|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ১১টি ইউনিয়নের মধ্যে নদীর দক্ষিণ পাশে ৩ ইউনিয়ন এবং উত্তর পাশে ৮ ইউনিয়ন। মাঝখানে সীমানা রয়েছে শীতলক্ষ্যা নদী। প্রতিদিন হাজার হাজার মানুষ নদী পার হয়ে তরগাঁও এলাকা দিয়ে কাপাসিয়া সদরে আসে। স্থায়ী খেয়াঘাট না থাকায় সদরের কাঁচাবাজারের ভেতর দিয়ে উপজেলা শহরে আসতে হয় হাজার হাজার মানুষকে। এতে করে প্রতিদিন ভোগান্তি ও দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী; বিশেষ করে স্কুল-কলেজের শতশত শিক্ষার্থীকে নিদারুণ অবস্থার মধ্যে পড়তে হয়।
বাঁধানো খেয়াঘাট থাকলেও মায়লা-আবর্জনার কারণে তা এখন ব্যবহারের অনুপযোগী। মানুষ সেখানে মলমূত্র ত্যাগ করায় মুখ ঢেকে চলাচল করতে হয় পথচারীদের। নদীর ওই পারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হওয়ায় রোগীদের কষ্ট আরও বেশি। নদীর দক্ষিণ পাশের আট ইউনিয়ন থেকে কৃষকরা সবজি নিয়ে সদর বাজারে বিক্রি করতে আসেন। সড়ক না থাকায় তারাও বেকায়দায় পড়েন।
ঘাটে প্রায় ৩৫টি নৌকা রয়েছে, যেগুলো প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলে। ময়লা, দুর্গন্ধযুক্ত ঘাট পরিষ্কার করে চলাচলের উপযোগী করা প্রয়োজন; নয়তো বর্তমানে ব্যবহার করা ঘাটের রাস্তা কাঁচাবাজার থেকে সরিয়ে সম্প্রসারণ করা উচিত। উপজেলা প্রশাসন এ ব্যাপারে অবগত থাকলেও কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। প্রশাসন গুরুত্ব না দেয়ায় জনদুর্ভোগ বেড়েই চলেছে।
কাপাসিয়া, গাজীপুর
