Logo
Logo
×

দৃষ্টিপাত

‘অপদার্থ’ বলেই তারা আমাদের জন্য অপরিহার্য

Icon

আল সানি

প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

‘অপদার্থ’ বলেই তারা আমাদের জন্য অপরিহার্য

বর্তমানে সাধারণ মানুষের বিশ্বাস ও ভরসা ক্রমেই লোপ পাচ্ছে। জি কে শামিমের মতো মানুষ যখন অজ্ঞাতসারে জামিন পেয়ে যায়, ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের মতো জনহিতৈষী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা রদ হয়; তখন বাঙালির শেষ ভরসাটুকুও উবে যায়।

একবার কোনো এক মন্ত্রী তার অধীনে থাকা এক কর্মকর্তাকে জিজ্ঞেস করলেন-

‘আজকের আবহাওয়া কেমন? পথে ঝড়বৃষ্টি হবে না তো?’

কর্মকর্তা বললেন, ‘না না, আজ ঝড়-বৃষ্টি হবে না। আবহাওয়া চমৎকার।’

কিছুদূর যাওয়ার পর এক ধোপার সঙ্গে দেখা। ধোপা বললেন, ‘মন্ত্রীমশাই, বেশ তো চলেছেন, কিন্তু সামনে তো ঝড়বৃষ্টি হবে।’

মন্ত্রী এগোলেন; ঝড়বৃষ্টির কবলে পড়লেন।

তখন তিনি ওই কর্মকর্তাকে বরখাস্ত করে সেই পদে বসালেন ধোপাকে।

ধোপা বললেন, ‘মন্ত্রী মশাই, যখন ঝড়বৃষ্টি হয়, তখন আমার গাধার কান নড়ে। গাধার কান নড়া দেখে আমি বুঝেছিলাম, আজ বৃষ্টি হবে।’

মন্ত্রী তখন ধোপাকে বরখাস্ত করে গাধাটাকে তার কর্মকর্তা বানালেন।

তখন হল আসল বিপদ। মন্ত্রীর আশপাশের সব লোক দলে দলে এসে তাকে ঘিরে ধরলেন, ‘আমরাও তো গাধা। আমাদেরও সরকারি কর্মকর্তা বানান।’

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, ভেজালবিরোধী অভিযান চালানোর জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, বিএসটিআইসহ অন্যান্য সংস্থা আছে। এখানে র‌্যাবের কোনো প্রয়োজন নেই। ‘র‌্যাব সবকিছু করবে? র‌্যাব তো আর হলুদ না যে সব তরকারিতে দিবে। র‌্যাব আমাদের সহযোগিতা করবে যখন আমরা চাইব।’

ভোক্তা সংরক্ষণ অধিদফতর ও বিএসটিআইয়ের কাজ আমরা গত কয়েক বছর ধরে দেখছি; সেই সঙ্গে দেখছি, ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমসহ র‌্যাবের দু’জন ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনে কর্তব্যনিষ্ঠাও। ভেজালের ভিড়ে আমরা রাজধানীবাসী যে একটু স্বস্তির নিশ্বাস নিচ্ছিলাম, তা তাদের জন্যই। তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে এমন কেউ যেন না আসে, যারা সবাই নিজেকে ‘গাধার’ মতো ওই দায়িত্ব পালনের জন্য উপযুক্ত মনে করবে।

এ দেশে ব্যাংক দেউলিয়া হয়, শেয়ারবাজারে ধস নামে, কোটি কোটি টাকা বিদেশ পাচারের ঘটনায় বিভিন্ন সরকারি কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া যায়। তারপরও তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয় হয় না। এ সমাজে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। নিজেদের ‘বড় পদার্থ’ ভাবে। সেদিক থেকে আমাদের ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমসহ র‌্যাবের দু’জন ম্যাজিস্ট্রেট ‘অপদার্থ’ বলেই এ সমাজে তাদের খুব প্রয়োজন। আমরা সাধারণ মানুষ চাই, ‘অপদার্থ’ সরোয়ার আলমসহ র‌্যাবের দুই ‘অপদার্থ’ ম্যাজিস্ট্রেটকে। পদার্থের ভিড়ে যখন আমরা যখন চোখে অন্ধকার দেখছিলাম, তখন এ ‘অপদার্থ’ ম্যাজিস্ট্রেটরাই আমাদের চোখে আলো দেখিয়েছিল। থাকুক তারা আমাদের চোখের আলো হয়েই শেষ পর্যন্ত।

শিক্ষার্থী, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়

alsany.tex@gmail.com

অপদার্থ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম