার্ড শুধু ভোট দেয়া নয়; বরং মোবাইল সিম নিবন্ধন, ব্যাংক হিসাব খোলা, ঋণ প্রাপ্তি, জব সেক্টরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হচ্ছে।
এ ছাড়াও সঠিক নাগরিকের ন্যায্য অধিকার প্রাপ্তি নিশ্চিত করা, কেন্দ্রীয় তথ্যভাণ্ডার থেকে আঙুলের ছাপ যাচাইয়ের মাধ্যমে অজ্ঞাতনামা লাশের পরিচয় নিশ্চিত হওয়া, সন্ত্রাসী কর্মকাণ্ড চিহ্নিতকরণ, দুর্নীতি রোধসহ বিভিন্ন ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখতে এনআইডি কার্ড অতীব প্রয়োজন। কিন্তু এনআইডি কার্ড করার পরে হারিয়ে গেলে বা কোনো তথ্য ভুল হলে তখন যে কাউকে পড়তে হয় ভীষণ বিপাকে।
ইসিতে আবেদন করে হারানো কার্ড আবার উত্তোলন ও ভুল সংশোধন করতে হয়। কেউ কেউ লোক দ্বারা তদবির করে তার কার্য উদ্ধার করছে। আবার কেউ কেউ অতিরিক্ত টাকা খরচ করে সমস্যার সমাধান করছে। আর যারা দুটোর কোনোটিই করতে পারছে না, তাদের ভোগান্তির শেষ নেই। অনেক ক্ষেত্রে বছরের পর বছর লেগে যাচ্ছে। হারানো এনআইডি কার্ড পুনরায় উত্তোলন ও ভুল সংশোধনের কাজ সহজ করার ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।
ahmedsaifuddin043@gmail.com
