Logo
Logo
×

দৃষ্টিপাত

করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতাই মুখ্য

Icon

জুবায়ের আহমেদ

প্রকাশ: ১০ মার্চ ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতাই মুখ্য

চীনে মহামারী আকার ধারণ করেছে করোনাভাইরাস, বিশেষ করে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানের বাসিন্দারা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে করোনাভাইরাসে।

চীন থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসটি ইতিমধ্যে শতাধিক ছড়িয়ে পড়েছে; বাংলাদেশেও এরই মধ্যে সঙ্গে ৩ জন রোগী শনাক্ত করা হয়েছে। বাংলাদেশও করনোভাইরাস থেকে ঝুঁকিমুক্ত নয়, এর মধ্য তা দৃশ্যমান হয়েছে। করোনাভাইরাস নিয়ে বেশ সতর্ক স্বাস্থ্য অধিদফতর। তবে ভাইরাসে আক্রান্ত হলে যথাযথ চিকিৎসা প্রদানের ব্যবস্থাই শুধু নয়; যেন এ ভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়তে না পারে, সে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আক্রান্ত দেশগুলোসহ অন্যান্য দেশ থেকে বাংলাদেশে প্রবেশের সময় তাদের যথাযথভাবে পরীক্ষা করার মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত কি না, তা নিশ্চিত হওয়া জরুরি। করোনাভাইরাস প্রতিরোধের উপায় হিসেবে বিশেষজ্ঞ ডাক্তাররা জানিয়েছেন- যারা ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন বা এই ভাইরাস বহন করছেন, তাদের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে।

সব সময় সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড হাত ধোয়া ও ময়লা হাত দিয়ে নাক-মুখ স্পর্শ করা যাবে না। হাঁচি ও কাশি দেয়ার সময় নাক ও মুখ ঢেকে রাখতে হবে। বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করতে হবে। গণজমায়েত পরিহার করতে হবে। স্বাস্থ্য অধিদফতরসহ সবার সুরক্ষামূলক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সচেতনতাই পারে প্রাণঘাতী করোনাভাইরাসের আক্রমণ থেকে মুক্ত রাখতে।

শিক্ষার্থী, ডিপ্লোমা ইন জার্নালিজম, বিজেম

করোনাভাইরাস সচেতনতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম