Logo
Logo
×

দৃষ্টিপাত

গ্যাস বেলুন আনন্দ উপকরণ নাকি বিস্ফোরক?

Icon

সামিয়া জাহান শেফা ও সৈয়দ আশিকুজ্জামান আশিক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সম্প্রতি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুনের বিস্ফোরণে মীরাক্কেলখ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনি গুরুতর দগ্ধ হন। কয়েকজন পুলিশ কর্মকর্তাও দগ্ধ হন। ২০১৯ সালের অক্টোবরে রাজধানীর রূপনগরে গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে নিহত হয়েছিল অন্তত আট শিশু। একসঙ্গে এত শিশুর মৃত্যু তখন গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। তবে তাতে ঝুঁকিপূর্ণ গ্যাস বেলুন ব্যবহারের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি। বিস্ফোরক আইন-১৮৮৪ এর অধীনে সিলিন্ডার বিধিমালা-১৯৯১ অনুযায়ী কোনো সিলিন্ডারে গ্যাস তৈরি, এক সিলিন্ডার থেকে আরেক সিলিন্ডারে গ্যাস ভরা, বেলুনে গ্যাস ভরা; এমনকি বিক্রি করাও নিষিদ্ধ। এর জন্য বিস্ফোরক অধিদপ্তরের অনুমতি লাগবে। কিন্তু গোটা দেশের অলিগলিতে অসংখ্য বেলুন বিক্রেতা আইন না মেনে সেটিই করে যাচ্ছেন।

অন্যান্য দেশে গ্যাস বেলুনে ব্যবহার করা হয় হিলিয়াম গ্যাস। কারণ, এ গ্যাস থেকে আগুন ধরে না, বিস্ফোরিত হওয়ার আশঙ্কা নেই বললেই চলে। কিন্তু হিলিয়ামের দাম অনেক বেশি হওয়ার কারণে বাংলাদেশে বেলুনে ব্যবহার করা হয় হাইড্রোজেন গ্যাস। আর যেখানে-সেখানে খুব সহজে হাতের কাছে নানা জিনিস দিয়ে হাইড্রোজেন গ্যাস বানিয়ে ফেলা যায়। হিলিয়াম বেলুন বলা হলেও আদতে সেগুলো হাইড্রোজেন বেলুন। হাইড্রোজেন গ্যাস যেহেতু অতি দাহ্য পদার্থ-এ কারণে একটু এদিক-সেদিক হলেই ঘটে সর্বনাশ। বিশেষজ্ঞদের মতে, গ্যাস বেলুন হচ্ছে এক ধরনের ‘গ্যাস বোমা’। যেমনটি আমরা দেখলাম জিএমপির অনুষ্ঠানে। এ ঘটনায় যে প্রশ্নটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, তা হলো-আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়েও তারা কি আইনভঙ্গ করল না?

শিশুদের আকৃষ্ট করতে নানা ফুল, পশুপাখি ও কার্টুন চরিত্রের আকার-আকৃতির গ্যাস বেলুন দেদার বিক্রি হচ্ছে রাস্তাঘাটে। বিয়েশাদি, পুনর্মিলন, নবীনবরণ বা যে কোনো আনন্দঘন অনুষ্ঠানে অন্যতম অনুষঙ্গ এখন গ্যাস বেলুন। পুলিশ বাহিনীর অনুষ্ঠানেই যখন গ্যাস বেলুনের ব্যবহার আমরা দেখি, তাহলে সাধারণ মানুষকে কীভাবে এ থেকে নিবৃত্ত রাখা যাবে? প্রশ্ন হলো-এ ‘গ্যাস বোমা’ উৎপাদন ও বিক্রি কি বন্ধ হবে না? জেলা ও উপজেলা প্রশাসন এবং পুলিশের কেন এখানে কোনো ভূমিকা থাকবে না? বেলুন শিশুদের খেলার একটি জনপ্রিয় অনুষঙ্গ। যে কোনো উদ্যাপনেও বেলুন চাই-ই চাই। আমরা অনেকে হয়তো জানিও না-কীভাবে গ্যাস বেলুনের মতো একটা জিনিস এতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। শিশুদের কাছে এটা শুধুই আনন্দ পাওয়ার উপকরণ। তাই বেলুনের মতো নিরীহ আনন্দের উপকরণ যেন বিস্ফোরণের ভয়াবহতা নিয়ে আবির্ভুত না হয়, তা নিশ্চিত করা জরুরি।

ঢাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম