Logo
Logo
×

দৃষ্টিপাত

অস্তিত্ব সংকটে ভুগছে মিঠাছড়া খাল

Icon

ইসমাইল হোসেন

প্রকাশ: ২২ নভেম্বর ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

অস্তিত্ব সংকটে ভুগছে মিঠাছড়া খাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে স্লুইস গেট সংলগ্ন স্থানে অবস্থিত মিঠাছড়া খাল। খালটি অনেক প্রাচীন এবং ঐতিহ্যবাহীও বটে।

বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে অবস্থিত এলাকাগুলো-জোবরা ও মিঠাছড়া গ্রামের অধিকাংশ মানুষ এর ওপর নির্ভরশীল বিভিন্নভাবে। মূলত মিঠাছড়া খালের পানির উৎস হলো পাহাড়ি ঝরনা। ঝরনার পানি ও অন্যান্য উৎস থেকে পাহাড়ের গা ঘেঁষে পানি প্রবাহিত হয় এ খাল দিয়ে।

বিগত কয়েক বছর ধরে মিঠাছড়া খাল অস্তিত্ব সংকটে ভুগছে। একদিকে যেমন খালের ধারে স্থাপিত বাড়িঘর থেকে আবর্জনা ফেলার কারণে ‘ছড়া’র পানি দূষিত হচ্ছে; অন্যদিকে বর্ষামৌসুমে পাড় ভেঙে খাল ভরাট হয়ে অনেকাংশে সংকুচিত হয়ে গেছে।

কারণে খালটি মৃতপ্রায় অবস্থায় রয়েছে, এবং এতে বিপর্যয়ের মুখে পড়েছে এখানকার পরিবেশ। খালটি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে চবি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শিক্ষার্থী, হাটহাজারী সরকারি কলেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম