সারা দেশে হাফ পাশ কেন নয়?
বাস মালিকদের ঘোষণা অনুযায়ী, বাসে হাফ ভাড়া দেওয়া যাবে কেবল সকাল ৭টা থেকে রাত ৮টার মধ্যে। সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যান্য ছুটির দিনে হাফ ভাড়া দেওয়ার সুযোগ থাকবে না। কেবল মেট্রো এলাকার জন্যই এ সুযোগ প্রযোজ্য হবে।
মালিকপক্ষ যে এ দাবি মানার ক্ষেত্রে চাতুরির আশ্রয় নিয়েছে, তা সবার কাছে স্পষ্ট। কারণ, শিক্ষার্থীদের অনেকে ভোর ৬টায় উঠে বাসে করে কোচিংয়ে যান, ক্লাস করতে যান। অনেক শিক্ষার্থী টিউশনি শেষে গভীর রাতে বাসায় ফেরেন। তাদের ক্ষেত্রে কী হবে, সে ব্যাপারে মালিকপক্ষের কোনো বক্তব্য নেই। অন্যান্য শর্তের কথা না হয় বাদই দিলাম; কিন্তু মেট্রো এলাকার বাইরের শিক্ষার্থীরা হাফ ভাড়া দিতে পারবে না কেন?
মেট্রো এলাকার বাইরের শিক্ষার্থীদেরও হাফ ভাড়া অত্যন্ত যৌক্তিক দাবি। কারণ, মেট্রো এলাকার বাইরেও লাখ লাখ শিক্ষার্থী বাসে যাতায়াত করেন। অথচ তাদের জন্য এ সুবিধা রাখা হয়নি। এটি রীতিমতো বৈষম্য। হাফ ভাড়া নিয়ে বাস মালিকদের সিদ্ধান্ত কোনো যুক্তিতেই ধোপে টেকে না। মধ্যবিত্ত ও নিুবিত্ত পরিবারের সংখ্যা ঢাকার বাইরেই বেশি। বাস মালিকদের এ সিদ্ধান্ত অনেকটা পাগলকে বোঝানোর মতো। আইনগত ভিত্তি না থাকলেও হাফ ভাড়া শিক্ষার্থীদের অধিকার। গরিব এ দেশে ‘হাফ পাশ’ শিক্ষার্থীদের একটি ন্যায্য অধিকার, যা গণপরিবহণের মালিকদের মেনে নেওয়া উচিত।
শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
সারা দেশে হাফ পাশ কেন নয়?
ইমরান হোসাইন
০৮ ডিসেম্বর ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাস মালিকদের ঘোষণা অনুযায়ী, বাসে হাফ ভাড়া দেওয়া যাবে কেবল সকাল ৭টা থেকে রাত ৮টার মধ্যে। সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যান্য ছুটির দিনে হাফ ভাড়া দেওয়ার সুযোগ থাকবে না। কেবল মেট্রো এলাকার জন্যই এ সুযোগ প্রযোজ্য হবে।
মালিকপক্ষ যে এ দাবি মানার ক্ষেত্রে চাতুরির আশ্রয় নিয়েছে, তা সবার কাছে স্পষ্ট। কারণ, শিক্ষার্থীদের অনেকে ভোর ৬টায় উঠে বাসে করে কোচিংয়ে যান, ক্লাস করতে যান। অনেক শিক্ষার্থী টিউশনি শেষে গভীর রাতে বাসায় ফেরেন। তাদের ক্ষেত্রে কী হবে, সে ব্যাপারে মালিকপক্ষের কোনো বক্তব্য নেই। অন্যান্য শর্তের কথা না হয় বাদই দিলাম; কিন্তু মেট্রো এলাকার বাইরের শিক্ষার্থীরা হাফ ভাড়া দিতে পারবে না কেন?
মেট্রো এলাকার বাইরের শিক্ষার্থীদেরও হাফ ভাড়া অত্যন্ত যৌক্তিক দাবি। কারণ, মেট্রো এলাকার বাইরেও লাখ লাখ শিক্ষার্থী বাসে যাতায়াত করেন। অথচ তাদের জন্য এ সুবিধা রাখা হয়নি। এটি রীতিমতো বৈষম্য। হাফ ভাড়া নিয়ে বাস মালিকদের সিদ্ধান্ত কোনো যুক্তিতেই ধোপে টেকে না। মধ্যবিত্ত ও নিুবিত্ত পরিবারের সংখ্যা ঢাকার বাইরেই বেশি। বাস মালিকদের এ সিদ্ধান্ত অনেকটা পাগলকে বোঝানোর মতো। আইনগত ভিত্তি না থাকলেও হাফ ভাড়া শিক্ষার্থীদের অধিকার। গরিব এ দেশে ‘হাফ পাশ’ শিক্ষার্থীদের একটি ন্যায্য অধিকার, যা গণপরিবহণের মালিকদের মেনে নেওয়া উচিত।
শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023