Logo
Logo
×

দৃষ্টিপাত

হোম কোয়ারেন্টিনে সঙ্গী হোক বই

Icon

ইমাম হোসেন

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

হোম কোয়ারেন্টিনে সঙ্গী হোক বই

করোনাভাইরাস বা কোভিড-১৯ এর কাছে পুরো পৃথিবীই আজ বিপর্যস্ত। পৃথিবীর প্রায় ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ভয় এবং আতঙ্ক সবাইকে গ্রাস করেছে।

উন্নত-অনুন্নত বলে কথা নেই, সব দেশের বড় বড় শহরের রাস্তাঘাট ফাঁকা। চলছে সাধারণ ছুটি। মানুষ গৃহবন্দি। খুব প্রয়োজন ছাড়া বের হতে বারণ। সরকারি নির্দেশনা মোতাবেক সবাইকে হোম কোয়ারেন্টিনে কিংবা গৃহবন্দি থাকতে বলা হয়েছে।

গৃহবন্দি অবস্থায় অলসভাবে দিনযাপন করছে মানুষ। ঘুমের দেশে পাড়ি জমানো এখন একটা নিয়মিত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নিঃসন্দেহে এভাবেই থাকতে হবে।

এ অলস সময় পার করার ক্ষেত্রে আমাদের প্রিয় সঙ্গী হতে পারে বই। বই হচ্ছে জ্ঞানের ভাণ্ডার। যে যত বেশি বই পড়বে, সে তত জ্ঞানার্জন করবে। বই মানুষের পরম বন্ধু। বই মনের কথা বলে, জীবনের কথা বলে আর ঘুমন্ত চেতনাকে জাগ্রত করে।

তাই এই অলস সময়ে হোম কোয়ারেন্টিনে কিংবা গৃহবন্দি অবস্থায় আপনার প্রিয় এবং সর্বোত্তম ও সেরা সঙ্গী হতে পারে বই।

মীরসরাই, চট্টগ্রাম

 

বই কোয়ারেন্টিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম