Logo
Logo
×

দৃষ্টিপাত

বিনোদন তারকাদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে

Icon

মো. আরিফুর রহমান সুমন

প্রকাশ: ১০ মার্চ ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বিনোদন তারকাদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে

আমরা সাধারণত বিভিন্ন মাধ্যমে বিনোদন উপভোগ করি। এ থেকে আমরা যেমন আনন্দ পাই, তেমনি অনেক বিষয় ও ঘটনা সম্পর্কেও জানতে পারি।

বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠান তৈরিতে যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাদের আমরা বিনোদন তারকা বলে থাকি। তারা আমাদের মতোই মানুষ এবং তাদেরও ব্যক্তিগত জীবন আছে। এসব তারকারও সুখ-দুঃখ আছে। তাদের জীবনেও কখনও কখনও সমস্যা দেখা দিতে পারে অথবা কোনো ভুল হতে পারে। কিন্তু তাই বলে এসব সমস্যা ও ভুল নিয়ে কখনোই বাজে মন্তব্য বা ঠাট্টা করা উচিত হবে না।

সম্প্রতি আমাদের দেশের জনপ্রিয় এক নায়িকার সংসার ভেঙে যাওয়ার কারণে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আজেবাজে ও বিরূপ মন্তব্য করছে, যা কোনোভাবেই শোভন ও মার্জনীয় নয়। এরকম একটি বেদনাদায়ক বিষয় নিয়ে নেতিবাচক কথা বলা অবশ্যই বিবেকবর্জিত কাজ ও লজ্জার বিষয়। এ ক্ষেত্রে আমাদের উচিত, এরকম বেদনাদায়ক পরিস্থিতিতে মানুষকে সহমর্মিতা জানানো এবং সাহস দেখানো।

কারণ, জীবনের চরম সমস্যার সময় একজন মানুষ খুব অসহায় হয়ে পড়ে। অতএব, আমরা মানুষ হিসেবে অবশ্যই এসব বিষয়ে সতর্ক থাকব এবং সব শ্রেণি ও পেশার ব্যক্তিদের সম্মান করব।

উপ-ব্যবস্থাপক, সাধারণ বীমা কর্পোরেশন

বিনোদন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম