Logo
Logo
×

দৃষ্টিপাত

ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

Icon

রূপম চক্রবর্ত্তী

প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

যখন দেশে বিশেষ কোনো সমস্যা হয়, তখন সবাইকে একে অপরের কল্যাণে কাজ করতে হয়। পৃথিবীর বিশাল অংশ করোনা মহামারীর চিন্তায় দিনযাপন করছে। এ সময় পারস্পরিক সহযোগিতা বিশেষ প্রয়োজন।

গত কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম, একজন বাড়ির মালিক তার ভাড়াটিয়াদের বাড়ি ভাড়া মওকুফ করেছেন। এটি একটি প্রশংসনীয় কাজ। আবার আজকে ফেসবুকে এক ভাই লিখলেন, তার বাসার মালিক ভাড়া মওকুফের নোটিশ দিয়েছেন। আমি এ মালিকদের ধন্যবাদ জানাচ্ছি।

যারা বিভিন্ন সংগঠন করছেন, তারাও একটি কাজ করতে পারেন- সংগঠনের পক্ষ থেকে পথচারীদের হাত ধোয়ার ব্যবস্থা করে দিতে পারেন। যারা শিল্পপতি আছেন, তারা বিনামূল্যে মাস্ক এবং জীবাণুনাশক উপাদান সমৃদ্ধ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করতে পারেন।

আমি প্রার্থনা করছি, বাংলাদেশসহ সারা পৃথিবীর সব মানুষ ভালো থাকুক। কোনো বিশেষ কারণে কোনো এলাকা লকডাউন হলে ধনাঢ্য ব্যক্তিরা দিন এনে দিন খাওয়া মানুষদের কিছু কিছু সাহায্য সহযোগিতা করতে পারেন। যারা দৈনিক মজুরির ভিত্তিতে কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, মালিকপক্ষ চেষ্টা করবেন শ্রমিকদের কিছু অগ্রিম মজুরি দেয়া যায় কিনা।

দেখা যায়, কিছু স্বার্থান্বেষী মানুষ কোনো কোনো বিশেষ সময়ে নিজেদের অর্থ সম্পদ বাড়ানোর জন্য অশুভ প্রতিযোগিতায় নেমে পড়ে। তারা দেশের কথা চিন্তা করে না। তারা দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে না। কিছু লোভী বিক্রেতা নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দেয়। দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ থাকা সত্ত্বেও চাল, ডাল, পেঁয়াজের দাম বেড়ে যায়; অথচ ব্যবসায়ীদের উচিত ভোক্তাদের সেবক হিসেবে কাজ করা।

সবকিছুর নিয়ন্ত্রক মহান স্রষ্টা। স্রষ্টার সৃষ্টির প্রতি সম্মান জানানোর জন্য আমাদের সবার নিজ নিজ জায়গায় থেকে আরও বিবেকবান হওয়া উচিত। নৈতিকতা না হারিয়ে যে কোনো পরিস্থিতিতে আমরা সবাই নিজের নিরাপত্তা বজায় রেখে আরেকজনের প্রতি সহমর্মিতা দেখানোর চেষ্টা করব, এটাই কাম্য।

পূর্বনলুয়া, সাতকানিয়া, চট্টগ্রাম

নিরাপত্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম