ভালো অভ্যাসগুলো যেন অটুট থাকে
কাজী সুলতানুল আরেফিন
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
করোনার ভয়াল ছোবল থেকে বেঁচে থাকার জন্য আমাদের অনেকের অভ্যাস পরিবর্তন হয়েছে। কিছু ভালো অভ্যাস আমাদের মাঝে ফিরে এসেছে।
আর কিছু খারাপ অভ্যাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে।
সবচেয়ে উল্লেখ করার মতো হচ্ছে, হাত ধোয়া এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস। ভালো করে হাত ধোয়ার চর্চা অনেকেই করছেন। অথচ এ অভ্যাস আমাদের এমনিতেই জরুরি ছিল। শুধু মহামারী থেকে বেঁচে থাকতে নয়, সুস্থভাবে বেঁচে থাকতে হলে সবাইকে নিয়মিত হাত ভালো করে ধুতে হবে।
যেখানে সেখানে থুথু ফেলা থেকে অনেকেই সচেতন হয়েছেন। পরিবেশ পরিষ্কার রাখা ও জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিত করতে অনেকেই এগিয়ে এসেছেন। মানুষে মানুষে ঘেঁষাঘেঁষি কমেছে।
সারা দেশে একটা বিষয় খুব নাড়া দিয়েছে; তা হচ্ছে, মানবতার জয়। মানুষ একে অপরে পাশে থেকে সহমর্মিতা দেখাচ্ছে। গরিব, দুঃখীদের অনেকেই বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন। মোদ্দা কথা হল, এসব অভ্যাস আমাদের ধরে রাখতে হবে। এমন যেন না হয় যে, মহামারী চলে গেল আর সবাই আগের মতো হয়ে গেলাম।
পূর্ব শিলুয়া, ছাগলনাইয়া, ফেনী
Arefin.feni99@gmail.com
