ফুটবল বিশ্বকাপ নিয়ে সংঘাত কাম্য নয়
জুবায়েদ মোস্তফা
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
অচিরেই বিশ্বের সবচেয়ে বড় আসর ফুটবল বিশ্বকাপের পর্দা উঠবে। বিশ্বকাপ এলেই শুরু হয়ে যায় কথার লড়াই। কার প্রিয় দল কতটা বেশি শক্তিশালী-এভাবে তর্কের মাধ্যমে সবাই নিজ দলকে এগিয়ে রাখতে চায়। গ্রামের কোনো চায়ের দোকান কিংবা শহরের রেস্টুরেন্টে বসে প্রতিটি চুমুকে মানুষ কথার ঝড় তুলে। এতে কখনো কখনো হিতে বিপরীত হতে দেখা যায়। সামান্য বিষয় নিয়ে তর্কের জেরে মারামারির সূত্রপাত ঘটে। মারাত্মক আহত কিংবা প্রাণনাশের মতো ঘটনাও ঘটে। কিছুদিন ধরে দেখছি, পত্রিকার পাতায় মৃত্যুর খবর। তবে এগুলো কোনো স্বাভাবিক মৃত্যু নয়; আবেগতাড়িত হয়ে মৃত্যুবরণ করার ঘটনা এগুলো। ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুটি দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনা। তাই এদের নিয়ে মানুষের আবেগের অন্ত নেই। ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে ইতোমধ্যে দুই যুবকের মৃত্যু ঘটেছে, যা সত্যিই মর্মান্তিক। এ ধরনের ঘটনায় নিঃসন্দেহে পরিবারে নেমে আসে শোকের কালো অধ্যায়। পরিবার অনেক স্বপ্ন আশা নিয়ে সন্তানকে বড় করে। তাই এভাবে তাদের চলে যাওয়াটা মেনে নেওয়া যায় না। ফুটবলের জন্য আবেগ থাকা দোষের কিছু নয়; বরং এটি স্বাভাবিক বিষয়। কিন্তু অতি আবেগে যেন পরিবারের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হয়ে না দাঁড়াই, সেদিকে লক্ষ রাখতে হবে।
শিক্ষার্থী, লোকপ্রশাসন বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ
