Logo
Logo
×

দৃষ্টিপাত

এপারে উত্তর বোয়ালিয়া ওপারে রত্নেশ্বর

Icon

নিয়ামুর রশিদ শিহাব

প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

এপারে উত্তর বোয়ালিয়া ওপারে রত্নেশ্বর

এপারে বোয়ালিয়া গ্রাম, ওপারে রত্নেশ্বর। পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের এ দুই গ্রামের বুক চিরে বয়ে গেছে বোয়ালিয়া খাল। কিন্তু এ খাল শিক্ষার্থীদের ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে।

কারণ খালটি পার হওয়ার জন্য ডিঙি নৌকা থাকলেও নেই কোনো মাঝি। খালের দু’পারে গাছের সঙ্গে শক্ত করে বাঁধা আছে প্লাস্টিকের দড়ি। স্কুলে যাওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে এ দড়ি টেনে খাল পার হতে হয় শিক্ষার্থীদের। এতে প্রায় সময়ই দুর্ঘটনা ঘটে।

রত্নেশ্বর গ্রামে নেই কোনো শিক্ষাপ্রতিষ্ঠান। তাই ওই গ্রামের দেড় শতাধিক শিক্ষার্থী পড়ালেখা করে পানপট্টি ইউনিয়নে বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়, পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়, নূরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুলারাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পানপট্টি মাদ্রাসাসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে।

প্রতিদিন শিক্ষার্থীদের দড়ি টেনে খাল পার হতে হয়। ছেলেমেয়ে সবাই দড়ি টানে। অনেক সময় দড়ি টানতে গিয়ে খালে পড়ে যায় শিক্ষার্থীরা। এতে ওইদিন ক্লাসে উপস্থিত হতে পারে না। বর্ষা মৌসুমে বৃষ্টিতে ভিজে ভিজে খেয়া পার হতে হয়। ফলে সর্দি-কাশি, জ্বর হয়। শিক্ষার্থীরা দ্রুত এ সমস্যার সমাধান চায়।

গলাচিপা, পটুয়াখালী

গলাচিপা বোয়ালিয়া রত্নেশ্বর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম